জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২৪

বন্ধুরা আজকে আমরা জানব জন্ম নিবন্ধন চেক | জন্ম নিবন্ধন সনদ যাচাই | জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড অনলাইন কপি।

জন্ম নিবন্ধন চেক | জন্ম নিবন্ধন সনদ যাচাই | জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড


জন্ম নিবন্ধন হলো একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান। 

এক কথায় বলতে গেলে, একটি শিশু জন্মের পর সরকারি খাতায় নাম যুক্ত করাকেই বলা হচ্ছে জন্ম নিবন্ধন। আর জন্ম সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য থাকে যে সনদে, তাকে বলা হচ্ছে জন্ম সনদ।

বর্তমান যুগে জন্ম নিবন্ধন বিভিন্ন কাজে লাগে যেমনঃ

১) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি

২) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি

৩) পাসপোর্ট ইস্যু

৪) বিবাহ নিবন্ধন

৫) ড্রাইভিং লাইসেন্স ইস্যু

৬) ভোটার তালিকা প্রণয়ন

৭) ব্যাংক হিসাব খোলা

৮) সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ

৯) জমি রেজিস্ট্রেশন

১০) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি

১১) টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি

১২) ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি

১৩) ট্রেড লাইসেন্স প্রাপ্তি

১৪) বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি

১৫) গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি

১৬) আমদানী ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি ইত্যাদি


শুধু জন্ম নিবন্ধন সনদ তৈরি করলে হইনা জন্ম নিবন্ধন সনদ টি সরকার ডাটাবেজে আছে কি তা জানা অতি-জরুলি। 

আর জন্ম নিবন্ধন সনদ সরকার ডাটাবেজে না থাকে তো তা হলে আপনি কোনো কাজেই আপনার জন্ম নিবন্ধন সনদ টি ব্যবহার করতে পারবেন না

জন্ম নিবন্ধন চেক | জন্ম নিবন্ধন সনদ যাচাই | জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

  • প্রথম খালি বক্সে এ আপনার জন্ম নিবন্ধন সনদ এর ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর টি বসে দিন
  • দ্বিতীয় বক্সে এ আপনার জন্ম তারিখ, মাস এবং বছর বসে দিন (যেমন প্রথমে বছর তার পর মাস তার পর দিন ২০০০-১২-২৫)
  • দুটি খালি ফিল্ডে সঠিক তথ্য প্রদানের পরে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন চেক | জন্ম নিবন্ধন সনদ যাচাই | জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড



আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হয়ে থাকে তো জন্ম নিবন্ধনে এ থাকা তথ্যগুলো দেখতে পারবেন।

জন্ম নিবন্ধন চেক | জন্ম নিবন্ধন সনদ যাচাই | জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

এভাবে আপনারা জন্ম নিবন্ধন চেক এবং যাচাই করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ