bangla data

aids কি | এইডস কাকে বলে | এইডস এর পূর্ণরূপ কি

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো aids কি | এইডস কাকে বলে | এইডস এর পূর্ণরূপ কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের aids কি | এইডস কাকে বলে | এইডস এর পূর্ণরূপ কি ।

aids কি  এইডস কাকে বলে  এইডস এর পূর্ণরূপ কি
aids কি  এইডস কাকে বলে  এইডস এর পূর্ণরূপ কি

aids কি | এইডস কাকে বলে | এইডস এর পূর্ণরূপ কি

  • এইডস কি? অথবা, AIDS বলতে কি বুঝ?

উত্তর : ভূমিকা : AIDS একটি মারাত্মক নিরব ঘাতক ব্যাধি এর ফলে ব্যক্তিকে তিলে তিলে মরতে হয়। বিশ্বে আজও এইডস এর কোনো প্রকার সকল ঔষধ আবিষ্কার হয়নি। তাই বর্তমানে মানুষেরা HIV/AIDS নিয়ে যতটা আতঙ্কগ্রস্ত হয়েছে অতীতে তারা কখনও এরকম চিন্তা বা আতঙ্কগ্রস্ত হয়নি। AIDS এক আশ্চর্য রুদ্ধশ্বাস লড়াই ।

→ এইডস (AIDS) কি : ইংরেজী বর্ণমালার A.ID.S নিয়ে গঠিত AIDS সংক্ষেপে গঠিত যার আরো বিস্তারিত নাম আছে। পুরো নাম হলো Acquired Immune Deficiency Syndrome. (অ্যাকোয়ার্ড – ইমিউন ডেফিসিয়েনসি সিন্ড্রোম)। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় । 

A= Acquired (অর্জিত)

I = Immune (রোগ প্রতিরোধ ক্ষমতা) 

D = Deficiency (অভাব)

S = Syndrome (লক্ষণ, লক্ষণ সমষ্টি)

একে বাংলায় বলা হয় অর্জিত অনাক্রম্যতা হ্রাস উপসর্গমালা বোঝায় এটা এমন একটি রোগ যাতে মস্তিষ্কের ক্ষতিসাধন হয় এবং দেহের স্বাভাবিক কমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও নিস্তেজ হয়ে আসে। 

এইডস রোগটি নিজে নিজে আসে না এটি বহুলাংশে মানুষ নিজেই ডেকে আনে। BBC এর এক সাক্ষাতকারে বাংলাদেশের বর্তমান স্বরাষ্টমন্ত্রী এ কথাই বলেন । 

এ রোগে আক্রান্ত ব্যক্তি ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি অন্যন্য ভাইরাস থেকেও রক্ষা পায় না। 

AIDS এর জন্য সাধারণত HIV ভাইরাস দায়ী। HIV = ( Human Immune Deficiency Virus)এর প্রাণঘাতী অবস্থাকেই (AIDS) এইডস বলে। বাহির থেকে এ ভাইরাস প্রবেশ করার সাথে সাথেই প্রকাশ পায় না। 

এতে প্রায় ৭/৮ বছর সময় লেগে যায়। Syndrome হলো যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পেতে পুরোপুরি নষ্ট হয়ে যায় তাকে (AIDS) এইডস বলে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, এইডস রোগ খুবই ভয়াবহ। তাই এ রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে যাতে মানব শরীরে এইড প্রবেশ না করে ।

আর্টিকেলের শেষকথাঃ aids কি | এইডস কাকে বলে | এইডস এর পূর্ণরূপ কি

আমরা এতক্ষন জেনে নিলাম aids কি | এইডস কাকে বলে | এইডস এর পূর্ণরূপ কি । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ