পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ  টি।

পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ
পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

উত্তর: বাক্যের অন্তর্গত পদগুলোর যথাযথ সংস্থাপনকেই পদ সংস্থাপনার ক্রম বা পদক্রম বলে । যেমন: আমি চিড়িয়াখানা দেখতে ঢাকায় যাবো। এ বাক্যে সংস্থাপিত পদকে এমন একটি ক্রমে সাজানো হয়েছে, যাতে করে শ্রোতার পক্ষে বক্তার বক্তব্য বোঝা সহজ হয় । এটিই বাক্যের পদক্রম। বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম দেওয়া হলো:

১. সাধারণ বাক্যে প্রথমে সম্প্রসারণসহ উদ্দেশ্য (বা কর্তা) এবং বাক্যের শেষে সম্প্রসারণসহ বিধেয় (বা ক্রিয়াপদ) বসে। যেমন:

সম্প্রসারককর্তৃপদসম্প্রসারকক্রিয়াপদ
মনোযোগী শিক্ষার্থীরাইনিয়মিতপড়াশোনা করে ।

২. সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসে। যেমন— ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।

৩. কারক— বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ বিশেষণের পূর্বে বসে। যেমন: রাজশাহীর আম খেতে চমৎকার ।

৪. বিধেয় বিশেষণ সব সময় বিশেষ্যের পরে বসে। যেমন: তুমি যে বোকা তা বুঝতে আমার সময় লাগেনি

৫. বহুপদময় বিশেষণ অবশ্যই বিশেষ্যের পূর্বে বসে । যেমন: তার চোখ বন্ধ-করা জেগে বড় যন্ত্রণার।

আর্টিকেলের শেষকথাঃ পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ

আমরা এতক্ষন জেনে নিলাম পদক্রম কী বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ  টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ