The Land I Live In Composition

Assalamu Alaikum Dear Students. Today's Topic is The Land I Live In Composition. If you want to get The Land I Live In Composition Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic The Land I Live In Composition.

The Land I Live In Composition
The Land I Live In Composition

The Land I Live In Composition

Bangladesh is a small low-lying country in the South Asia on the Bay of Bengal. It came Into being in.1971 following a bloody war. It's total area is 1,47,570 square kilometres. The Bay of Bengal is to the south of the country. The other three sides are surrounded by India except for a small strip in the southeast by Myanmar. Most of its lands are plain with some hilly areas in the northeast and southeast of the country. 

The country is criss-crossed by so many rivers and canals. The Padma, the Meghna and the Jamuna are the main big rivers of the country. The country has a tropical monsoon climate. The country has six seasons. They are winter„ spring, summer, rainy, autumn and late autumn. The population of Bangladesh is about 150 million. 

Majority of them are Muslims and the rest are Hindus, Buddhists and Christians. Over 98 percent of the people speak Bengali. English is also widely used. The national dress for men is Pa jama and Panjabi and Sari is for women. But the educated people put on pants and shirts, the educated women put' on Salowar and Kamiz. 

The economy of the country depends on agriculture. Jute, rice, tea, sugarcane, oilseeds, fruit, vegetables, spices. wheat, potato, tobacco and cotton are the crops of the country. About 80 per cent people live in villages and agriculture is their main occupation. Chittagong and Mongla are the two main sea ports of the country. Cox's Bazar— a place of scenic beauty— is the longest sea beach of the world. The country has some world heritage sites such as the Sunderbans, the Shat Gombuj Mosque of Bagerhat etc. After all, the people of Bangladesh are very much peace loving. I am proud of my country. 

অনুবাদঃ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি ছোট নিম্নভূমির দেশ। এটি একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে অস্তিত্ব লাভ করে। এর মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর। মায়ানমার দ্বারা দক্ষিণ-পূর্বে একটি ছোট স্ট্রিপ ছাড়া বাকি তিনটি দিক ভারত দ্বারা বেষ্টিত। দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বে কিছু পাহাড়ি এলাকা সহ এর বেশিরভাগ ভূমি সমতল।

দেশটি অনেক নদী ও খাল দ্বারা বিপর্যস্ত। পদ্মা, মেঘনা ও যমুনা দেশের প্রধান প্রধান নদী। দেশটিতে একটি গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী জলবায়ু রয়েছে। দেশটিতে ছয়টি ঋতু রয়েছে। এগুলি হল শীতকাল "বসন্ত, গ্রীষ্ম, বর্ষাকাল, শরৎ এবং শেষ শরৎ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি।

এদের অধিকাংশই মুসলমান এবং বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। ৯৮ শতাংশের বেশি মানুষ বাংলায় কথা বলে। ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পুরুষদের জাতীয় পোশাক পা জামা এবং পাঞ্জাবী এবং শাড়ি মহিলাদের জন্য। কিন্তু শিক্ষিতরা প্যান্ট-শার্ট পরে, শিক্ষিত মহিলারা সালোয়ার ও কামিজ পরে।

দেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। পাট, চাল, চা, আখ, তৈলবীজ, ফলমূল, শাকসবজি, মশলা। গম, আলু, তামাক ও তুলা দেশের ফসল। প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং কৃষিই তাদের প্রধান পেশা। চট্টগ্রাম ও মংলা দেশের প্রধান দুটি সমুদ্র বন্দর। কক্সবাজার— নৈসর্গিক সৌন্দর্যের স্থান— বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। দেশটিতে কিছু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেমন সুন্দরবন, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ইত্যাদি। সর্বোপরি, বাংলাদেশের মানুষ অনেক শান্তিপ্রিয়। আমি আমার দেশ নিয়ে গর্বিত।

The End Of The Article: The Land I Live In Composition

We Have Learned So Far The Land I Live In Composition. If You Like Today's The Land I Live In Composition, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ