রাবণের পরিচয় দাও

 রাবণের পরিচয় দাও 
রাবণের পরিচয় দাও
রাবণের পরিচয় দাও

উত্তর 'মেঘনাদবধ কাব্যে' রাবণ পৌরাণিক ও আধুনিকতার মিশ্র চৈতন্যজাত। যার মর্ম জংগমতা, ধর্ম আধুনিকতা, পরিণতি ধূপছায়া।

তার চারিত্রিক ঐশ্বর্য বিচিত্র, বহুধা বিভাজিত। সর্বগ্রাসী অন্বেষাই তার মূল প্রতিপাদ্য। তার চরিত্র বিদ্রোহের, প্রতিবাদের, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, দেশপ্রেমের। কাব্যে সকল বিধ্বংসী দুরূহ কামনার মানস বিগ্রহের আধার রাবণ। পরিণাম রাবণেরই।

 ক্ষান্তিহীন সংগ্রাম ও অন্তহীন যন্ত্রণার মধ্যে রাবণ জয় করতে চেয়েছে তার প্রতিটি অধিকার। রাবণ জীবনমুখী, জীবনপলাতক নয়। মানুষের ঐশ্বর্য ও বলবীর্যের যে পরাজয় আত্মবিশ্বাসী অপ্রতিহত শক্তি, দিগ্বিজয়ী বীরের নিয়তি—নিহত মূর্তির যে আরক্তিম দীপ্তি— তারই প্রতীক রাবণ। 

রাবণ শৌর্য-বীর্য এবং মানবসুলভ নানা গুণে সুখ ঐশ্বর্যের অমরাপুরী গড়ে তুলেছে। আপন কারণেই সব ধ্বংস হয়েছে। রাবণ জনহিতৈষী রাজা, স্নেহময় পিতা, যোগ্য স্বামী, বিজ্ঞ যোদ্ধা, সরল স্বভাব ভক্ত— কোথাও নীচতা বা কপটতা নেই। বাহুবল ও হৃদয়বলে সুরক্ষিত। তার চরিত্র শেষে অসহায় ভাগ্যের কাছে সমর্পিত— যে জীবন আধুনিক মানুষের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ