সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ছোট প্রশ্নোত্তর)মেঘনাদের পরিচয় দাও

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ছোট প্রশ্নোত্তর)মেঘনাদের পরিচয় দাও 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ছোট প্রশ্নোত্তর)মেঘনাদের পরিচয় দাও
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ছোট প্রশ্নোত্তর)মেঘনাদের পরিচয় দাও 

উত্তর 'মেঘনাদবধ কাব্যে রামায়ণের চিরপরিচিত ইন্দ্রজিৎ মেঘনাদ নামে মহিমান্বিত হয়ে উঠেছে। মেঘনাদের মৃত্যুই এ কাব্যের মৌল উপজীব্য। 

মেঘনাদ দেব-দৈত্য নর ত্রাস, রাক্ষসকুলের গর্ব বাসব বিজয়ী। প্রেমে বীরত্বে মানবতায় কর্তব্যের ধাতুতে গড়া এ চরিত্রটি একক ও অনন্য। শৌর্যে, শিষ্টাচারে, বীরত্বে, ব্যক্তিত্বে, প্রেমে, সৌজন্যে মেঘনাদ দেদীপ্যমান। অনুজের মৃত্যুতে সে আত্মধিক্কারে জ্বলেছে। 

বীরত্বের অন্তরালে প্রচণ্ড প্রেমের ফল্গুধারা প্রবাহিত। রাঘবকে বেঁধে এনে পিতার পদে সমর্পণ করার মত দৃঢ়তা তার চরিত্রের অভিজ্ঞান। বিভীষণের সাথে কথা বলায় মেঘনাদের ভব্যতা, বিজ্ঞতা, বংশগৌরব ও মার্জিত রুচির পরিচয় মেলে। 

চরম দৈব দুর্গতির মধ্যেও বীরোচিত প্রয়াস, নির্বীর্য আত্মসমর্পণ নয়। এখানেই সে আধুনিক। সতেজ সুস্থ যৌবন ধনে ধনী, আনন্দে স্নাত, অপাপবিদ্ধ। মায়ের দুলাল, পিতার নয়নমণি, পত্নীর কণ্ঠহার, শত্রুর দুঃস্বপ্ন। এসব বৈশিষ্ট্যে মেঘনাদ চরিত্র সবার প্রিয় ও সমৃদ্ধ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ