১২ টি রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | জনপ্রিয় রবীন্দ্র সংগীত

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স (Rabindranath Song Lyrics) - আজকে আমরা জনপ্রিয় রবীন্দ্র সংগীত জানবো। (Song Lyrics) লিরিক্স সবাই ভালোবাসে তাই আমরা আপনাদের কথা বিবেচনা করে কিছু প্রেমের গান লিরিক্স নিয়ে আসছি।

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স, রবীন্দ্রনাথের প্রেমের গানের লিরিক্স, rabindranath tagore premer gaan lyrics, rabindranath premer gaan lyrics, জনপ্রিয় রবীন্দ্র সংগীত লিরিক্স, জনপ্রিয় রবীন্দ্র সংগীত কালেকশন, জনপ্রিয় রবীন্দ্র সংগীতের তালিকা
১২ টি রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | জনপ্রিয় রবীন্দ্র সংগীত
আপনি কি রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স (Rabindranath Song Lyrics) পছন্দ করেন। যদি আপনি লিরিক্স ভালোবাসেন তাহলে আমরা যেসব জনপ্রিয় রবীন্দ্র সংগীত নিয়ে আসছি তা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আমরা নিচে থেকে রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স (Rabindranath Song Lyrics) গুলো দেখে নেই।

সুচিপত্র: রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | জনপ্রিয় রবীন্দ্র সংগীত (Rabindranath Song Lyrics)

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী lyrics 

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স (Song Lyrics) পোস্টের প্রথমেই আমরা আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী lyrics টি দেখবো। 

আমি চিনি গো চিনি তোমারে lyrics

আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।

তোমায়  দেখেছি শারদপ্রাতে,    
তোমায়    দেখেছি মাধবী রাতে,
তোমায়  দেখেছি শারদপ্রাতে,    
তোমায়    দেখেছি মাধবী রাতে
তোমায়  দেখেছি
হৃদি-মাঝারে ওগো বিদেশিনী।

আমি আকাশে পাতিয়া কান
শুনেছি  শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী।
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি  শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী।

ভুবন ভ্রমিয়া শেষে      
আমি এসেছি নূতন দেশে,
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী॥

আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | পুরানো সেই দিনের কথা lyrics (Rabindranath Song Lyrics)

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ২য় নাম্বার লিরিক্স টি হলো পুরানো সেই দিনের কথা lyrics।

পুরানো সেই দিনের কথা lyrics

পুরানো সেই দিনের কথা 
ভুলবি কি রে হায়
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।

আয় আর একটিবার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি,
দুলেছি দোলায়--
বাজিয়ে বাঁশি গান গেয়েছি 
বকুলের তলায়।

হায় মাঝে হল ছাড়াছাড়ি,
গেলেম কে কোথায়--
আবার দেখা যদি হল,সখা,
প্রাণের মাঝে আয়॥

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | বাদল দিনের প্রথম কদম ফুল lyrics (Rabindranath Song Lyrics)

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ৩য় নাম্বার লিরিক্স টি হলো বাদল দিনের প্রথম কদম ফুল lyrics।

বাদল দিনের প্রথম কদম ফুল lyrics
বাদল দিনের প্রথম কদম ফুল
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান ।
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান ।।
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল ।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বাহি তব সম্মান ।।

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | বড় আশা করে এসেছি গো লিরিক্স (Rabindranath Song Lyrics)

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ৪ নাম্বার লিরিক্স টি হলো বড় আশা করে এসেছি গো লিরিক্স

বড় আশা করে এসেছি গো লিরিক্স

বড় আশা করে
বড় আশা করে এসেছি গো
কাছে ডেকে লও
ফিরাইও না জননী।
দিনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি যে কিছু চাহিনে
চরণও তলে বসে থাকিব,
আর আমি যে কিছু চাহিনে
জননী বলে শুধু ডাকিব ।
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়
কেঁদে কেঁদে কোথা বেড়াব
ঐ যে হেরী
তমশ ঘন ঘরা
গহন রজনী ।

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | ভালোবাসি ভালোবাসি লিরিক্স

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ৫ নাম্বার লিরিক্স টি হলো ভালোবাসি ভালোবাসি লিরিক্স।

ভালোবাসি ভালোবাসি লিরিক্স

ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি -
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।।
আকাশে কার বুকের মাঝে
ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি।।
সেই সুরে সাগরকূলে
বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে
অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি।।

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | ভেঙ্গে মোর ঘরের চাবি লিরিক্স

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ৬ নাম্বার লিরিক্স টি হলো ভেঙ্গে মোর ঘরের চাবি লিরিক্স।

ভেঙ্গে মোর ঘরের চাবি লিরিক্স

ভেঙ্গে মোর ঘরের চাবি
ভেঙ্গে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে (ও বন্ধু আমার)!
না পেয়ে তোমার দেখা, একা একা
দিন যে আমার কাটে না রে ।।
বুঝি গো রাত পোহালো, বুঝি ঐ রবির আলো
আভাসে দেখা দিলো গগন-পারে-
সমুখে ঐ হেরি পথ তোমার কি রথ
পৌঁছবে না মোর দূয়ারে ।।
আকাশের যত তারা চেয়ে হয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে ।
তোমারি দেখা পেলে সকল ফেলে
ডুববে আলোক-পারাবারে ।।
প্রভাতের পথিক সবে এল কি কলরবে-
গেল কি গান গেয়ে ওই সারে সারে !
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে
অরুণবীণার তারে তারে ।।

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে লিরিক্স।

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ৭ নাম্বার লিরিক্স টি হলো মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে লিরিক্স।

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে লিরিক্স

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ॥
হাসিকান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে,
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে,
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ–
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ॥

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | mone ki didha rekhe gele chole lyrics

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ৮ নাম্বার লিরিক্স টি হলো mone ki didha rekhe gele chole lyrics

mone ki didha rekhe gele chole lyrics

মনে কী দ্বিধা রেখে গেলে চলে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি--
কী কথা ছিল যে মনে॥
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে--
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে॥
আকাশে উড়িছে বকপাঁতি,
বেদনা আমার তারি সাথি।
বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো সিক্ত যূথীর গন্ধবেদনে॥
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি লিরিক্স

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ৯ নাম্বার লিরিক্স টি হলো মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি লিরিক্স

মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি লিরিক্স

মেঘের কোলে রোদ হেসেছে,বাদল গেছে টুটি।
আহা,হাহা,হা।
আজ আমাদের ছুটি ও ভাই,আজ আমাদের ছুটি।
আহা,হাহা,হা ॥
কী করি আজ ভেবে না পাই,পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।
আহা,হাহা,হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে--
তালদিঘিতে ভাসিয়ে দেব,চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাবো আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।
আহা,হাহা,হা ॥

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | মনে রবে কি না রবে আমারে লিরিক্স

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ১০ নাম্বার লিরিক্স টি হলো মনে রবে কি না রবে আমারে লিরিক্স

মনে রবে কি না রবে আমারে লিরিক্স

মনে রবে কি না রবে আমারে
মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই 2
চলে যায় দিন, যতক্ষন আছি পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই
তাই অকারণে গান গাই॥
ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে নাকি এ খেলারই ভেলাটাই
তাই অকারণে গান গাই॥

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | যদি তোর ডাক শুনে কেউ না আসে lyrics

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ১১ নাম্বার লিরিক্স টি হলো যদি তোর ডাক শুনে কেউ না আসে lyrics

যদি তোর ডাক শুনে কেউ না আসে lyrics

যদি তোর ডাক শুনে কেউ না আসে -তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো,একলা চলো, একলা চলো রে॥
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা
যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয়
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা-একলা বলো রে॥
যদি সবাই ফিরে যায়,ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরেনা চায়
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে-একলা দলো রে॥
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে—
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে-একলা জ্বলো রে॥

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে লিরিক্স

রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স পোস্টের ১২ নাম্বার লিরিক্স টি হলো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে লিরিক্স

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে লিরিক্স

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজো যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী-এমনি সে দিন উঠবে ভরি--
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখনকে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
নতুন নামে ডাকবে মোরে,বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥

বন্ধুরা যদি আমাদের রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স | জনপ্রিয় রবীন্দ্র সংগীত পোস্ট টি ভালো লাগে তাইলে পোস্ট টি শেয়ার করতে পারে। আর যদি ভালো না লাগে তাহলে এড়িয়ে যান। রবীন্দ্রনাথের প্রেমের গান লিরিক্স, রবীন্দ্রনাথের প্রেমের গানের লিরিক্স, rabindranath tagore premer gaan lyrics, rabindranath premer gaan lyrics, জনপ্রিয় রবীন্দ্র সংগীত লিরিক্স, জনপ্রিয় রবীন্দ্র সংগীত কালেকশন, জনপ্রিয় রবীন্দ্র সংগীতের তালিকা (Rabindranath Song Lyrics)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Follow Our Google News