মাওয়ালী কারা

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মাওয়ালী কারা জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মাওয়ালী কারা ।

মাওয়ালী কারা
মাওয়ালী কারা

মাওয়ালী কারা

উত্তর : ভূমিকা : মাওয়ালী ছিল ইসলাম অধিভুক্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি অন্যতম সম্প্রদায়। মুসলমান হওয়ার পর ইসলামের ক্ষেত্রে ব্যাপক অবদান থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে সুবিধা বঞ্চিত হয়ে এ সম্প্রদায় বিভিন্ন শাসকগোষ্ঠীর উত্থান পতনে ক্রীড়াঙ্গনের ভূমিকা পালন করে।

→ মাওয়ালী কারা : মাওয়ালী বলা হয় নবদীক্ষিত মুসলমানদেরকে । আবার অনারব অর্থাৎ আরবের বাইরের মুসলমানদেরকেও মাওয়ালী বলা হয়। আরব মুসলমানদের পরে সমাজে এদের অধিকার ছিল দ্বিতীয় শ্রেণিতে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আইনত তারা আরবীয় মুসলমানদের ন্যায় সকল ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ-সুবিধার অধিকারী হলেও কার্যত তাদেরকে এ থেকে বঞ্চিত করা হয়। ইসলামের খেদমতের ক্ষেত্রে তারা আরব মুসলমানদের চেয়ে অধিক অবদান রেখেছিল। অথচ রাষ্ট্রীয় অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। উমাইয়া আমলে এ অবস্থা প্রকট আকার ধারণ করেছিল। মুসলমান হওয়া সত্ত্বেও তাদেরকে অমুসলমানদের ন্যায় জিজিয়া ও খারাজ দিতে হতো। এমনি আরব মুসলমানদের সাথে একত্রে একই মসজিদে নামাজ আদ বা একত্রে কোনো সামাজিক অনুষ্ঠানাদিতে তাদের যাওয়া নিষিদ্ধ ছিল। ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আব্বাসীয় আন্দোলন শুরু হলে তারা এতে যোগদান করে উমাইয়াদের পতন ঘটিয়ে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠাতে ভূমিকা রাখে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মাওয়ালীরা নবদীক্ষিত মুসলমান হলেও আরব মুসলমানদের ন্যায় তারা সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী। কিন্তু উমাইয়ারা তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করে। তবে উমাইয়াদের পতনের পর আব্বাসীয়রা তাদেরকে এই সুবিধা প্রদানের মাধ্যমে তাদের প্রতি যথাযথ মূল্যায়ন প্রদর্শন করেছিল।

আর্টিকেলের শেষকথাঃ মাওয়ালী কারা

আমরা এতক্ষন জেনে নিলাম মাওয়ালী কারা। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ