Rivers Of Bangladesh composition for hsc student 6

Assalamu Alaikum Dear Students. Today's Topic is the rivers of bangladesh composition. If you want to get rivers of bangladesh composition for hsc student Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic rivers of bangladesh composition for class 6.

Rivers Of Bangladesh composition for hsc student 6
Rivers Of Bangladesh composition for hsc student 6

Rivers Of Bangladesh composition

Bangladesh is a land of rivers. The health, wealth and happiness of Bangladesh depend on her rivers. There are many big and small rivers. The Padma, the Meghna, the Jamuna are the big and wide rivers. The Buriganga, the Sitalakshya, the Dhaleswari, the Teesta, the Madhumati, the Gumati and the Karnafuli are small rivers. Most of the rivers of our country rise from the Himalayas and fall into the Bay of Bengal. 

The rivers are the source of our wealth. Bangladesh is an agricultural country. The prosperity of agriculture depends on the rivers. These rivers have made the soil fertile. So rice, jute, tea and other crops grow in plenty here. 

Our rivers abound with fish. Fish is an important wealth. Our fishermen catch a huge quantity of fish and export to foreign countries. Thus they earn a lot of foreign exchange. Fish is our main item of food.

The rivers of our country are the main ways of communication. Boats, launches and steamers move on these rivers in all seasons. Men and goods are carried from one town to another, from one part to another. All these are possible only for river communication. 

Most of the cities, towns, industries, hats, bazars, trade-centres are on the bank of rivers. The products of mills, factories and industries are easily carried to different places through rivers. Raw materials from far and near can be carried easily to our industries. 

Thus our rivers. help in commerce, trade and industry. Some of our rivers are source of energy. This energy helps our industries. Some of the rivers are used to produce electricity. Goalpara and Karnafuli hydro-electric projects are used to solve electricity problem. 

The rivers have a great influence on the people of our country. We love the rivers, its water and music. The rivers have made us emotional and sentimental. Much of our loys and happiness depend on rivers.

The rivers have influenced many of our writers and poets. Many rivers, have found expressions in the writings of Rabindranath Tagore, Kazi Nazrul Islam, Michael Modhusudhan and Jasimuddin. Some of the Bengali novels have been named after our rivers : Padma Nadir Majhi and Padma Promatha. Our artists and painters like Jainul Abedin have been much influenced by our rivers. Shari, Bhatiall and Murshidi are the expressions of our village people's love for rivers. 

Sometimes the rivers cause great damage to our life and property. In the rainy season the rivers overflow their banks and cause flood. People suffer untold sufferings. In spite of the little harm, the river are useful to us in many ways. They are the source of our wealth. health and happiness.

অনুবাদঃ বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের স্বাস্থ্য, সম্পদ এবং সুখ তার নদীর উপর নির্ভর করে। ছোট-বড় অনেক নদী আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় বড় নদী। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, তিস্তা, মধুমতি, গুমতি ও কর্ণফুলী ছোট নদী। আমাদের দেশের অধিকাংশ নদী হিমালয় থেকে উঠে বঙ্গোপসাগরে পড়েছে।

নদী আমাদের সম্পদের উৎস। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষির সমৃদ্ধি নির্ভর করে নদীর ওপর। এই নদীগুলো মাটিকে করেছে উর্বর। তাই এখানে ধান, পাট, চা ও অন্যান্য ফসল প্রচুর হয়।

আমাদের নদীগুলো মাছে ভরপুর। মাছ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের জেলেরা বিপুল পরিমাণ মাছ ধরে বিদেশে রপ্তানি করে। এভাবে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। মাছ আমাদের খাদ্যের প্রধান আইটেম।

আমাদের দেশের যোগাযোগের প্রধান মাধ্যম নদী। সব মৌসুমেই এসব নদীতে নৌকা, লঞ্চ ও স্টিমার চলাচল করে। পুরুষ ও মালামাল এক শহর থেকে অন্য শহরে, এক অংশ থেকে অন্য অংশে নিয়ে যাওয়া হয়। এগুলো সবই সম্ভব নদী যোগাযোগের জন্য।

অধিকাংশ শহর, নগর, শিল্প-কারখানা, হাটবাজার, বাণিজ্যকেন্দ্র নদীর তীরে। কল-কারখানা ও শিল্প-কারখানার পণ্য সহজেই নদীপথে বিভিন্ন স্থানে নিয়ে যায়। দূর-দূরান্ত থেকে কাঁচামাল আমাদের শিল্পে সহজে নিয়ে যাওয়া যায়।

এভাবে আমাদের নদীগুলো। বাণিজ্য, বাণিজ্য ও শিল্পে সহায়তা। আমাদের কিছু নদী শক্তির উৎস। এই শক্তি আমাদের শিল্প সাহায্য করে. কিছু নদী বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিদ্যুৎ সমস্যা সমাধানে গোয়ালপাড়া ও কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প ব্যবহার করা হয়।

আমাদের দেশের মানুষের ওপর নদীগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। আমরা নদী, তার জল এবং সঙ্গীত ভালবাসি। নদীগুলো আমাদের করেছে আবেগপ্রবণ ও আবেগপ্রবণ। আমাদের অনেক আনন্দ এবং আনন্দ নদীর উপর নির্ভর করে।

নদী আমাদের অনেক লেখক ও কবিকে প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন ও জসীমউদ্দীনের লেখায় বহু নদী অভিব্যক্তি খুঁজে পেয়েছে। কিছু বাংলা উপন্যাসের নামকরণ করা হয়েছে আমাদের নদীর নামে: পদ্মা নদী মাঝি এবং পদ্মা প্রমথ। জয়নুল আবেদিনের মতো আমাদের শিল্পী ও চিত্রশিল্পীরা আমাদের নদী দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছেন। শাড়ি, ভাটিয়াল ও মুর্শিদী নদীগুলোর প্রতি আমাদের গ্রামের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

অনেক সময় নদীগুলো আমাদের জানমালের ব্যাপক ক্ষতি করে। বর্ষাকালে নদীগুলো উপচে পড়ে বন্যার সৃষ্টি করে। মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য ক্ষতি সত্ত্বেও, নদী আমাদের জন্য বিভিন্নভাবে উপকারী। তারা আমাদের সম্পদের উৎস। স্বাস্থ্য এবং সুখ.

The End Of The Article: rivers of bangladesh composition for hsc student

We Have Learned So Far rivers of bangladesh composition for hsc student. If You Like Today's rivers of bangladesh composition for hsc student, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. rivers of bangladesh composition, the rivers of bangladesh composition, rivers of bangladesh composition for class 6, rivers of bangladesh composition for hsc student, rivers of bangladesh composition for hsc

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ