অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও জেনে নিবো। তোমরা যদি অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও  টি।

অতীতকে ভুলে যাও সারাংশ  সারাংশ অতীতকে ভুলে যাও
অতীতকে ভুলে যাও সারাংশ  সারাংশ অতীতকে ভুলে যাও

অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও

অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বােকাই মরেছে। আগামীকালের বােঝা, অতীতের বােঝার সঙ্গে মিলে আজকের বােঝা সবচেয়ে বড় হয়ে দাড়ায়। ভবিষ্যৎকেও অতীতের মতাে দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। আজইতাে ভবিষ্যৎ, কাল বলে কিছু নেই। মানুষের মকির। দিনতাে আজই। ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভােগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায় ।। অতএব, অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও, আর শুরু কর দৈনিক জীবন নিয়ে বাঁচতে। 

সারাংশ : অতীত ও ভবিষ্যৎ বলে কিছু নেই। যে অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবে, সে বড় বিপদের সম্মুখীন হবে। বর্তমানই হলাে উজ্জ্বল সময়। বর্তমানকে নিয়ে ভাবলে জীবন সুন্দর ও মহৎ হবে।।

আর্টিকেলের শেষকথাঃ অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও

আমরা এতক্ষন জেনে নিলাম অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও  টি। যদি তোমাদের আজকের এই অতীতকে ভুলে যাও সারাংশ | সারাংশ অতীতকে ভুলে যাও  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ