আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও জেনে নিবো। তোমরা যদি আত্মবাচক সর্বনাম কাকে বলে ও আত্মবাচক সর্বনাম উদাহরণ বা আত্মবাচক সর্বনাম পদ কোনটি | নির্দেশক সর্বনামের সাথে টা টি যুক্ত হলে তা কি হয় ও নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও এবং নির্দেশক সর্বনাম কাকে বলে টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও  টি।

আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও
আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও

আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও

উত্তর: আত্মবাচক সর্বনাম : যেসব সর্বনাম পদ দ্বারা কর্তা নিজেই কোনাে ক্রিয়া সম্পাদন করেছে এমন ভাব জোর দিয়ে প্রকাশ করা বােঝায় তাই আত্মবাচক সর্বনাম । যেমন :

  • আঁচল নিজে এসে নাফিসের সাথে দেখা করেছে। 
  • রিয়াজ স্বয়ং সেখানে উপস্থিত ছিল।
  • অনুষ্ঠান শেষে সবাই স্ব স্ব বাড়িতে চলে গেল। 

উপরের প্রতিটি বাক্যেই যেহেতু কর্তা নিজেই প্রতিটি কাজ সম্পাদন করেছে, তাই। নিজ’, ‘স্বয়ং', স্ব স্ব’ পদ তিনটি আত্মবাচক সর্বনাম ।

নির্দেশক সর্বনাম : যে সর্বনাম বক্তার কাছ থেকে নৈকট্য বা দূরত্ব প্রকাশে অপ্রত্যক্ষ জিনিসকে বােঝানাে হয়ে থাকে। যেমন :

  • এটি একটি বই। 
  • উনি একজন সম্ভ্রান্ত পরিবারের লােক। 
  • সেগুলাে দেখতে খুবই সুন্দর। 

উপরের বাক্য তিনটিতে ‘এটি', 'উনি’, এবং সেগুলাে হলাে নির্দেশক সর্বনাম ।

আর্টিকেলের শেষকথাঃ আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও

আমরা এতক্ষন জেনে নিলাম আত্মবাচক সর্বনাম কাকে বলে | নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও  টি। যদি তোমাদের আজকের এই আত্মবাচক সর্বনাম কাকে বলে ও আত্মবাচক সর্বনাম উদাহরণ বা আত্মবাচক সর্বনাম পদ কোনটি | নির্দেশক সর্বনামের সাথে টা টি যুক্ত হলে তা কি হয় ও নির্দেশক সর্বনামের দুটি উদাহরণ দাও এবং নির্দেশক সর্বনাম কাকে বলে টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ