bangla data

বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

আপনি কি বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ জানতে চান? যদি উচ্চারণরীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ এই প্রশ্ন টির উত্তর জানতে চাইলে আমাদের আজকের বাংলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখাটি পুরোটা পড়তে হবে। তো চল বন্ধুরা আমারা জেনে নিই।

বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ
বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

প্রশ্ন- বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

  • উদাহরণসহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ?
  • বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম
  • উদাহরণসহ বাংলা উচ্চারণের ছয়টি নিয়ম লেখ
  • উচ্চারণরীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ
  • বাংলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ
  • বাংলা উচ্চারণের নিয়ম ও উচ্চারণ ভান্ডার
  • বাংলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম
  • বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ
  • বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ
  • বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ | বাংলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ

উত্তরঃ আমি বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দিয়েছি। নিচে থেকে  মনোযোগ সহকারে বাংলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ পড়ে নিন।

ক, শব্দের আদিতে যদি ‘অ' থাকে স্বতন্ত্র বা স্বাধীন (অ) কিংবা ব্যঞ্জনে যুক্ত এবং তারপরে 'ই'-কার, উ'-কার থাকে তবে সে ‘অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও'-কারের মতাে হয়। যথা : অভিধান (ওভিধান), অভিমান (ওভিমান), যদি (জোদি), রতি (রােতি) ইত্যাদি। 

খ. শব্দের প্রথমে যদি ‘অ' থাকে এবং তারপর (ঋ)-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও সে অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও’-কারের মতাে হয়। যথা : মসৃণ (মােসৃন/মােস্সৃন), বক্তৃতা (বােতৃতা) ইত্যাদি। 

গ. শব্দের প্রথমে ‘অ’ যুক্ত র’ (4) ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য অ-এর উচ্চারণ সাধারণত ‘ও-কার হয়ে থাকে। যথা : ক্রম (ক্রোম্), গ্রহ (গ্রোহাে), গ্রন্থ। (গ্রোথাে) ইত্যাদি। 

ঘ. ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষ ‘অ’ ‘ও’ কারান্ত উচ্চারণ হয়ে থাকে। যথা : (১১) এগার (এ্যাগারাে); (১২) বার (বারাে); (১৩) তের (ত্যারাে)। ইত্যাদি। 

ঙ. ‘ই’ কিংবা ‘এ’ কারের পর 'য়' থাকলে, সেই ‘য়’ হসন্তরূপে উচ্চারিত না হয়ে প্রায়শ ‘ও’-কারের মতাে উচ্চারিত হয়ে থাকে। যেমন- নির্ণেয় (নিরুনেয়াে); প্রিয় (প্রিয়া) ইত্যাদি।

আরটিকেলের শেষকথাঃ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

হ্যালো বন্ধুরা আমরা এতক্ষন জানলাম বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ | বাংলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ। আশা করি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ