Globalisation Paragraph For hsc 200 Words

Assalamu Alaikum Dear Students. Today's Topic is Globalisation Paragraph For hsc 200 Words. If you want to get globalisation paragraph 200 words Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic Globalisation Paragraph For hsc 200 Words.

Globalisation Paragraph

Globalisation Paragraph For hsc 200 Words

(a) What is 'Globalisation'? 

(b) What do you understand by a borderless global market'? 

(c) How have we conquered distance and time? 

(d) How is the world getting smaller day by day?

(e) How can we make our world a better place? 

(f) Can you think of any adverse effects of globalisation?

Globalisation Paragraph

'Globalisation' has become a buzzword in the new era of international relations. Basically. a process of expanding trade and commerce all over the world by creating a borderless market. But it has had a far reaching effect on many aspects of life. 

With the development of sophisticated communications media, rapid technological progress, and rapid transportation facilities, the world has come closer. We can now learn in an instant what is happening in the farthest' corner of the world and travel to any country in the shortest possible time. Countries of the world are like families in a village. 

They can even share their joys and sorrows like next-door neighbours. If one country is in distress, others can immediately come to its assistance. If we can build up an atmosphere of mutual understanding and co-operation through this globalisation process, our world could certainly be a better place to live in. But globalisation has its demerits too. 

The gap between wealth and poverty is ever widening. Globalisation has put the people of the world on the same vessel but in different cabins. Only a trifling minority are travelling in luxurious cabins furnished with all modern amenities. They have access to nutritious food, pure drinking water, sophisticated medicare and a life of luxury. 

But the overwhelming majority are travelling in the third class decks and are suffering from hunger and disease. Globalisation can bring happiness to everyone only when all passengers of the ship can travel in the same class of cabins in conditions of solidarity equity and justice.

অর্থঃ আন্তর্জাতিক সম্পর্কের নতুন যুগে 'গ্লোবালাইজেশন' একটি গুঞ্জন হয়ে উঠেছে। মূলত. একটি সীমান্তহীন বাজার তৈরি করে সারা বিশ্বে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের একটি প্রক্রিয়া। কিন্তু জীবনের অনেক ক্ষেত্রেই এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে।

অত্যাধুনিক যোগাযোগ মাধ্যম, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং দ্রুত পরিবহন সুবিধার বিকাশের ফলে বিশ্ব কাছাকাছি এসেছে। আমরা এখন বিশ্বের সবচেয়ে দূরতম কোণায় কী ঘটছে তা তাত্ক্ষণিকভাবে শিখতে পারি এবং সবচেয়ে কম সময়ে যেকোনো দেশে ভ্রমণ করতে পারি। পৃথিবীর দেশগুলো একটি গ্রামের পরিবারের মতো।

এমনকি তারা পাশের প্রতিবেশীর মতো তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে পারে। যদি একটি দেশ দুর্দশাগ্রস্ত হয়, অন্যরা অবিলম্বে তার সহায়তায় আসতে পারে। আমরা যদি এই বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের পৃথিবী অবশ্যই বসবাসের জন্য একটি ভাল জায়গা হতে পারে। কিন্তু বিশ্বায়নেরও এর ক্ষতিকর দিক রয়েছে।

সম্পদ ও দারিদ্রের ব্যবধান ক্রমেই প্রশস্ত হচ্ছে। বিশ্বায়ন পৃথিবীর মানুষকে একই পাত্রে কিন্তু ভিন্ন কেবিনে বসিয়েছে। সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত বিলাসবহুল কেবিনে শুধুমাত্র সামান্য সংখ্যালঘুরা ভ্রমণ করছে। তাদের রয়েছে পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানীয় জল, অত্যাধুনিক চিকিৎসা এবং বিলাসবহুল জীবন।

কিন্তু সিংহভাগই তৃতীয় শ্রেণীর ডেকে ভ্রমণ করছে এবং ক্ষুধা ও রোগে ভুগছে। বিশ্বায়ন তখনই সকলের জন্য সুখ বয়ে আনতে পারে যখন জাহাজের সকল যাত্রী সংহতি ন্যায্যতা এবং ন্যায়বিচারের শর্তে একই শ্রেণীর কেবিনে ভ্রমণ করতে পারে।

The End Of The Article: globalisation paragraph 200 words

We Have Learned So Far Globalisation Paragraph For hsc 200 Words. If You Like Today's globalisation paragraph 200 words, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. globalisation paragraph, globalisation paragraph for hsc, globalisation paragraph 200 words

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ