টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল  টি।

টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল
টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল

টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল

উত্তর : ভূমিকা : হিশামের উত্তরাধিকারী আব্দুর রহমান আল গাফেকী সমগ্র জাতি ও গোত্রের সাহায্য নিয়ে স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসায়ের এর পদাংক অনুসরণ করে ইউরোপীয় ভূখন্ডে মুসলিম আধিপত্য বিস্তার করতে অগ্রসর হন। এর ফলে যে যুদ্ধ সংঘটিত হয় তাকে টুরসের যুদ্ধ বলে।

→ টুরসের যুদ্ধ : ৭৩১ খ্রিস্টাব্দে খলিফা হিশাম আব্দুর রহমান আল গাফেকীকে স্পেনের গভর্নর নিযুক্ত করেন। আরব শাসক উসমান তার শ্বশুর ইউডিজের সাথে একত্রিত হয়ে আরব শাসনের বিরোধিতা করে। ফলে আব্দুর রহমান তাদেরকে পরাজিত করে ফ্রান্সের রাজধানীর দিকে অগ্রসর হয়। অতঃপর ডিউড ফ্রান্সের রাজা চার্লস মার্টেলের সহায়তায় ৭৩২ সালে আব্দুর রহমানের গতিরোধ করে। ফলে টুরস নামক স্থানে মুসলিমদের সাথে খ্রিষ্টানদের যে যুদ্ধ সংঘটিত হয় তাকে ইতিহাসে টুরসের যুদ্ধ বলা হয় ।

যুদ্ধের গতি প্রকৃতি : যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনী অগ্রগামী ছিল কিন্তু দশম দিনে গুজব ছড়িয়ে পড়ে যে শত্রুরা মুসলিম শিবিরে প্রবেশ করে লুণ্ঠন শুরু করেছে। গুজবে বিশ্বাস করে মুসলিম সৈন্যরা নিজ নিজ তাবুর দিকে ছুটতে থাকে। আব্দুর রহমান আপ্রাণ চেষ্টা করেও যুদ্ধে গতি ফিরিয়ে আনতে পারেননি । তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন।

যুদ্ধের ফলাফল : ঐতিহাসিক টুরসের যুদ্ধ ছিল ইউরোপীয় মুসলিম ইতিহাসে একটি ভাগ্য নিয়ন্ত্রকারী যুদ্ধ। মুসলিমরা এই যুদ্ধে পরাজয় বরণ না করলে সমগ্র ইউরোপে আধিপত্য প্রতিষ্ঠিত হতো। তাই ঐতিহাসিক আমীর আলী বলেন, On the plains tours The Arabs lost the emopire of the world when almost in there grasp. Ref History of the seracens.

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আসলে টুরসের যুদ্ধে যদি মুসলিমরা বিজয়ী হতো তাহলে ইউরোপে মুসলিম আধিপত্য এবং সংস্কৃতির প্রতিস্থাপন হতো। হয়তো মন্দিরের কংকন ধ্বনির বিপরীতে ভেসে উঠত আল্লাহর একত্ববাদের আযান ।

আর্টিকেলের শেষকথাঃ টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল

আমরা এতক্ষন জেনে নিলাম টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল  টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 08 October

    ভাই এত এড আসে কেন বুঝি না....?

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ