ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন

বন্ধুরা আজকে আমরা জানব ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন বা মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে ফিরে পেতে পারি - How to Recover Deleted Facebook Messages

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন


ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ

আজ আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এলাম। সেটি হলো ফেসবুক ট্রিকস। হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য এই ট্রিকস। আজ আমি আপনাদের দেখাবো ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনা যায়। আসল কথা হলো এটা ফেসবুকেরই একটা অংশ যা অনেকেই জানেন না।

আমরা অনেক সময় ইচ্ছায় অথবা ভুল করে অনেক ছবি, মেসেজ বা অন্যকিছু ডিলিট করে ফেলি। যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই ডিলিট হয়ে গেলে তা আমরা সারাজীবনের জন্যই হারিয়ে ফেলি।

একটু ওয়েট, একটা গোপন কথা বলি “আপনার কোন কিছুই হারায়নি” কারন আপনি যখন কোন কিছু ফেসবুকে থেকে ডিলিট করেন তখন সেটি ফেসবুকের Archive এ জমা হয়ে। আপনি খুব সহজেই সেখান থেকে ফ্রি ডউনলোড করে নিতে পারেন।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন

How to Recover Deleted Facebook Messages

Facebook account থেকে ডিলিট হয়ে যাওয়া ভিডিও, টেক্সট মেসেজ, এবং ফটো ফিরিয়ে আনার জন্য বা পুনরুদ্ধার এর ক্ষেত্রে আপনাকে কেবল কিছু সোজা steps গুলোকে follow করতে হবে। 


তবে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সেবা থাকতে হবে এবং আপনাকে username এবং password এর সাহায্যে নিজের Facebook account এর মধ্যে login করতে হবে।


এই প্রক্রিয়া আপনারা নিজের কম্পিউটার, মোবাইল বা Facebook app এর মাধমেও করে নিতে পারবেন।


তবে, নিচে আমি কেবল কম্পিউটারে মানে ফেসবুকের ওয়েব ভার্শনে প্রক্রিয়াটি করে দেখিয়ে দিচ্ছি।


Step 1. 

সবচেয়ে প্রথমেই আপনাকে যেতে হবে নিজের Facebook account এর login পেজে এবং নিজের একাউন্টে লগইন করতে হবে।

Login করার পর আপনাকে যেতে হবে Facebook এর Settings page এর মধ্যে।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন

Facebook >> settings & privacy >> settings 

Step 2.

এবার Settings page এর মধ্যে আপনারা প্রচুর অন্যান্য options গুলো দেখতে পাবেন।


তবে যিহেতু আমরা আমাদের ফেসবুকের ডাটা ডাউনলোড করতে চাইছি, তাই আমাদের সরাসরি ক্লিক করতে হবে “Your Facebook Information” এর অপশনে।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন



এবার, Your Facebook Information এর পেজে আপনারা “Download your information” এর একটি অপসন দেখতে পাবেন।

এবং option এর পাশে হাতের দান দিকে থাকা “View” লিংক এর মধ্যে এবার আপনাকে click করতে হবে।

ওপরে ছবিটি দেখলে সবটা বুঝতে পারবেন।


Step 3.

এবার view বাটন এর মধ্যে click করার সাথে সাথে আপনারা “Download Your Information” পেজ দেখতে পাবেন।

এই পেজ এর মাধ্যমে আপনারা নিজের ফেসবুক এর একাউন্ট এর মধ্যে আপলোড করা যেকোনো ডাটা, ফাইল, ইমেজ, ভিডিও, মেসেজ, পোস্ট ইত্যাদি গুলোকে আবার ডাউনলোড করে নিতে পারবেন।


JSON

  • আপনাকে Request copy তে গিয়ে “Date range” সিলেক্ট করতে হবে। আপনি যেকোনো দিন, মাস, বছর বা শুরু থেকে আজ পর্যন্ত যেকোনো সময় সিলেক্ট করতে পারবেন। আপনি যেই image, video বা message টি রিকভার করতে চাইছেন সেটা কোন সময় আপলোড করেছিলেন, সেই হিসেবে date সিলেক্ট করতে হবে।
  • দ্বিতীয়তে Media quality অপশনে গিয়ে আপনাকে High, medium এবং low যেকোনো একটি media quality select করে নিতে হবে। High মানে আপনার download করা media file গুলোর কোয়ালিটি অনেক ভালো থাকবে।
  • শেষে, format এর অপশন থেকে আপনি HTML বা JSON যেকোনো একটি select করুন।
  • সবটা হয়ে যাওয়ার পর এবার সরাসরি “Create File” এর অপশনে ক্লিক করুন।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন

  • এবার আপনার file তৈরি হওয়া শুরু হবে এবং তাই আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।
  • একবার আপনার file তৈরি হয়ে download এর জন্য উপলব্ধ হয়ে যাওয়ার পর আপনাকে Facebook এর মধ্যে notification এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন


Step 4. 

এবার প্রায় কিছু মিনিট পরেই আপনাকে একটি notification দেখিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে আপনার file টি download করার জন্য রেডি হয়ে গেছে।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন


Notification এর মধ্যে click করার পর, সরাসরি আপনাকে File download page এর মধ্যে নিয়ে যাওয়া হবে।


Step 5.

শেষে, নিজের সিলেক্ট করা ডেট (date) মধ্যে আপনার ফেসবুক একাউন্ট এর মধ্যে যা যা images, tags, videos, short videos, messages ইত্যাদি ছিল সবটা আপনাকে একটি zip file এর মধ্যে দিয়ে দেওয়া হবে।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন

আপনাকে সরাসরি “Download” এর মধ্যে click সম্পূর্ণ zip file টিকে download করে নিতে হবে।


Download button এর মধ্যে click করার পর প্রায় কিছু সময়ের মধ্যেই সম্পূর্ণ ফাইল আপনার computer বা mobile এর স্টোরেজে download হয়ে যাবে।


মনে রাখবেন file টি আপনাকে Zip করে দেওয়া হবে, তাই download করার পর ফাইল টিকে unzip করে নিতে হবে।

File unzip করার পর আপনারা আপনাদের ফেসবুক একাউন্ট এর মধ্যে থাকা প্রত্যেকটি ছবি, ভিডিও, মেসেজ ইত্যাদি পেয়ে যাবেন।

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, পোস্ট, ভিডিও কিভাবে ফিরে পাবেন

Facebook images, messages, videos has been recovered

তাহলে বন্ধুরা, বুঝলেন তো কতটা সহজ ভাবে আমরা আমাদের ফেসবুক এর মধ্যে থাকা প্রত্যেকটি ডাটা এবং ফাইল গুলো ডাউনলোড করে নিতে পারি।


ফেসবুক থেকে ডিলিট হওয়া ছবি, ডিলিট হওয়া মেসেজ, ডিলিট পোস্ট বা ডিলিট হওয়া ভিডিও প্রত্যেকটাই রিকভার করার বা আবার ফিরিয়ে আনার উপায় এটাই এক মাত্র official উপায় আমাদের কাছে থাকছে। 


আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, “How to Recover Deleted Facebook Photo, Video & Message”, আশা করছি বিষয়টা আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন।


ফেসবুকে ডিলিট করা পোস্ট রিকভার করতে চাইছেন যদি তাহলেও এই প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন। 


এছাড়া, ফেসবুক থেকে ডিলিট হওয়া ভিডিও পুনরুদ্ধার করার ক্ষেত্রে তো এই প্রক্রিয়া সেরা। 

যদি ফেসবুক থেকে ডিলিট হওয়া ফাইল, মেসেজ, ভিডিও বা পোস্ট রিকভারি করার আমাদের আজকের এই প্রক্রিয়া আপনাদের ভালো লেগে থাকে,


তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে এবং নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবেন।


এই সাধারণ আর্টিকেল কোনো ব্যক্তির ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে।


আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 03 February

    এই পদ্ধতিতে আমি ট্রাই করে দেখেছি তাতে আমার যে ছবি ডিলিট করা হয়নি ঐগুলো আসে।আর যে গুলো ডিলিট করা হয়েছে ঐগুলো আসে না,এর কারন কি ,আমি কি ঐগুলো ফিরে পাবো না?দয়া করে যদি বলতেন অনেক উপকৃত হতাম ভাইয়া।

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ