নতুন সেলাই মেশিনের দাম কত - Sewing Machine Price in BD

 বন্ধুরা আজকে আমরা জানবো নতুন সেলাই মেশিনের দাম কত - Sewing Machine Price in BD, সেলাই মেশিনের দাম, butterfly সেলাই মেশিন bd price, সিঙ্গার সেলাই মেশিন, সেলাই মেশিন bd price, গার্মেন্টস সেলাই মেশিনের দাম, সেলাই মেশিনের কাজ শেখা, জেক সেলাই মেশিন দাম , জ্যাক সেলাই মেশিনের দাম

নিচে থেকে সেলাই মেশিনের দাম বিস্তারিত পড়ুন

সিঙ্গার, বাটারফ্লাই, জ্যাক ও জুকি সেলাই মেশিনের দাম কত BD Price


সেলাই মেশিনের দাম আগের থেকে একটু বেড়ে গেছে যাইহোক আপনার বাসায় যদি একটি সেলাই মেশিন থাকে তাহলে বাড়ির যেকোন টুকটাক কাজে ব্যবহার করা হই। যেমোন কোথাও একটু সেলাই খুলে গেল তা সেলাই করা অথবা আপনার গেঞ্জি শার্ট অনেক কিছু টুকটাক কাজের প্রয়োজন পরে তবে আপনার যদি সেলাই মেশিন নাও থাকে তাহলে আপনারা বাজারে যান।

নতুন সেলাই মেশিনের দাম কত - Sewing Machine Price in BD

আপনি যদি একটা সেলাই মেশিন নেন তাহলে কয়েকদিন চালালেই আপনি পুরোপুরি চালাতে পারবেন। প্রফেশনাল ভাবে চালাতে না পারলেও হইত নিজের টুকটাক কাজে একটু হলেও নিজের উপকার হবে। আপনি যদি নিজে একটা সেলাই মেশিন কিনতে চান তাহলে এই হলো আপনার জন্য। তাহলে চলুন আমরা সেলাই মেশিনের দাম জেনে নেই।

যেসব সেলাই মেশিনের দাম জানবঃ

  • Singer - সিঙ্গার
  • Bird Fly - বার্ডফ্লাই
  • Flying Man - ফ্লাইংম্যান
  • Butterfly - বাটারফ্লাই
  • Jack - জ্যাক
  • Juki - জুকি


০১। সিঙ্গার সেলাই মেশিনের দাম

আগে যখন মানুষ পা দিয়ে চালাত তখন কার খুব জনপ্রিয় সিঙ্গার সেলাই মেশিন। এটি এখনো খুব জনপ্রিয় একটি সেলাই মেশিন। আপনি যদি এর জনপ্রিয়তা জানতে চান তাহলে গুগল অথবা আগে যারা এই সেলাই মেশিন চালিয়েছে তাদের কে প্রশ্ন করে দেখেন তারা কি বলবে।

বর্তমানে সিঙ্গার সেলাই মেশিনের দাম ৬০০০ - ৭০০০ এর ভিতর।

০২। বার্ডফ্লাই সেলাই মেশিনের দাম কত

বার্ডফ্লাই সেলাই মেশিনের দাম পড়বে ৪ হাজার থেকে ৫ হাজারের ভিতর । এর সাথেই সব কিছুই থাকবে।

০৩। ফ্লাইংম্যান সেলাই মেশিনের দাম

ফ্লাইংম্যান সেলাই মেশিনের দাম ৫ হাজার থেকে ৬ হাজার টাকা এর সাথেও সব কিছু পাবেন যা যা থাকে সবকিছু।

০৪। বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত

ফ্লাইংম্যান সেলাই মেশিনের দাম ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা এর সাথেও সব কিছু পাবেন যা যা থাকে সবকিছু।

০৫। জ্যাক বা জুকি সেলাই মেশিনের দাম

জ্যাক এবং জুকি মেশিনকে গার্মেন্সের মেশিনও বলে। এই মেশিন গুলো সাধারণত গারমেন্ট বা বড় বড় কারখানায় ব্যবহার করা হয়। 

 জ্যাক বা জুকি সেলাই মেশিনের দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার ভিতর পাবেন। বর্তমানে খুব ভালোমানের অটো মেশিন বের হয়েচে। যেই মেশিন গুলুতে আলাদা কোন মটর নেই মটর চারা।আওয়াজও অনেক কম এবং কারেন্ট অনেক কম খরচ  হয়।এই অটো মেশিন গুলুর বর্তমানে দাম ১৮-১৯ আঠার থেকে উনিশ হাজার টাকার ভিতরে।

সেলাই মেশিনের দাম কম / বেশি। 

এখানে মেশিনের যেই দামের কথা বলা হয়েছে দেশে করোনা ভাইরাস থাকার কারনে এর থেকে দাম একটু বেশি লাগতে পারে।করোনার কারনে সবকিছুরই দাম এখন একটু বেশি। 

আমরা যেই মেশিন গুলুর কথা বলেছি এই মেশিন গুলু বর্তমানে মানুষ বেশি ব্যবহার করে।এছারা বাজারে আরও অনেক ধরনের সেলাই মেশিন রয়েছে।

আপনি বাসায় কাজ করার জন্য আমার মনে হয় এতো দামি মেশিন না কিনে 2-3 হাজার টাকার মধ্যে পুরাতন একটা বাটারফ্লাই বা সিঙ্গার মেশিন কিনে নিলেই হয়।


শেষ কথঃ আমরা জানলাম সেলাই মেশিনের দাম সম্পর্কে। আপনারা উপরের মেশিন গুলর দামের তুলনায় হয়তো একটু কম বেশি লাগত পারে। আপনারা সঠিক দাম অ বুজে শুনে সেলাই মেশিন কিনবেন। 

আর হ্যা আমদের সাইটের এই পোস্ট টি যদি ভাল লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল্বেন না র একটা কম্মেন্ট করে যাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ