সেকশুভোদয়ার পরিচয় দাও
সেকশুভোদয়ার পরিচয় দাও ।
![]() |
| সেকশুভোদয়ার পরিচয় দাও । |
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। চর্যার ভাষা বাংলা।
\প্রাচীন যুগে অর্থাৎ ৬৫০-১২০০ খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদের মত অন্য কোন গ্রন্থ না পাওয়া গেলেও বেশ কিছু নিদর্শনের পরিচয় মেলে। সেসব নিদর্শনের মধ্যে 'সেকশুভোদয়া' অন্যতম। এ সময়ের বাংলা ভাষা অবিমিশ্র নয়।
প্রাকৃত ভাষা থেকে অপভ্রংশের স্তর পেরিয়ে আসামী, উড়িয়া, ভোজপুরিয়া এরূপ বহু প্রাচ্য ভাষার সংমিশ্রণে 'সেকশুভোদয়া' রচিত বলে ভাষাবিদদের ধারণা।
'সেকশুভোদয়া লক্ষ্মণসেনের সভাকবি হলায়ুধ মিশ্রের রচনা। এ গ্রন্থের প্রথম দিকে কয়েকটি বাংলা গান ও চর্যার উল্লেখ আছে।
এর কোনটি মাহাত্মা গান কোনটি বা প্রেমমূলক। সেকশুভোদয়া মূলত প্রাচীন যুগের কিছু সংগীতের সমষ্টি। সেকশুভোদয়াকে অনেকে প্রাচীন নয় বলে মনে করেন।
.png)