লিঙ্ক বিল্ডিং কি? কিভাবে লিঙ্ক বিল্ডিং করবো? লিঙ্ক বিল্ডিং এর গুরুত্ব

আজকে আমরা জানব লিঙ্ক বিল্ডিং কি? কিভাবে লিঙ্ক বিল্ডিং করবো? ও লিঙ্ক বিল্ডিং এর গুরুত্ব কি? what is link building seo bangla?

লিঙ্ক বিল্ডিং কি? কিভাবে লিঙ্ক বিল্ডিং করবো? লিঙ্ক বিল্ডিং এর গুরুত্ব


লিঙ্ক বিল্ডিং কি? 

লিংক বিল্ডিং হলো আপনার সাইটের লিঙ্ক অন্য একটি সাইটের পোস্টে অথবা কমেন্ট সেকশনে থাকাকেই লিঙ্ক বিল্ডিং বলে। 

লিঙ্ক বিল্ডিং এস ই ওর গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম যার মাধ্যমে ওয়েব সাইট এর ভিজিটর বৃদ্ধির পাশাপাশি গুগল এ এর রাঙ্ক বৃদ্ধিতেও কাজ করা যায়। সর্বোপরি ভাবে বলা যায়, লিঙ্ক বিল্ডিং শুধুমাত্র ওয়েবসাইট এর জনপ্রিয়তা বৃদ্ধিতেই সহায়তা করে।

লিঙ্ক বিল্ডিং কি? কিভাবে লিঙ্ক বিল্ডিং করবো? লিঙ্ক বিল্ডিং এর গুরুত্ব

কিভাবে লিঙ্ক বিল্ডিং করবেন?

লিঙ্ক বিল্ডিং এর বিভিন্ন নিয়ম-কানুন বা পদ্ধতি প্রচলিত আছে। নিচে কিছু পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল,


  • ওয়েবসাইট কে বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিট করুন। তবে কোন অটোম্যাটিক উপায় অবলম্বন করবেন না এতে গুগল আপনার রাঙ্ক কমিয়ে দিতে পারে।
  • অনেক মুক্ত ডিরেক্টরি আছে যেমন, “dmog.org, yahoo.com” এগুলোতে আপনার সাইটটিকে অন্তর্ভুক্ত করুন। যার ফলে অন্যান্য যেসব সার্চ ইঞ্জিন আছে সেগুলোতে আপনার সাইট এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
  • আপনার ওয়েবপেজ এর জন্য উন্নত মানের আর্টিকেল লিখুন যা ভিজিটর ধরে রাখতে সহায়তা করবে। এবং যার ফলে, আপনার ওয়েবসাইট এর বাউন্স রেট কম হবে।
  • লিঙ্ক বিনিময় কাজে অংশগ্রহণ করুন। যার মাধ্যমে আপনার সাইট এ ভিজিটর বৃদ্ধি পেতে পারে। তবে একপাক্ষিক হলেই বেশি ভাল হয়।
  • আপনার সাইট এর জনপ্রিয়তা বৃদ্ধিতে ফোরামগুলোতে সিগনেচার হিসাবে আপনার লিঙ্ক রেখে আসতে পারেন ।
  • বুকমারকিং সাইটগুলোতে আপনার সাইট এর লিঙ্ক সাবমিট করতে পারেন।
  • ব্লগিং সাইটগুলোতে ভাল মানের আর্টিকেল লিখতে পারেন এবং সেখানে আপনার সাইটএর লিঙ্ক বিজ্ঞাপন হিসাবে দিতে পারেন।
  • সবসময় আপনার সাইট এর ভিজিটরদের ভাল মানের সেবা সরবরাহ করুন এবং তাদেরকে ব্যাস্ত রাখার চেষ্টা করুন।

 


লিঙ্ক বিল্ডিং এ আরও কিছু উপায় আছে কিন্তু সেগুলোতে আপনাকে অর্থ খরচ করতে হতে পারে। এমন কিছু পদ্ধতি হল,


  • কিছু উচ্চ মানে ওয়েব সাইট কিনুন যেগুলোতে আপনি আপনার লিঙ্কগুলোকে রেখে আসতে পারবেন।
  • গুগল এডওয়ার্ড এ যোগ দিতে পারেন। এর মাধ্যমে আপনার সাইট এর ভিজিটর নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে পারে।

লিঙ্ক বিল্ডিং এর গুরুত্ব

আপনি যদি আপনার ওয়েবসাইটটিকে গুগল মামার কাছে র‌্যাংকিংয়ে নিয়ে আসতে চান তাহলে আপনার ব্যাকলিংক-কে ভ্যালু দিতেই হবে।একটা ছোট্ট কথার মাধ্যমে এর গুরুত্ব কতোটা একটু তুলে ধরি- গুগলের প্রথম নাম ছিল ব্যাকরাব। যা একটি সাইট কতোটা গুরুত্বপূর্ণ তা নির্নয়ের জন্য ব্যাকলিংককে গুরুত দেওয়ার জন্যই হয়েছে। আর একারনেই আপনি যে ব্যাকলিংককে এড়িয়ে চলতে পারবেন না গুগল মামার কাছে। এটি হলো অফ পেইজ এসইও ( Off Page SEO and on page seo  Bangla) এর একটি অংশ।

পরিশেষে বলা যায় যে, ওয়েব সাইট এর ভিজিটর বৃদ্ধিতে লিঙ্ক বিল্ডিং অনেক অবদান রাখে। এস ই ওর অনেক পদ্ধতি প্রচলিত থাকলেও লিঙ্ক বিল্ডিং এ একমাত্র উপায় যেটা দীর্ঘমেয়াদি জনপ্রিয়তা বয়ে আনতে কাজ করে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ