অর্থানুসারে বাক্য কত প্রকার | অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অর্থানুসারে বাক্য কত প্রকার | অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ  টি।

অর্থানুসারে বাক্য কত প্রকার | অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ

উত্তর: অর্থানুসারে বাক্যের প্রকারভেদ: অর্থানুসারে বাক্যকে সাত ভাগে ভাগ করা যায়। যথা: 

ক. নির্দেশমূলক বা নির্দেশাত্মক; 

খ. জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক; 

গ. অনুজ্ঞাসূচক বা আদেশবাচক; 

ঘ. ইচ্ছাপ্রকাশক বা প্রার্থনাসূচক; 

ঙ. কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক; 

চ. সংশয়বাচক বা সন্দেহসূচক; 

ছ. আবেগসূচক বা উচ্ছ্বাসাত্মক ।

ক. নির্দেশমূলক বা নির্দেশাত্মক: এ শ্রেণির বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয়। নির্দেশাত্মক বাক্য আবার দ্বিবিধ । যেমন :

অস্তিবাচক (হ্যাঁ-বোধক): কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করতে অস্তিবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন: ‘সুবর্ণ একজন মেধাবী ছাত্র।' 'তসলিমা পরীক্ষায় প্রথম হয়েছে।'

নেতিবাচক (না-বোধক): কোনো কিছু অস্বীকার করতে নেতিবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন: ‘মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।' ‘ওখানে বসার জায়গা নেই।'

খ. জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক: এ শ্রেণির বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় । যেমন: ‘ট্রেন কি ছেড়েছে?” ‘তুমি কী করছো?”

গ. অনুজ্ঞাসূচক বা আদেশবাচক: এ শ্রেণির বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। যেমন: ‘আপনি অনুগ্রহ করে সব খুলে বলুন।' “কখনো মিথ্যা বলো না।’

ঘ. ইচ্ছাপ্রকাশক বা প্রার্থনাসূচক: এ শ্রেণির বাক্যে বক্তার কোনো কিছুর জন্য প্রার্থনা করা বোঝায়। শুভ-অশুভ ইচ্ছা বোঝাতেও এ শ্রেণির বাক্য গঠিত হয়। যেমন: ‘সবার মঙ্গল হোক।' 'যদি প্রথম হতে পারতাম !'

ঙ. কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক: এ শ্রেণির বাক্যে একটি ঘটনার ওপর আর একটি ঘটনার নির্ভরশীলতার সম্বন্ধ স্থাপিত হয়। যেমন:

“বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে।' ‘আপনি না এলে ভালো লাগবে না ।' চ. সংশয়বাচক বা সন্দেহসূচক: এ শ্রেণির বাক্যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ পায়। যেমন: 'আমার মনে হয় না, সে আসবে।' ‘আছে কোথাও এইখানে।' ‘আজ বোধ হয় বৃষ্টি হবে।

ছ. আবেগসূচক বা উচ্ছ্বাসাত্মক: এ শ্রেণির বাক্যে আনন্দ, শোক, উৎসাহ, ঘৃণা, বিস্ময়, কাতরতা, ভয় প্রভৃতি প্রকাশ পায়। যেমন: ‘বাঃ, কী সুন্দর পাহাড়!” “হায় হায়, কী সর্বনাশ ঘটল!” “ছিঃ, তুমি এ কাজ করতে পারলে!'

আর্টিকেলের শেষকথাঃ অর্থানুসারে বাক্য কত প্রকার | অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ

আমরা এতক্ষন জেনে নিলাম অর্থানুসারে বাক্য কত প্রকার  টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ