বাক্য রূপান্তর hsc অনুশীলন | বাক্য রূপান্তর exercise | বাক্য রূপান্তর উদাহরণ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বাক্য রূপান্তর hsc | vakya rupantaran class 10 জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বাক্য রূপান্তর hsc | বাক্য রূপান্তর exercise  টি।

বাক্য রূপান্তর hsc অনুশীলন  বাক্য রূপান্তর exercise  বাক্য রূপান্তর উদাহরণ
বাক্য রূপান্তর hsc অনুশীলন  বাক্য রূপান্তর exercise  বাক্য রূপান্তর উদাহরণ

ঢাকা বোর্ড ২০১৯: 

জাদুঘর আমাদের আনন্দ দেয় । (প্রশ্নবোধক) 

উত্তর: জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? 

ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক) 

উত্তর: ধনীর কন্যা তার অপছন্দ ।

আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। (জটিল)

উত্তর: আমরা যখন পৌছলাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে । 

যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল)

উত্তর: দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে । 

এ কথা স্বীকার করতেই হয় । (নেতিবাচক) 

উত্তর: একথা অস্বীকার করা চলে না । 

সর্বদা তার মনে দুঃখ । (বিস্ময়বোধক) 

উত্তর: সর্বদা তার মনে কী যে দুঃখ! 

জীবে দয়া করা উচিত । (অনুজ্ঞাবাচক) 

উত্তর: জীবে দয়া করো ।

সূর্যোদয়ে অন্ধকার দূর হয় । (যৌগিক)

উত্তর: সূর্য উদিত হয় এবং অন্ধকার দূর হয় ।

রাজশাহী বোর্ড ২০১৯

দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন । (প্রশ্নবাচক) 

উত্তর: দেশকে ভালোবেসে কি শত শহিদ জীবন উৎসর্গ করেননি? 

ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই । (জটিল) 

উত্তর: ইহারা যেমন রূপবতী তেমন রমণী আমার অন্তঃপুরে নাই । 

জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশাত্মক) 

উত্তর: জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় । 

একেই কি বলে সভ্যতা? (নেতিবাচক)

উত্তর: একেই সভ্যতা বলে না ।

শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না । (অস্তিবাচক) 

উত্তর: শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন । 

যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল) 

উত্তর: বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না । 

পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই । (যৌগিক) 

উত্তর: পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি । 

ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি। (অনুজ্ঞাবাচক) 

উত্তর: ভুলগুলো এখনই সংশোধন করো ।

দিনাজপুর বোর্ড ২০১৯

সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে। (সরল) 

উত্তর: সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। 

ইহারা অন্য জাতের মানুষ । (নেতিবাচক)

উত্তর: ইহারা অন্য জাতের মানুষ না হইয়া পারে না । 

পড়াশোনা করো নচেৎ ভবিষ্যৎ অন্ধকার। (জটিল) 

উত্তর: যদি পড়াশোনা না করো তবে ভবিষ্যৎ অন্ধকার । 

আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক) 

উত্তর: আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। 

হৈম তাহার অর্থ বুঝিল না । (অস্তিবাচক)

উত্তর: হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল । 

ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়সূচক) 

উত্তর: বাহ্, ত্যাগের কী মহিমা! ·

ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক) 

উত্তর: ফুল কে না ভালোবাসে? 

কাজটা তোমার করা উচিত । (অনুজ্ঞাসূচক) 

উত্তর: কাজটা তুমি করো ।

কুমিল্লা বোর্ড ২০১৯

বিদ্বান হলেও তার অহঙ্কার নেই। (যৌগিক) 

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহঙ্কার নেই ।

ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল) 

উত্তর: যেহেতু সম্পর্কটা ঠাট্টার সেহেতু তাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই ।

আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)

উত্তর: আমি আশা করিয়া রহিলাম ।

স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ । (নেতিবাচক

উত্তর: স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার অপূর্ণ নয়।

যা বাঙালির আত্মজাগরণ, তা অভিনন্দনের দাবি রাখে। (সরল) 

উত্তর: বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। 

সদা সত্য কথা বলা উচিত । (অনুজ্ঞা) .

উত্তর: সদা সত্য কথা বলবে ।

বাঁশির সুরটি সুমধুর। (বিস্ময়বোধক)

উত্তর: বাঁশির সুরটি কী যে মধুর!

বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না । (প্রশ্নোবোধক)

উত্তর: বস্তুজিজ্ঞাসা তথা বিজ্ঞান কি কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে?

চট্টগ্রাম বোর্ড ২০১৯

মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে। (যৌগিক)

উত্তর: মেঘনা আসামের লুসাই পাহাড়ে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে।

তুমি যা বললে তা অসত্য। (সরল) 

উত্তর: তুমি অসত্য বললে ।

মানুষ অমর নয় । (অস্তিবাচক) 

উত্তর: মানুষ মরণশীল।

তিনি দরিদ্র কিন্তু সৎ। (জটিল) 

উত্তর: যদিও তিনি দরিদ্র তবুও সৎ। 

সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক) 

উত্তর: সরস্বতী বর দেবেন কি? 

সে সুন্দর গান গায় । (বিস্ময়সূচক) 

উত্তর: বাহ্, সে কী সুন্দর গান গায়! 

দুর্জনকে দূরে রাখা উচিত । (অনুজ্ঞা) 

উত্তর: দুর্জনকে দূরে রাখবে ।

বিড়ালকে বোঝানো দায় হইল । (নেতিবাচক) 

উত্তর: বিড়ালকে কোনোভাবেই বোঝানো গেল না ।

সিলেট বোর্ড ২০১৯

সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক) 

উত্তর: সে কি আর ভিক্ষা করে?

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? (অস্তিবাচক) 

উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ । 

তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক 

উত্তর: তোমার এরূপ ব্যবহার উচিত নয় । 

তারা কি যাবে কোথাও? (অস্তিবাচক) 

উত্তর: তারা কোথাও যাবে ।

লোকটির সবই আছে, কিন্তু সুখী নয় । (জটিল) 

উত্তর: যদিও লোকটির সবই আছে তবুও সে সুখী নয় ।

আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি । (সরল) 

উত্তর: তোমাকে দেওয়ার মতো কিছুই আমার নেই । 

সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। (জটিল)

উত্তর: যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে । 

যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী (সরল) 

উত্তর: জ্ঞানীরাই সত্যিকার ধনী।

যশোর বোর্ড ২০১৯

যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়ে অধম। (সরল) 

উত্তর: চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম । 

বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক) 

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই । 

তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না। (জটিল) 

উত্তর: যদিও তিনি ধনী ছিলেন তথাপি সুখী ছিলেন না । 

যদি পরিশ্রম করো, তাহলে ফল পাবে। (যৌগিক) 

উত্তর: পরিশ্রম করো এবং ফল পাবে। 

মানুষ মরণশীল । (নেতিবাচক)

উত্তর: মানুষ অমর নয় ।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক) ) 

উত্তর: বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? 

এটি ভারি লজ্জার কথা (বিস্ময়বাচক)

উত্তর: ছিঃ, কী লজ্জার কথা!

ধনীর কন্যা তার পছন্দ নয় । (অস্তিবাচক) 

উত্তর: ধনীর কন্যা তার অপছন্দ।

বরিশাল বোর্ড ২০১৯

ধনীরা প্রায়ই কৃপণ হয় । (জটিল)

উত্তর: যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয় । 

তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। (প্রশ্নবোধক) 

উত্তর: তাদের গ্রামে ফিরিয়া আসা চলে কি? 

আশেপাশে কোনো শব্দ নেই । (অস্তিবাচক) 

উত্তর: আশপাশ সম্পূর্ণ নীরব ।

ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ । (নেতিবাচক) 

উত্তর: ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয় । 

কাজ না করলে চলে যাও। (যৌগিক) 

উত্তর: কাজ করবে না তাহলে চলে যাও । 

আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাসূচক) 

উত্তর: আইন মেনে চলবে। 

এদেশ বড় বিচিত্র । (বিস্ময়বোধক) 

উত্তর: কী বিচিত্র এ দেশ!

সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। (সরল) 

উত্তর: সত্য কথা না বলে বিপদে পড়েছি ।

সকল বোর্ড ২০১৮

সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবোধক) 

উত্তর: সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? 

বিপন্নদের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাসূচক) 

উত্তর: বিপন্নদের সেবা করো।

রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার । (বিস্ময়বোধক) 

উত্তর: বাহ্, রাঙ্গামাটির প্রাকৃতিক দৃশ্য কী চমৎকার! 

অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। (নেতিবাচক)

উত্তর: অনুষ্ঠানটি আমি ছাড়া কেউ উপস্থাপনা করবে না । 

উদারতা কৃপণদের ধর্ম নয় । (অস্তিবাচক)

উত্তর: উদারতা কৃপণদের অধর্ম।

সূর্যোদয়ে অমানিশা কেটে যাবে। (জটিল)

উত্তর: যখন সূর্যোদয় হবে, তখন অমানিশা কেটে যাবে ।

যারা সংস্কৃতিবান, তারা শান্তিপ্রিয় হয়। (সরল) 

উত্তর: সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়।

যদিও সে অশিক্ষিত, তবুও সে দেশপ্রেমিক। (যৌগিক) 

উত্তর: সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক ।

ঢাকা বোর্ড ২০১৭

মাতৃভূমিকে সকলেই ভালোবাসে । (নেতিবাচক) 

উত্তর: মাতৃভূমিকে কেউ ভালো না বেসে পারে না । 

আমার কেনা বইটি খুব দামি । (জটিল)

উত্তর: যে বইটি আমি কিনেছি সেটি খুব দামি । 

দশ মিনিট পর ট্রেন এলো । (যৌগিক)

উত্তর: দশ মিনিট অহিবাহিত হলো অতঃপর ট্রেন এলো । 

কেউ অন্ধের দুঃখ বুঝল না। (প্রশ্নবোধক)

উত্তর: কেউ কি অন্ধের দুঃখ বুঝল?

পৃথিবী চিরস্থায়ী নয় । (অস্তিবাচক) 

উত্তর: পৃথিবী ক্ষণস্থায়ী।

দেশের সেবা করা উচিত । (অনুজ্ঞাবাচক) 

উত্তর: দেশের সেবা করো।

লোকটি অত্যন্ত দরিদ্র । (বিস্ময়সূচক) 

উত্তর: আহা, লোকটি কী দরিদ্র!

যে সত্য কথা বলে, সবাই তাকে ভালোবাসে। (সরল) 

উত্তর: সত্যবাদীকে সবাই ভালোবাসে।

রাজশাহী বোর্ড ২০১৭

যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়েও অধম। (সরল) 

উত্তর: চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম । 

বিদ্বান হলেও তাঁর অহঙ্কার নেই। (যৌগিক) 

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই । 

তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। (জটিল) 

উত্তর: যদিও তিনি ধনী ছিলেন তবুও সুখী ছিলেন না । 

যদি পরিশ্রম করো, তাহলে ফল পাবে। (যৌগিক) 

উত্তর: পরিশ্রম করো এবং ফল পাবে। 

মানুষ মরণশীল । (নেতিবাচক)

উত্তর: মানুষ অমর নয় ।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক) 

উত্তর: বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? 

ফুলটি খুব সুন্দর । (বিস্ময়বোধক) 

উত্তর: বাহ্, ফুলটি কী সুন্দর! 

আমরা নড়লাম না । (অস্তিবাচক)

উত্তর: আমরা অনড় রইলাম ।

দিনাজপুর বোর্ড ২০১৭

মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । (নেতিবাচক) 

উত্তর: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না । 

বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক) 

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই । 

কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)

উত্তর: যিনি কীর্তিমান তাঁর মৃত্যু নেই ।

যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল) 

উত্তর: বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না ।

তারা নিয়মিত শিক্ষার্থী নয় । (অস্তিবাচক)

উত্তর: তারা অনিয়মিত শিক্ষার্থী ।

সদা সত্য বলা উচিত। (অনুজ্ঞা) 

উত্তর: সদা সত্য বলবে। 

দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক) 

উত্তর: বাহ্ দৃশ্যটি কী সুন্দর!

সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক) 

উত্তর: সরস্বতী বর দেবেন কি?

কুমিল্লা বোর্ড ২০১৭

ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক) 

উত্তর: ধনীর কন্যা তার অপছন্দ । 

এখানে আসতেই হলো । (নেতিবাচক)

উত্তর: এখানে না এসে পারা গেল না । 

যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান । (যৌগিক) 

উত্তর: সে দরিদ্র কিন্তু চরিত্রবান ।

ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)

উত্তর: যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয় । 

এতে দোষ নেই । (প্রশ্নবাচক) 

উত্তর: এতে দোষ কী?

এটি ভারি লজ্জার কথা । (বিস্ময়বাচক)

উত্তর: কী লজ্জার কথা এটা!

দেশের সেবা করা কর্তব্য । (অনুজ্ঞাবাচক)

উত্তর: দেশের সেবা করো ।

তোমার দীর্ঘ জীবন কামনা করছি। (প্রার্থনাসূচক) 

উত্তর: তুমি দীর্ঘজীবী হও।

চট্টগ্রাম বোর্ড ২০১৭

আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল) 

উত্তর: যা আমাকে পথ দেখাবে তা আমার সত্য । 

যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে । (সরল)

উত্তর: মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না । (অস্তিবাচক) 

উত্তর: শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে একেবারেই বিরত থাকলেন ।

বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। (নেতিবাচক

উত্তর: বৃক্ষের দিকে না তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় না ।

যদিও সে দরিদ্র, তথাপি চরিত্রবান । (যৌগিক) 

উত্তর: সে দরিদ্র কিন্তু চরিত্রবান ।

শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয় । (বিস্ময়বাচক) 

উত্তর: শীতে দরিদ্র মানুষের কী যে কষ্ট! 

তোমাকে এই খাতায় লিখতে হবে । (অনুজ্ঞাবাচক) 

উত্তর: তুমি এই খাতায় লিখবে।

ফুল সকলেই ভালোবাসে । (প্রশ্নবাচক) 

উত্তর: ফুল কে না ভালোবাসে?

সিলেট বোর্ড ২০১৭

দুর্জনকে দূরে রেখো । (নির্দেশক) 

উত্তর: দুর্জনে দূরে রাখা উচিত ।

বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক) 

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই । 

সে কথাই এরা ভাবে । (নেতিবাচক) 

উত্তর: সে কথা এরা না ভেবে পারে না । 

নির্বোধকে এত বুঝিয়ো না । (জটিল)

উত্তর: যারা নির্বোধ তাদেরকে এত বুঝিয়ো না । 

আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক) 

উত্তর: কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা! 

লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয় । (সরল)

উত্তর: লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয় ।

হৈমন্তী কোনো কথা বলিল না। (অস্তিবাচক)

উত্তর: হৈমন্তী চুপ করিয়া রহিল ।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলের কাজ করা উচিত। (অনুজ্ঞাবাচক)

উত্তর: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলেই কাজ করো ।

যশোর বোর্ড ২০১৭

তারা কি পাষাণ? (নেতিবাচক) 

উত্তর: তারা পাষাণ নয় । 

ওকে চেনাই যায় না । (“অস্তিবাচক) 

উত্তর: ওকে অচেনা মনে হয় । 

বিপদে অধীর হতে নেই । (অনুজ্ঞাসূচক) 

উত্তর: বিপদে অধীর হয়ো না । 

সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক) 

উত্তর: সরস্বতী বর দেবেন কি?

দেশপ্রেমিককে কে না ভালোবাসে । (নির্দেশাত্মক) 

উত্তর: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে ।

যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো । (যৌগিক) 

উত্তর: সাফল্য চাও তবে পরিশ্রম করো ।

শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করেন । (জটিল) 

উত্তর: যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করেন।

 দৃশ্যটি বড়ই সুন্দর । (বিস্ময়সূচক)

উত্তর: বাহ্, কী সুন্দর দৃশ্য!

বরিশাল বোর্ড ২০১৭

কীর্তিমানের মৃত্যু নাই । (জটিল) 

উত্তর: যিনি কীর্তিমান তাঁর মৃত্যু নাই । 

দেখি, সে বিছানায় নাই ৷ (অস্তিবাচক) 

উত্তর: দেখি সে বিছানায় অনুপস্থিত 

মানুষ মরণশীল । (নেতিবাচক) 

উত্তর: মানুষ অমর নয় । 

দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক) 

উত্তর: বাহ্, কী সুন্দর দৃশ্য ! 

তিনি আর নেই। (যৌগিক)

উত্তর: তিনি ছিলেন কিন্তু এখন আর নেই । 

দেশের সেবা করা উচিত। (অনুজ্ঞা) 

উত্তর: দেশের সেবা করো।

মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (জটিল)

উত্তর: যাদের মাতৃভূমি তারা সকলেই তাকে ভালোবাসে । 

যারা পরিশ্রমী তারা সফল হয় । (সরল)

উত্তর: পরিশ্রমীরা সফল হয় ।

ঢাকা বোর্ড ২০১৬

তাদের ঘুম এখনও ভাঙেনি । (অস্তিবাচক) 

উত্তর: তাদের ঘুম এখনও অটুট রয়েছে । 

ওরা আগামীকাল আসবে। (প্রশ্নবাচক) 

উত্তর: ওরা কি আগামীকাল আসবে না? 

মাতৃভূমিকে সকলেই ভালোবাসে । (জটিল)

উত্তর: যাদের মাতৃভূমি তারা সকলেই তাকে ভালোবাসে । 

এখানে আসতেই হলো। (নেতিবাচক)

উত্তর: এখানে না এসে পারা গেল না ।

জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন । (অনুজ্ঞাবাচক)

উত্তর: জীবনের জন্য বৃক্ষের দিকে তাকাও।

যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল) 

উত্তর: নির্বোধরাই এ কথা বিশ্বাস করেব ।

বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে । (জটিল)

উত্তর: যখন বৃষ্টির অভাব হবে, তখন ফসল নষ্ট হবে । 

মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করা উচিত। (যৌগিক) 

উত্তর: তাঁরা মুক্তিযুদ্ধে শহিদ, তাই তাঁদের স্মরণ করা উচিত ।

রাজশাহী বোর্ড ২০১৬

শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় । (নেতিবাচক) 

উত্তর: শিশুরা দূষিত পরিবেশ চায় না।

এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়। (অস্তিবাচক) 

উত্তর: এখন খাঁটি জিনিস দুর্লভ ।

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই '(অনুজ্ঞাবাচক)

উত্তর: নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও । 

পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ। (বিস্ময়সূচক) 

উত্তর: কী ভয়াবহ ছিল পঞ্চাশের মন্বন্তরের ঘটনা! 

রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত। (জটিল) 

উত্তর: যেসব শব্দ সহজবোধ্য সেসবই রচনায় ব্যবহার করা উচিত । 

তিনি আর নেই । (যৌগিক)

উত্তর: তিনি ছিলেন, কিন্তু এখন আর নেই।

যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান। (সরল)

উত্তর: মাংসভোজী পশু অত্যন্ত বলবান ।

বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক) 

উত্তর: বাংলাদেশ চিরস্থায়ী হোক ।

দিনাজপুর বোর্ড ২০১৬

শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করেন । (জটিল) 

উত্তর: যিনি শিক্ষিত লোক তাঁকে সবাই শ্রদ্ধা করেন । 

যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল) 

উত্তর: দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। 

ছেলেটি গরিব হলেও মেধাবী । (যৌগিক) 

উত্তর: ছেলেটি গরিব কিন্তু মেধাবী ।

আজকাল কোনো জিনিসই সুলভ নয় । (অস্তিবাচক) 

উত্তর: আজকাল সব জিনিসই দুর্লভ ।

এখানে আমি বহুদিন আগে এসেছি। (নেতিবাচক 

উত্তর: এখানে আমি বহু দিন হলো আসিনি ।

ভুল সবার হয় । (প্রশ্নবোধক)

উত্তর: ভুল কার না হয়?

দোষ করেছে এতএব শাস্তি পাবে। (জটিল) 

উত্তর: যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে। 

যে অন্ধ তাকে আলো দাও। (সরল)

উত্তর: অন্ধকে আলো দাও ।

কুমিল্লা বোর্ড ২০১৬

ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী । (জটিল) 

উত্তর: যিনি ফরিয়াদি তিনি প্রসন্ন গোয়ালিনী 

অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক) 

উত্তর: অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন । 

মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক) 

উত্তর: মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?

ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য । (সরল) 

উত্তর: ধর্ম আমাদের ইসলাম হলেও প্রাণের ধর্ম তারুণ্য।

বাড়িটা তারা দখল করেছে। (নেতিবাচক)

উত্তর: বাড়িটা তারা দখল না করে ছাড়েনি । 

এখনই ডাক্তার ডাকা উচিত । (অনুজ্ঞাবাচক) 

উত্তর: এখনই ডাক্তার ডাকো । 

দেখি, সে বিছানায় নাই । (অস্তিবাচক) 

উত্তর: দেখি, সে বিছানায় অনুপস্থিত। 

মুক্ত বাতাসে খুব ভালো লাগছে। (বিস্ময়বাচক 

উত্তর: মুক্ত বাতাসে কী যে ভালো লাগছে!

চট্টগ্রাম বোর্ড ২০১৬

দেশের সেবা করা উচিত । (অনুজ্ঞাসূচক) 

উত্তর: দেশের সেবা করো।

শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়বোধক) 

উত্তর: শীতে দরিদ্র মানুষের কী যে কষ্ট!

আমি এমন সাক্ষী চাই না। (জটিল)

উত্তর: যে এমন সাক্ষী তাকে আমি চাই না । 

সত্য কথা না বলে বিপদে পড়েছ। (যৌগিক) 

উত্তর: সত্য কথা বলোনি তাই বিপদে পড়েছ ।

যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল) 

উত্তর: বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। 

আমার বুকের ভেতরটা হুহু করিয়া উঠিল । (নেতিবাচক) 

উত্তর: আমার বুকের ভেতরটা হুহু না করিয়া পারিল না । 

আমরা বাধা দিতে পারলাম না । (অস্তিবাচক) 

উত্তর: আমরা বাধা দিতে অপারগ হলাম । 

তার নাম রেশমা। (জিজ্ঞাসাসূচক)

উত্তর: তার নাম কি রেশমা?

সিলেট বোর্ড ২০১৬

কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল) 

উত্তর: যিনি কীর্তিমান তাঁর মৃত্যু নেই।

ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক) 

উত্তর: ছেলেটি অসুস্থ তাই অনুপস্থিত। 

যারা পরিশ্রমী তারা সফল হয় । (সরল) 

উত্তর: পরিশ্রমীরা সফল হয় ।

বিড়ালকে বোঝানো দায় হইল । (নেতিবাচক) 

উত্তর: বিড়ালকে কোনোভাবেই বোঝানো গেল না ।

 তারা নিয়মিত শিক্ষার্থী নয় । (অস্তিবাচক)

উত্তর: তারা অনিয়মিত শিক্ষার্থী ।

মানুষটা সমস্ত রাত খেতে পাবে না । (প্রশ্নবাচক 

উত্তর: মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি? 

এটি ভারি লজ্জার কথা । (বিস্ময়সূচক) 

উত্তর: কী লজ্জার কথা এটি!

দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক) 

উত্তর: দেশের সেবা করো ।

যশোর বোর্ড ২০১৬

হৈম তাহার অর্থ বুঝিল না । (অস্তিবাচক) 

উত্তর: হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল । 

সরস্বতী বর দেবেন না । (প্রশ্নবাচক) . 

উত্তর: সরস্বতী বর দেবেন কি?

ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)

উত্তর: যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা।

যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল) 

উত্তর: নির্বোধরাই এ কথা বিশ্বাস করবে ।

দৃশ্যটি বড়ই সুন্দর । (বিস্ময়সূচক)

উত্তর: বাহ্, কী সুন্দর দৃশ্য !

বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক) 

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই। 

শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক) 

উত্তর: শাহানার স্বাস্থ্য খারাপ নয় । 

কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক) 

উত্তর: ঘটনাটি খুব ভয়ংকর।

বরিশাল বোর্ড ২০১৬

লোকটি গরিব কিন্তু সৎ। (জটিল) 

উত্তর: যে লোকটি গরিব সে কিন্তু সৎ। 

যে পরিশ্রম করে, সে সুখী হয়। (সরল) 

উত্তর: পরিশ্রম করলে সুখী হওয়া যায় । 

মাতৃভূমিকে সবাই ভালোবাসে । (নেতিবাচক) 

উত্তর: মাতৃভূমিকে কেই ভালো না বেসে পারে না । 

যদিও তুমি ধনী, তথাপি তুমি কৃপণ। (যৌগিক) 

উত্তর: তুমি ধনী কিন্তু কৃপণ ।

সে কিছুতেই সন্তুষ্ট নয় । (অস্তিবাচক) 

উত্তর: সে সবকিছুতেই অসন্তুষ্ট। 

মরতে তো একদিন হবেই । (প্রশ্নবাচক) 

উত্তর: মরতে কি একদিন হবে না? 

দয়া করে কিছু বলবেন না। (নির্দেশাত্মক 

উত্তর: কিছু বলার দরকার নেই । 

বিপদে অধীর হতে নেই । (অনুজ্ঞাসূচক) 

উত্তর: বিপদে অধীর হয়ো না ।

কুমিল্লা বোর্ড ২০১১

আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি । (সরল) 

উত্তর: তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। 

দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক

উত্তর: বাহ্, কী সুন্দর দৃশ্য!

দয়া করে সব খুলে বলুন । (যৌগিক)

উত্তর: দয়া করুন এবং সব খুলে বলুন । 

সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল) 

উত্তর: যদিও সে মরবে, তবুও সে এ কথা বলবে না । 

শহিদের মৃত্যু নেই । (অস্তিবাচক)

উত্তর: শহিদেরা অমর।

মানুষ মরণশীল । (নেতিবাচক)

উত্তর: মানুষ অমর নয় ।

দেশের সেবা করবে। (নির্দেশাত্মক)

উত্তর: দেশের সেবা করা কর্তব্য।

তোমার দীর্ঘ জীবন কামনা করছি। (প্রার্থনামূলক) 

উত্তর: ঈশ্বর তোমায় দীর্ঘজীবী করুন ।

রাজশাহী বোর্ড ২০০৮

এ কথাও কোন বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। (প্রশ্নবাচক)

উত্তর: এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত কি? 

ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)

উত্তর: যারা ছাত্র তাদের কাছে অধ্যয়নই তপস্যা।

এতে দোষ কী! (নেতিবাচক)

উত্তর: এতে দোষ নেই।

এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক) 

উত্তর: এতে কোনো সন্দেহ নেই যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। 

এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক) 

উত্তর: এ অবস্থায় প্রত্যেকেই প্রত্যেকের অচেনা।

তোমাকে এই কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। (সরল)

উত্তর: তোমাকে এই কটা দিন মাত্র জানিলেও তোমার হাতেই ও রহিল ।

তোর নাম কী? (অনুজ্ঞাসূচক) 

উত্তর: তোমার নাম বলো ।

ঢাকা বোর্ড ২০০৬

লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। (জটিল) 

উত্তর: যদি লোভ পরিত্যাগ করো তাহলে সুখে থাকবে । 

বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই ।

আমার কথা বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। (সরল) 

উত্তর: আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে । 

শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)

উত্তর: শাহানার স্বাস্থ্য খারাপ নয়। 

মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না । (অস্তিবাচক) 

উত্তর: মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । 

মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞা) 

উত্তর: মন দিয়ে লেখাপড়া করো । 

হৈম তাহার অর্থ বুঝিল না । (অস্তিবাচক) 

উত্তর: হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল । 

ভুল সকলেই করে । (প্রশ্নবোধক)

উত্তর: ভুল কে না করে?

রাজশাহী বোর্ড ২০০৬

হৈম তাহার অর্থ বুঝিল না । (অস্তিবাচক) 

উত্তর: হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল । 

বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক) 

উত্তর: তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই । 

সরস্বতী বর দেবেন না । (প্রশ্নবাচক)

উত্তর: সরস্বতী বর দেবেন কি?

পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। (জটিল) 

উত্তর: যে লোক পরিশ্রম করে সেই সাফল্য লাভ করে । 

পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল । (নেতিবাচক 

উত্তর: পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রহিল না ।

আর্টিকেলের শেষকথাঃ বাক্য রূপান্তর hsc | বাক্য রূপান্তর উদাহরণ

আমরা এতক্ষন জেনে নিলাম বাক্য রূপান্তর hsc | সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর উদাহরণ  টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ