প্রাক ইসলামী যুগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রাক ইসলামী যুগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রাক ইসলামী যুগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল  টি।

প্রাক ইসলামী যুগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল


উত্তর : ভূমিকা : সমকালীন ইতিহাসে পৃথিবীর অন্যান্য অঞ্চলের নারীদের তুলনায় আরবের নারীদের অবস্থা শোচনীয় ছিল । ইসলামের আগমনের পূর্বে নারীদেরকে ভোগের সামগ্রী ছাড়া অন্য কোন চোখে দেখা হতো না। নারীদের সামাজিক কোন পদমর্যাদা ছিল না। তাদের অত্যন্ত ঘৃণার চোখে দেখা হতো ।

→ প্রাক ইসলামি যুগে নারীদের অবস্থা : নিম্নে প্রাক ইসলামি যুগে নারীদের অবস্থা আলোচনা করা হলো :

১. নারীর মর্যাদা : প্রাক ইসলামি যুগে নারীরা ছিল অত্যন্ত অবহেলিত। তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। নারীদের জীবন ও সম্মান ছিল খুবই সামান্য। এ সময় নারীদের শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো।

২. বৈবাহিক অবস্থা : প্রাক ইসলামি যুগে নারী ঘৃণিত, অবহেলিত ও ভোগের সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো। বিবাহ প্রথা বলতে কিছুই ছিল না। সে জন্য নারীরা সন্তান লাভের স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতো। বিমাতা, ভগ্নীকে বিবাহ করার প্রথা প্রচলিত ছিল।

৩. কন্যা সন্তানদের জীবম্ভ করব দান : ইসলামের আগমনের পূর্বে কন্যা সন্তান জন্মদান অভিশাপ হিসেবে বিবেচিত হতো। দারিদ্র্যের কারণে বড় হলে ব্যভিচারিণী কিংবা শত্রু গোত্রের লুণ্ঠিত বা অপহৃত হওয়ার ভয়ে তারা নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত।

৪. সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত : নারীরা প্রাক ইসলামি যুগে মৃত স্বামী, পিতা বা অন্য কোন আত্মীয়স্বজনের সম্পক্তির উপর কোন রকম অধিকার ছিল না। নারীরা কোনোরকম অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করতে পারতো না ।

৫. দাসদাসীর অবস্থা : আরব সমাজে প্রাচীনকাল থেকেই ক্রীদদাস প্রথা প্রচলিত ছিল। ক্রীতদাসরা ছিল পশুর সমতুল্য। পণ্যের মতো তারা হাটবাজারে কেনাবেচা হতো। প্রভুর উপর তাদের জীবনযাপন নির্ভর করতো। দাসদাসীদের বিবাহ ছিল। নিষিদ্ধ এবং লঙ্ঘন করা ছিল ভীষণ দণ্ডনীয় অপরাধ। অনেক সময় দাসদাসীরা প্রভুর উপপত্নী হিসেবে ব্যবহৃত হতো।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাক ইসলামি যুগে আরবের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত পশ্চাৎপদ ছিল। এ সময় নারীরা সামাজিকভাবে সবচেয়ে অবহেলিত, নিগৃহীত ও নিষ্পেষিত ছিল

আর্টিকেলের শেষকথাঃপ্রাক ইসলামী যুগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল

আমরা এতক্ষন জেনে নিলাম প্রাক ইসলামী যুগে আরবের নারীদের অবস্থা কেমন ছিল  টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ