৫৩টি সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সহ (MCQ Question)
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের শেখার বিষয় হলো সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সহ জানব ।
![]() |
| সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সহ |
এই সততার পুরস্কার গল্প টি বাংলা ১ম পত্র ষষ্ঠ শ্রেণির একটি গদ্য । লেখক মুহম্মদ শহীদুল্লাহ এই সুন্দর গদ্য এত সুন্দর ভাবে তুলে ধরেছে । চলুন সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সহ।
সততার পুরস্কার গল্পের সকল ধরনের প্রশ্ন আমাদের ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন।
সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সহ (MCQ Question) | sototar puroskar golpo mcq
১. 'সততার পুরস্কার' গল্পের তিনজন লোক কোন দেশের ছিল?
(ক) মিশরের
(খ) ইরাকের
(গ) ইরানের
(ঘ) আরব দেশের
২. 'সততার পুরস্কার' গল্পে আরব দেশের লোকসংখ্যা—
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
৩. আল্লাহ আরবীয় ব্যক্তিদের কাছে কাকে পাঠালেন?
(ক) ফেরেশতাকে
(খ) নবিজিকে
(গ) আদমকে
(ঘ) হাওয়াকে
৪. ফেরেশতা কী?
(ক) নবি
(খ) নূর
(গ) রসূল
(ঘ) আল্লাহর দূত
৫. ফেরেশতা মানে—
(ক) পত্র বহনকারী
(খ) আল্লাহর হুকুম তামিলকারী
(গ) মানুষের দুঃখ মোচনকারী
(ঘ) মানুষকে হেদায়েতকারী
৬. ফেরেশতা কীসের তৈরি?
(ক) আগুনের
(খ) পানির
(গ) নূরের
(ঘ) মাটির
৭. ফেরেশতা কার হুকুমে কাজ করেন?
(ক) আল্লাহর
(খ) নবির
(গ) মানুষের
(ঘ) আদি পিতার
৮. স্বর্গীয় দূত কে ছিলেন?
(ক) নবি
(খ) রাসূল
(গ) ফেরেশতা
(ঘ) টাকওয়ালা
৯. মানুষের রূপ ধরে ফেরেশতার আসার তাৎপর্যপূর্ণ কারণ কী?
(ক) মানুষের সততা পরীক্ষা করা
(খ) মানুষের সাথে পরিচিত হওয়া
(গ) মানুষ সম্পর্কে জানা
(ঘ) মানুষকে বোঝা
১০. ধবলরোগীর ধবল ছিল—
(ক) মুখে
(খ) সর্বাঙ্গে
(গ) হাতে
(ঘ) মাথায়
১১. ধবলরোগী সুস্থ হলো—
(ক) হোমিওপ্যাথিক ওষুধে
(খ) অ্যালোপ্যাথিক ওষুধে
(গ) কবিরাজি ওষুধে
ঘ) আল্লাহর অনুগ্রহে
১২. ধবলরোগী ফেরেশতার কাছে কী চাইল?
(ক) হাতি
(খ) গাভী
(গ) উট
(ঘ) হরিণ
১৩. টাকমাথা বলতে বোঝায়—
(ক) মাথায় তেলের অভাব
(খ) মাথায় বুদ্ধির অভাব
(গ) মাথায় চুলের অভাব
(ঘ) মাথায় চিরুনির অভাব
১৪. যার মাথায় চুল গজিয়ে উঠল তার পূর্বাবস্থা বোঝাতে সংগত কোনটি?
(ক) ঘন চুলওয়ালা
(খ) টাকওয়ালা
(গ) ন্যাড়া মাথা
(ঘ) ছোট মাথা
১৫. কার মাথায় চুল গজাল?
(ক) টাকওয়ালার
(খ) ধবলরোগীর
(গ) অন্ধের
(ঘ) বিদেশির
১৬. ফেরেশতা টাকওয়ালাকে কী দিলেন?
(ক) উট
(খ) গাভিন গাই
(গ) হরিণ
(ঘ) দুম্বা
১৭. ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরে আসেন কখন?
(ক) কয়েক মাস পর
(খ) কিছুদিন পর
(গ) কয়েক বছর পর
(ঘ) কয়েক যুগ পর
১৮. ফেরেশতা বিদেশি সাজলেন কেন?
(ক) সাহায্য পাওয়ার জন্য
(খ) ধবল রোগীকে খুশি করার জন্য
(গ) তিন আরবীয়র সততা পরীক্ষার জন্য
(ঘ) আরবীয়দের সাথে পরিচিত হওয়ার জন্য
১৯. “দেশে ফিরিয়া যাইতে পারি”— বাক্যাংশের চলিত রূপ কোনটি?
(ক) দেশে ফিরিয়া যেতে পারি
(খ) দেশে ফিরে যাইতে পারি
(গ) দেশে ফিরে যেতে পারি
(ঘ) দেশে চলিয়া যেতে পারি
২০. যে লোকটি আগে অন্ধ ছিল ফেরেশতা তার কাছে গিয়ে কী চাইল?
(ক) উট
(খ) গাই
(গ) ছাগল
(ঘ) বাছুর
২১. আল্লাহ কার ওপর খুশি হলেন?
(ক) অন্ধ লোকটির
(খ) ধবলরোগীর
(গ) বিদেশির
(ঘ) টাকওয়ালার
২২. অন্ধ লোকটি বিদেশির ছদ্মবেশধারী ফেরেশতাকে সবকিছু দিতে চাওয়ার কারণ—
(ক) অধিক মুনাফার আশায়
(খ) কৃতজ্ঞতা প্রকাশে
(গ) সহানুভূতিশীল হয়ে
(ঘ) পুণ্য অর্জনের আশায়
২৩. ফেরেশতা তিন আরবীয়ের কী পরীক্ষা করতে এসেছিলেন?
(ক) সারল্য
(খ) অহমিকা
(গ) ক্ষমতা
(ঘ) সততা
২৪. "আমার সম্বল ফুরাইয়া গিয়াছে"— উক্তিটি কার?
(ক) ধবলরোগীর
(খ) টাকওয়ালার
(গ) অন্ধ ব্যক্তির
(ঘ) স্বর্গীয় দূতের
২৫. "তুমি যাহা চাও লও"— উক্তিটি কার?
(ক) ফেরেশতার
(খ) টাকওয়ালার
(গ) ধবলরোগীর
(ঘ) অন্ধ ব্যক্তির
২৬. 'কসম' শব্দের অর্থ কী?
(ক) শপথ
(খ) পুঁজি
(গ) নূর
(ঘ) বেজার
২৭. ফেরেশতা যাঁর সংবাদবাহক তাঁর পরিচয় কোনটি?
(ক) ধনী
(খ) রাজা
(গ) আমির
(ঘ) আল্লাহ
২৮. 'নূর' শব্দটির অর্থ কোনটি?
(ক) অন্ধকার
(খ) আলো
(গ) আগুন
(ঘ) পানি
২৯. 'মূলধন' বলতে যা বোঝায় তা হলো—
(ক) পুঁজি
(খ) ধনসম্পদ
(গ) সম্পত্তি
(ঘ) মালপত্র
৩০. 'সততার পুরস্কার' গল্পে ধবল বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সাদা
(খ) অসুস্থ ব্যক্তি
(গ) বার্তাবাহক
(ঘ) এক প্রকার চর্মরোগ
৩১. 'সততার পুরস্কার' গল্পটি পাঠের উদ্দেশ্য কী?
(ক) সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দান
(খ) শিক্ষার্থীদের আনন্দ দান
(গ) গল্প লিখতে অনুপ্রাণিত করা
(ঘ) পুরস্কার পাওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা দান
৩২. 'সততার পুরস্কার' গল্প পাঠে শিক্ষার্থী কীসের পরিচয় দিতে পারবে?
(ক) ধর্মীয় বিশ্বাসের
(খ) ইহুদি লোকের
(গ) মূল্যবোধের
(ঘ) অকৃতজ্ঞদের
৩৩. 'সততার পুরস্কার' গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?
(ক) সৎপথে উপার্জন
(খ) নৈতিক মূল্যবোধ
(গ) গরিবের প্রতি সহানুভূতি
(ঘ) পারস্পরিক দায়িত্ববোধ
৩৪. 'সততার পুরস্কার' গল্পের লেখক কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) মুহম্মদ শহীদুল্লাহ
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) মোহাম্মদ লুৎফর রহমান
৩৫. ফেরেশতা আরবীয়দের কী পরীক্ষা করতে এসেছিলেন?
(ক) সারল্য
(খ) অহমিকা
(গ) ক্ষমতা
(ঘ) সততা
৩৬. স্বর্গীয় দূত ধবলরোগীকে কী দিয়েছিলেন?
(ক) উট
(খ) ছাগল
(গ) গাভিন গাই
(ঘ) ঘোড়া
৩৭. ধবলরোগী কী ভালোবাসে?
(ক) গায়ের রং
(খ) ধন-সম্পদ
(গ) সম্মান
(ঘ) খ্যাতি
৩৮. "তোমার প্রতি আল্লাহ খুশি হইয়াছেন"— এখানে আল্লাহর কী প্রকাশ পেয়েছে?
(ক) করুণা
(খ) দয়া
(গ) সন্তুষ্টি
(ঘ) অনুকম্পা
৩৯. তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছেন কেন?
(ক) আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়
(খ) তার ছাগল বেশি হয়েছে বলে
(গ) তার আর ধন-সম্পদের দরকার ছিল না
(ঘ) কোনোটিই নয়
৪০. 'সততার পুরস্কার' গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?
(ক) সৎপথে উপার্জন
(খ) নৈতিক মূল্যবোধ
(গ) গরিবের প্রতি দয়া
(ঘ) পারস্পরিক সহানুভূতি
৪১. 'সততার পুরস্কার' গল্পের মূল বাণী কোনটি?
(ক) সৎলোক পুরস্কৃত হয়
(খ) অসৎ লোক মর্যাদার অধিকারী হয়
(গ) মন্দ লোক সম্মান পাওয়ার অধিকারী হয়
(ঘ) অসৎ লোক পুরস্কৃত হয়
৪২. আল্লাহ পুরস্কৃত করেন—
(ক) সৎ লোককে
(খ) অসৎ লোককে
(গ) খারাপ লোককে
(ঘ) মন্দ লোককে
৪৩. আরব দেশের তিন জন লোককে ফেরেশতা যে একই কথা বলেছেন তা বোঝাতে প্রযোজ্য—
(ক) ইহাতে তুমি ধনী হইবে
(খ) ইহাতে তুমি সচ্ছল হইবে
(গ) ইহাতে তুমি অর্থ-সম্পদের মালিক হইবে
(ঘ) ইহাতে তোমার ভাগ্য খুলিবে
৪৪. ফেরেশতা দ্বিতীয়বার এলেন—
(ক) সততা পরীক্ষা করতে
(খ) উট দিতে
(গ) ছাগল দিতে
(ঘ) গাড়ি দিতে
৪৫. আল্লাহ খুশি হন—
(ক) বেশি খেতে পারলে
(খ) ধনদৌলত বেশি থাকলে
(গ) কৃতজ্ঞতা প্রকাশ করলে
(ঘ) অধিক স্বাস্থ্যবান হলে
৪৬. প্রথম দুজনের ওপর আল্লাহর অসন্তুষ্ট হওয়ার প্রধান কারণ কোনটি?
(ক) আল্লাহর প্রতি কৃতজ্ঞ
(খ) আল্লাহর প্রতি অকৃতজ্ঞ
(গ) আল্লাহর শুকরিয়া আদায় করা
(ঘ) আল্লাহর এবাদত করা
৪৭. আল্লাহর পছন্দের বিষয় বোঝাতে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) উপকারী প্রতি কৃতজ্ঞ থাকা
(খ) স্বাস্থ্যবান হওয়া
(গ) ধনী হওয়া
(ঘ) লম্বা হওয়া
৪৮. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
৪৯. মুহম্মদ শহীদুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) কাঁঠালপাড়া
(খ) পেয়ারা
(গ) মুরারিপুর
(ঘ) রায়পুর
৫০. মুহম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ঢাকায়
(খ) দিল্লিতে
(গ) পশ্চিমবঙ্গে
(ঘ) আসামে
৫১. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি সম্পন্ন করেন?
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
(খ) আলীগড় বিশ্ববিদ্যালয়
(গ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৫২. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে এমএ পাস করেন?
(ক) ইংরেজি সাহিত্যে
(খ) সংস্কৃতে
(গ) ভাষাতত্ত্বে
(ঘ) ইতিহাসে
৫৩. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন?
(ক) ভাষাতত্ত্বে
(খ) বাংলা ভাষায়
(গ) বাংলা সাহিত্যে
(ঘ) বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায়
Download Answer Sheet🔼
আর্টিকেলের শেষকথাঃ সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সহ দিয়েছি তোমরা খুব সহজেই জেনো আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারো। উপরের লিংক থেকে উত্তর পত্র টি ডাউনলোড করে নিন।
