কত ইঞ্চিতে এক মিটার, কত ইঞ্চিতে এক গজ, কত ইঞ্চি কত ফুট ও কত ইঞ্চিতে এক গিরা

আমরা আজকে জানব কত ইঞ্চিতে এক গিরা, কত ইঞ্চিতে 14 চৌদ্দ গিরা, কত ইঞ্চিতে পনে এক গজ বা বার গিরা, কত ইঞ্চিতে হাফ গজ বা 8 আট গিরা, কত হাতে হয় হাফ গজ বা আঠার ইঞ্চি, কত হাত সমান 18 আঠার ইঞ্চি, কত ইঞ্চিতে 4 চার গিরা, কত ইঞ্চিতে 1 এক ফুট, কত ফুটে এক গজ, কত ইঞ্চিতে এক মিটার, কত ইঞ্চিতে সএক গজ বা এক গজ চার গিরা, কত ইঞ্চিতে এক ১ গজ বা ১৬ গিরা, কত ইঞ্চিতে এক মিটার ।

মিটার, ইঞ্চি, গজ, ফুট ও গিরার হিসাব

এই প্রশ্নের উত্তর গুলো অনেকে জানেনা তাই আমরা আজকের পোস্ট ইঞ্চি নিয়ে সাজিয়েছি। এই ইঞ্চির হিসেব পরীক্ষা হোক বা যেকোন কাজ যেমন রাজ মিস্ট্রি, কাঠ মিস্ট্রি, দর্জি এদেরকে এই হিসেব গুলো বেশি মনে রাখতে হই।

আপনি যদি একজন ছাত্র হোন তাহলে আপনার বেশি মনে রাখা জরুরি কারন এসব প্রশ্ন পরীক্ষায় বেশি আসে।

আর আপনি যদি দর্জি শিখতে চান তাহলে আপনাকে আগে এই ইঞ্চির হিসাব জানতে হবে নইতো আপনি শিখতে পারবেন না। 

কত ইঞ্চিতে এক গিরা, কত ইঞ্চিতে 14 চৌদ্দ গিরা, কত ইঞ্চিতে পনে এক গজ বা বার গিরা, কত ইঞ্চিতে হাফ গজ বা 8 আট গিরা, কত হাতে হয় হাফ গজ বা আঠার ইঞ্চি, কত হাত সমান 18 আঠার ইঞ্চি, কত ইঞ্চিতে 4 চার গিরা, কত ইঞ্চিতে 1 এক ফুট, কত ফুটে এক গজ, কত ইঞ্চিতে এক মিটার, কত ইঞ্চিতে সএক গজ বা এক গজ চার গিরা, কত ইঞ্চিতে এক ১ গজ বা ১৬ গিরা, কত ইঞ্চিতে এক মিটার ।


আমরা যদি ফিতা দিয়ে ইঞ্চির মাপ নিতে চায় তাহলে এই মাপ গুলো আমাদের দরকার হবে।

আমরা আজকে শিখবো

  • গজ
  • গিরা
  • মিটার ও
  • ইঞ্চির হিসাব  


০১। কত ইঞ্চিতে এক গিরা

উত্তরঃ  2⅓ দুই দশমিক দুই পাঁচ ইঞ্চিতে এক গিরা

০২। কত ইঞ্চিতে 14 চৌদ্দ গিরা

উত্তরঃ 31½ সাড়ে একত্রিশ ইঞ্চিতে 14 চৌদ্দ গিরা

০৩। কত ইঞ্চিতে পনে এক গজ বা বার গিরা

উত্তরঃ ২৭ সাতাশ ইঞ্চিতে পনে এক গজ বা বার গিরা

০৪। কত ইঞ্চিতে হাফ গজ বা 8 আট গিরা

উত্তরঃ ১৮ আঠারো ইঞ্চিতে হাফ গজ বা 8 আট গিরা।

০৫। কত হাতে হয় হাফ গজ বা আঠার ইঞ্চি

উত্তরঃ ১ এক হাতেও হয় হাফ গজ বা আঠার ইঞ্চি।

০৬। কত হাত সমান 18 আঠার ইঞ্চি

উত্তরঃ ১ এক হাত সমান ১৮ আঠার ইঞ্চি।

০৭। কত ইঞ্চিতে 4 চার গিরা

উত্তরঃ  ৯ নয় ইঞ্চিতে 4 চার গিরা।

০৮। কত ইঞ্চিতে 1 এক ফুট

উত্তরঃ ১২ ইঞ্চিতে ১ এক ফুট।

০৯। কত ফুটে এক গজ

উত্তরঃ ৩ তিন ফুটে এক গজ।

১০। কত ইঞ্চিতে এক মিটার

উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চিতে এক মিটার।

১১। কত ইঞ্চিতে সএক গজ বা এক গজ চার গিরা

উত্তরঃ ৪৫ পাঁচ্চল্লিশ ইঞ্চিতে শ-এক গজ বা এক গজ চার গিরা।

১২। কত ইঞ্চিতে এক ১ গজ বা ১৬ গিরা

উত্তরঃ ৩৬ ইঞ্চিতে ১ গজ বা ১৬ গিরা।

১৩। কত ইঞ্চিতে এক মিটার

উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চিতে এক মিটার।


যে হিসেব গুলো আমরা এখানে দিলাম এই হিসেব গুলো বেশি প্রয়োজন পরে সেলাইয়ের কাজে, কাপড় মাপে অথবা যারা কাপড়ের  ব্যবসা করে তাদের।

তাছাড়াও এই ম্যাপ গুলো পরীক্ষা হোক বা যেকোন ম্যাপের কাজে এই হিসেব গুলো লাগতে পারে তাই আমদের উচিত এই মাপ গুলো জেনে রাখা।

তাহলে আজকে আমরা জানলাম কত ইঞ্চিতে এক মিটার, কত ইঞ্চিতে এক গজ, কত ইঞ্চি কত ফুট ও কত ইঞ্চিতে এক গিরা।

যদি পোস্টি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কম্মেন্ট ও শেয়ার করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ