মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

আমরা আজকে জানব মেমোরি কার্ড কি, মেমোরি কার্ডের দাম, মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার, মেমোরি কার্ড কিভাবে কাজ করে। আমরা আর জানব মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনুন, মেমোরি কার্ড সাপোর্ট করে না, মেমোরি কার্ড কিভাবে কাজ করে বা মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

মেমোরি কার্ড কি

মেমোরি কার্ড এক ধরণের ইলেক্ট্রনিক কার্ড কিংবা ইলেক্ট্রনিক চিপ। মূলত কোন ধরণের ডিভাইসের ক্ষেত্রে ডাটা স্টোরেজ চিপ হল মেমোরি কার্ড। এরা আকারে এতটাই ছোট হয় যে যেকোনো ধরণের ডিভাইসের ক্ষেত্রে খুব সহজে ব্যবহার করা যায় এটিকে।

এটি খুব রিডেবল তাই ডিভাইসের ডাটা স্টোরেজ এর ক্ষেত্রে কোন ধরণের সমস্যা হয় না। এটি শুধুমাত্র ডাটা স্টোরেজ করার জন্য ব্যবহৃত হয় ডাটাকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার ক্ষেত্রে বেশ ব্যবহার করা হয়ে থাকে। মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার সম্পর্কে জানুন।

মেমোরি কার্ডের দাম memory card price in bd

  • ৮ জিবি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন  snadiskultra নামক মেমোরি কার্ডের দাম ২৫০ টাকা।
  • ১৬ জিবি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন  snadiskultra নামক মেমোরি কার্ডের দাম ৩০০ টাকা।
  • ৩২ জিবি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন  snadiskultra নামক মেমোরি কার্ডের দাম ৩৪৯ টাকা।
  • ৩২ জিবি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন  toshiba m২০৩ নামক মেমোরি কার্ডের দাম ৩৪৯ টাকা।
  • ৩২ জিবি স্টোরেজ ধারণ ক্ষমতা সম্পন্ন strontium নামক মেমোরি কার্ডে দাম ৩৫৯ টাকা।
  • ৩২ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন এইচপি ক্লাস টেন নামক Memory card দাম ৪২৯ টাকা।
  • ৩২ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন sandisk ৩২ জিবি ক্লাস ফোর নামক মেমোরি কার্ডের দাম ৩৫৯ টাকা।
  • ৬৮ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন টাইটান ৬৪ জিবি ইউএসএস থ্রি মেমোরি কার্ডের দাম ৬১৬ টাকা।
  • ৬৪ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন এইচপি ৬৪ জিবি ক্লাস টেন মেমোরি কার্ড এর দাম ৮৪৯ টাকা।
  • স্যানডিস্ক আল্ট্রা ৬৪ জিবি ইউএইচএস-ওয়ান নামক মেমোরি কার্ড এর দাম ৯০০ টাকা।
  • স্ট্রন্টিয়াম নিট্রো এ ওয়ান নামক ৬৪ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন মেমরি কার্ডের দাম ৬৪৯ টাকা।
  • স্যামসাং ইভিও গ্রেড থ্রি, ক্লাস টেন নামক ৬৪ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি কার্ডের দাম ৭১৯ টাকা।


মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার memory card recovery

তো শুরু করা যাক কিভাবে যেকোন ফাইল ডিলিট হওয়ার পড ফিরিয়ে আনবেন। এজন্য দরকার হবে নিচের এপ্স:

  • Name: Disk Diggr Pro Apk
  • Size: 1.6 MB


প্লে স্টোর থেকেও ডাউনলোড দিতে পারেন।

NoTe: SD Format
হলে নাও হতে পারে, ডিলিট হলে ৯০% কাজ করে।

Unroot User :
এক্ষেত্রে unroot ইউজার বেশি সুবিধা পাবে না, শুধু ফটো রিকভার করতে পারবেন।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

তো ডাউনলোড হলে ওপেন করুন তাহলে নিচের মত দেখতে পাবেন

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

এখন বেসিক স্কান এ ক্লিক করুন তাহলে স্ক্যান শুরু হবে।
আপনি ইচ্ছা করলে সেটিং আইকনে ক্লিক করে তারিখ ফিক্সড করে দিতে পারেন।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

wait few miniute…….

আপনার কাংখিত ফটো আসলে নিতের মতো করুন

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

এখন ফাইল সিলেক্ট করে রিকভার করলে মেমরি কার্ডের ফোল্ডার এ গিয়ে দেখুন।

NB: ব্যাসিক স্কান এ আপনার সকল ফটো স্ক্যান করবে, ডিলেট হওয়া + মেমরি তে থাকা।

Root User:

রুট ইউজার রা সবসময় ই স্পেশাল তাই তারা যেকোন ফাইল ব্যক আপ করতে পারবে, সুধু 2mb এর বড zip ফাইল বাদে।

এজন্য এপ্স টিতে Root permision দিতে হবে।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম
এখন আমি একটা এপ্স ডিলেট করি:


মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

একন এপ্স এ গিয়ে নিচের মতো ফলো করুন

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

আপনি ইচ্ছা মত ফাইল রিকভার করতে পারবেন, Jpg, Apk,Mp3.Mp4,Pdf,Epub,xml,html,Doc etc শুধু অপশন সিলেক্ট করতে হবে।

ওয়েট করুন,
Wait untill finish

আমি একটু আগে ডিলেট করেছি তাই আগেই পাব জন্য স্ক্যান পুশ করে রেখেছি।
এখন ফাইল সিলেক্ট করে রিকভার করুন।

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

NB: Recover like Unroot system

কাজ শেষ, মেমরি কার্ডের ফোল্ডার এ গিয়ে দেখুন।
প্রুফ:

মেমোরি কার্ড রিকভারি সফটওয়্যার ও মেমোরি কার্ডের দাম

এভাবে যে কোন ফাইল রিকভার করুন। ধন্যবাদ। কোন সমস্যা হলে জানাবেন। আর ফেক বলে চিল্লাবেন না, প্রুফ সহ দিয়েছি।
ভালো থাকবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ