গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না

আপনি কি জানেন গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না? যদি গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না খুজে থাকেন তাহলে স্বাগতম জানাই আমাদের আজকের এই পোষ্টে । কারন আজকে আমরা গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না নিয়ে আলোচনা করব।।

গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে ও কি কি করা যাবে না - জেনে নিন
গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে ও কি কি করা যাবে না - জেনে নিন

আসসালামু আলাইকুম আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোষ্ট টি।

গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না

গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে ও গোসল ফরজ হলে কি কি করা যাবে না সেসব বিসয়ে আমরা এখন বিস্তারিত জানবো। তো চল বন্ধুরা নিচে থেকে আমরা আপনার মনের সকল প্রশ্নের উত্তর গুলো জেনে নিই।

ফরজ গোসল না করে রোজা রাখা যাবে কিনা | গোসল ফরজ হলে কি রোজা রাখা যাবে - foroj gosol na korle ki roja hobe

  • অবস্থায় রোযা রাখা জায়েয। কারণ রোযার জন্য পবিত্রতা শর্ত নয় । তবে নামায আদায় করা হারাম । কেননা নামাযের জন্য পবিত্রতা শর্ত । হায়েজ নিফাস অবস্থায় নামায আদায় করা ও রোযা রাখা হারাম । পবিত্র হওয়ার পর রোযার কাযা করতে হবে, কিন্তু নামাযের কাযা আদায় করতে হবে না ।

ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যায়

  • বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) থেকে এই বিষয়ে ২ ভাবে বর্ণিত আছে যে - গোসল ফরজ হওয়ার পর খাওয়া দাওয়া ও অন্যান্য কাজের আগে পবিত্র হওয়া উত্তম। তবে তা জরুরি নয়। গোসল ছাড়াও খাওয়া  যায়। তাই গোসল ফরজ হলেও সেহরি খেতে পারবেন।

গোসল ফরজ অবস্থায় কুরআন পড়া যাবে কি

  • যে ব্যক্তির উপর গোসল ফরয হয়েছে তার জন্য কুরআন তিলাওয়াত করা হারাম । তা এক আয়াতই হোক বা এর চেয়ে বেশী হোক ।

গোসল ফরজ অবস্থায় জিকির করা যাবে কি

  • কুরআন পাকের কেবল ঐসব আয়াত তিলাওয়াত করা জায়েয আছে যেসব আয়াতে হামদ, তাসবীহ এবং দু'আ আছে। তা ছাড়া অন্যান্য অজিফা, যিকির, ইস্তিগফার করা জায়েয ।
  • দু'আর নিয়াতে সূরা ফাতিহা এবং দু'আ কুনূত পাঠ করা জায়েয।
  • কোন মহিলা যদি কাউকে কুরআন শিক্ষা দেন, হায়েজ অবস্থায়ও তিনি পবিত্র কুরআন শিখাতে পারেন । তবে সম্পূর্ণ আয়াত এক নিঃশ্বাসে না পড়ে থেমে থেমে আয়াতকে ভেঙ্গে ভেঙ্গে পড়াতে হবে। বানান করে পড়ানও জায়েয। (আলমগীরী ও শামী)

ফরজ গোসল না করে কুরআন পাক স্পর্শ করা করা যাবে কি

  • যার উপর গোসল ফরয হয়েছে তার জন্য কুরআন পাক স্পর্শ করা ও লেখা হারাম। অপ্রাপ্ত বয়স্ক বালক-বালিকারা ওযুবিহীন অবস্থায় বিশেষ প্রয়োজনে কুরআন পাক স্পর্শ করতে পারে। (আলমগীরী)
  • টাকা পয়সা বা নোটের মধ্যে অথবা তাবীজ বা কোন কাগজের প্লেট ইত্যাদির মধ্যে পবিত্র কুরআনের কোন পূর্ণ আয়াত লেখা থাক তা অপবিত্র অবস্থায় স্পর্শ করা জায়েয নয় । (ফতোয়ায়ে শামী) তবে আয়াতের উপরে কোন আবরণ থাকলে স্পর্শ করা জায়েয আছে।
  • কুরআন শরীফের অনুবাদ জানাবাত অবস্থায় স্পর্শ করা জায়েয আছে তবে মাকরুহ। (আলমগীরী)
  • জানাবাত ও হায়েজ নিফাস অবস্থায় কুরআন পাকের দিকে তাকানো মাকরুহ নয়। ( আলমগীরী)

ফরজ গোসল না করে কি নামাজ পড়া যাবে

  • অপবিত্র অবস্থায় ফরয গোসল না করে নামায আদায় করা, আদায় করা হারাম।

ফরজ গোসল না করে কি মসজিদে প্রবেশ করা যাবে

  • অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা হারাম । তবে বিশেষ প্রয়োজনে এবং মাথুর অবস্থায় জায়েয আছে।
  • মসজিদের রুম হতে বের হবার পথ যদি মসজিদের ভিতর দিয়ে হয় এবং তা ছাড়া অন্য কোন পথ না থাকে অথবা মসজিদে ইতিকাফ রত অবস্থায় স্বপ্নদোষ হয় তখন তাইয়্যাম্মুম করে মসজিদ হতে বের হয়ে গোসল করবে।
  • মসজিদের বারান্দা, দরজা এবং ছাদ মসজিদের হুকুমেরই অন্তর্ভুক্ত। পক্ষান্তরে মাদরাসা, ঈদগাহ ইত্যাদি মসজিদের হুকুমের অন্তর্ভুক্ত নয় । সুতরাং মসজিদের হুকুমের অন্তর্ভুক্ত নয় এমন সব স্থানে ফরয গোসল আদায় না করে যাওয়া নিষিদ্ধ নয় । (আলমগীরী)
  • ফরয গোসল আদায় না করে এবং হায়েজ ও নিফাস অবস্থায় বায়তুল্লাহর শরীফের তাওয়াফ করা হারাম ।

ফরজ গোসল না করে কবর যিয়ারত করা করা যাবে কি

  • ফরয গোসল ব্যতীত এবং হায়েজ ও নিফাস অবস্থায় কবর যিয়ারত করা জায়েয আছে । (আলমগীরী)

ফরজ গোসল না করে কি খাওয়া যায়

  • অপবিত্র অবস্থায় হাত মুখ ধৌত করে এবং কুলি করে খানাপিনা করা জায়েয আছে । (শামী)
  • হাত মুখ ধৌত না করে এবং কুলি না করে খানাপিনা করা মাকরুহ। অবশ্য হায়েজ নিফাস অবস্থায় মাকরুহ নয় । ( শামী)

আর্টিকেলের শেষকথাঃ গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না

আমরা এতক্ষন জেনে নিলাম গোসল ফরজ অবস্থায় কি কি করা যাবে | গোসল ফরজ হলে কি কি করা যাবে না। আশা করি আমাদের আজকের এই পোস্ট টি আপানাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ