ব্যাংক সুইফট কোড কি? ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড

ব্যাংক সুইফট কোড কি? ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড


ব্যাংক সুইফট কোড কি?

SWIFT এর পূর্ণ রূপ হলো- Society for Worldwide Interbank Financial Telecommunication. 

SWIFT হচ্ছে ব্যাংকের গুরুত্বপূর্ণ লেনদেন করার একটি মাধ্যম। SWIFT মাধ্যমে ব্যাংক বিভিন্ন দেনা শোধের বার্তা পাঠায়, এলসি মেসেজ দেয়।


প্রতিটি ব্যাংকের জন্য আলাদা আলদা SWIFT কোড রয়েছে। 


বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর সুইফট কোডসমূহঃ 


  • Agrani Bank Limited - JANBBDDH
  • Al-Arafah Islami Bank Limited - ALARBDDH
  •  Bangladesh Commerce Bank Limited - BCBLBDDH
  •  Bangladesh Krishi Bank - BKBABDDH


এখন পর্যন্ত কোনো সুইফট-বার্তা নকল হয়নি। বিশেষ করে এটি ব্যবহৃত হয় আন্তর্জাতিক তারের মাধ্যামে।


 এ ছাড়া ব্যাংকগুলো পরস্পরের মধ্যে বার্তা আদান-প্রদানের জন্যও এই কোড ব্যবহার করে থাকে। এ পদ্ধতিকে নিরাপদ ট্রানজেকশন হিসেবে ধরা হয়। কারণ দুইপক্ষের অর্থ হস্তান্তরের সময় এই কোডগুলোকে অ্যানক্রিপশন করে (সাংকেতিক চিহ্নতে) রূপান্তর করে পাঠানো হয়। এতে তৃতীয় কোনো পক্ষ সেটি রিড করতে পারে না। আর রিড করলে রিসিভিং পয়েন্টে ইউজার নেম পরিবর্তন হয়ে যাবে। ফলে বার্তা কাজ করবে না।


সুইফট কোড ৮ অথবা ১১টি অর নিয়ে গঠিত। যখন ৮ ডিজিটের কোড দেওয়া হয়, তখন প্রথম চার ডিজিটিকে প্রাথমিক ব্যাংক বা অফিস বোঝায়। এরপরেরগুলোকে দেশের নাম ও শহর বোঝানো হয়। 


ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড

1) Dutch-Bangla Bank Limited (Mohakhali Branch) - DBBLBDDH114

2) Dutch-Bangla Bank Limited (Gulshan Branch) - DBBLBDDH116

3) Dutch-Bangla Bank Limited (Banani Branch) - DBBLBDDH103


ক্ষ্য করে দেখুন "DBBL" হচ্ছে ব্যাংকের নাম (Dutch-Bangla Bank Limited); "BD" হচ্ছে দেশের নাম (Bangladesh); "DH" হচ্ছে জেলার নাম  (Dhaka); বাকি যে ডিজিট কোডটি আছে তা হলো ব্রাঞ্চ কোড। 


কিভাবে সুইফট কোড পাবো

ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে  এই কোড গুলো পাওয়া যায় তারমধ্য BanksBD.org আমার কাছে বেটার মনে হয়েছে।

 আপনার ব্যাংকের SWIFT কোড জানতে  BanksBD  থেকে  আপনার ব্যাংকের নাম খুজে বের করুন আর খুজে না পেলে Search করুন।


 Dutch Bangla bank বেশি ব্যাবহার করা হয় তাই এটা দিয়েই দেখাচ্ছি।

ব্যাংক সুইফট কোড কি? ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড

উপরে লাল চিহ্নিত বক্সে যে SWIFT কোড টি রয়েছে সেটি হলো সেটি হলো Dutch Bangla bank হেড অফিসের কোড, এটি দিলেও হবে কিন্তু টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা নিজ শাখার SWIFT কোড ব্যাবহার করবো।


এজন্য নিচে "Branch" এ ক্লিক করুন-

ব্যাংক সুইফট কোড কি? ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড

আপনার "District " বাছাই করুন-

ব্যাংক সুইফট কোড কি? ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড


আপনার নিজের Branch সিলেক্ট করুন-

ব্যাংক সুইফট কোড কি? ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড

নিচে দেখুন SWIFT কোড চলে এসেছে।

ব্যাংক সুইফট কোড কি? ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড

শেষ কথাঃ লেখা গুলো যদি বুঝতে অসুবিধা হয় বা কোন প্রকার ভূল হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন,ভালো লাগলে সোস্যাল মিডিয়াতে সেয়ার করুন।

অন্যোর লেখা কপি করা থেকে বিরত থাকুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ