business loans, commercial loan, auto insurance quotes, motorcycle lawyer

৪০টি আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন | Amar Poth Short Question

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন | Amar Poth Short Question জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন | Amar Poth Short Question ।

৪০টি আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
৪০টি আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

■ লেখক-পরিচিতি

প্রশ্ন-১. বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তর: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন-২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 

উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন । 

প্রশ্ন-৩. কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনের কোন তারিখে জন্মগ্রহণ করেন? 

উত্তর: কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনের ১১ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। 

প্রশ্ন-৪. কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?

উত্তর: ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন। 

প্রশ্ন-৫. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

উত্তর: কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ।

প্রশ্ন-৬. 'মৃত্যু-ক্ষুধা' কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা? 

উত্তর: 'মৃত্যু-ক্ষুধা' কাজী নজরুল ইসলামের লেখা একটি উপন্যাস। 

প্রশ্ন-৭. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন? 

উত্তর: ১৯৭৬ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন । 

প্রশ্ন-৮. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? 

উত্তর: কাজী নজরুল ইসলাম ঢাকায় মৃত্যুবরণ করেন । মূলপাঠ

প্রশ্ন-৯. 'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধার কে?

উত্তর: ‘আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধার তিনি নিজেই ।

প্রশ্ন-১০. আমার কর্ণধার কে?

উত্তর: আমার কর্ণধার আমি ।

প্রশ্ন-১১. 'আমার পথ' প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে? 

উত্তর: 'আমার পথ' প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্যকে দেখাবে।

প্রশ্ন-১২. 'আমার পথ' প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন? 

উত্তর: ‘আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছেন । 

প্রশ্ন-১৩, প্রাবন্ধিক কোন পথকে বিপথ মনে করেন?

উত্তর: প্রাবন্ধিক সত্যের বিরোধী পথকে বিপথ মনে করেন। 

প্রশ্ন-১৪. প্রাবন্ধিকের মতে, কে বাইরে ভয় পায়?

উত্তর: প্রাবন্ধিকের মতে, যার ভেতরে ভয়, সেই বাইরে ভয় পায় । 

প্রশ্ন-১৫. প্রাবন্ধিকের মতে, কে মিথ্যাকে মিছেমিছি ভয় করে না? 

উত্তর: প্রাবন্ধিকের মতে, যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে মিছেমিছি ভয় করে না ।

প্রশ্ন-১৬, যার মনে মিথ্যা সে কোনটিকে ভয় পায়?

উত্তর: যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় পায় ।

প্রশ্ন-১৭. কাজী নজরুল ইসলামের মতে কে মিথ্যাকে ভয় করে? 

উত্তর: কাজী নজরুল ইসলামের মতে, যার মনে মিথ্যা সে-ই মিথ্যাকে

ভয় করে।

প্রশ্ন-১৮. ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কোন মানুষকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না?

উত্তর: ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, যে নিজেকে চেনে তাকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না ।

প্রশ্ন-১৯. 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, কাউকে আর চিনতে বাকি থাকে না কার ?

উত্তর: যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না। 

প্রশ্ন-২০. আত্মকে চিনলে কী আসে?

উত্তর: আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে ।

প্রশ্ন-২১. আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কী?

উত্তর: নিজেকে চেনাই আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি।

প্রশ্ন-২২. কখন নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?

উত্তর: খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।

প্রশ্ন-২৩. কোনটি সবচেয়ে বড়ো দাসত্ব?

উত্তর: পরাবলম্বন হচ্ছে সবচেয়ে বড়ো দাসত্ব ।

প্রশ্ন-২৪. অন্তরে কী থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না?

উত্তর: অন্তরে গোলামির ভাব থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না।

প্রশ্ন-২৫. কোন দিন আমরা সত্যি সত্যি স্বাধীন হব?

উত্তর: যেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারব, সেদিনই আমরা সত্যি সত্যি স্বাধীন হব ।

প্রশ্ন-২৬. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?

উত্তর: ‘আমার পথ' প্রবন্ধ অনুসারে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।

প্রশ্ন-২৭. ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কখন মনে একটা ‘ডোন্ট কেয়ার' ভাব আসে?

উত্তর: ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, নিজেকে চিনতে পারলে মনে একটা 'ডোন্ট কেয়ার' ভাব আসে।

প্রশ্ন-২৮. 'আমার পথ' প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড়ো ধর্ম বলা হয়েছে? 

উত্তর: ‘আমার পথ' প্রবন্ধে মানুষ-ধর্মকে সবচেয়ে বড়ো ধর্ম বলা হয়েছে। 

প্রশ্ন-২৯. যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে কী থাকে না? 

উত্তর: যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে ধর্মের বৈষম্য থাকে না । 

প্রশ্ন-৩০. কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

উত্তর: যার নিজের ধর্মে বিশ্বাস আছে এবং যে নিজের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।

■ শব্দার্থ ও টীকা

প্রশ্ন-৩১. ‘কুর্নিশ' শব্দের অর্থ কী?

উত্তর: ‘কুর্নিশ' শব্দের অর্থ— অভিবাদন বা সম্মান প্রদর্শন 

প্রশ্ন-৩২. 'মেকি' শব্দের অর্থ কী?

উত্তর: ‘মেকি' শব্দের অর্থ মিথ্যা বা কপট ।

প্রশ্ন-৩৩. 'সম্মার্জনা' শব্দের অর্থ কী?

উত্তর: ‘সম্মার্জনা' শব্দের অর্থ হলো— মেজে ঘষে পরিষ্কার করা।

প্রশ্ন-৩৪. ‘আগুনের ঝান্ডা' শব্দটির অর্থ কী?

উত্তর: ‘আগুনের ঝান্ডা' শব্দটির অর্থ অগ্নিপতাকা ।

প্রশ্ন-৩৫. দেশের শত্রুকে দূর করতে কী প্রয়োজন?

উত্তর: দেশের শত্রুকে দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন ।

■ পাঠ-পরিচিতি

প্রশ্ন-৩৬. ‘আমার পথ' প্রবন্ধটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: 'আমার পথ' প্রবন্ধটি 'রুদ্র-মঙ্গল' প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে । 

প্রশ্ন-৩৭. কাজী নজরুল ইসলামের 'আমি' ভাবনা বিন্দুতে কীসের উচ্ছ্বাস জাগায়?

উত্তর: কাজী নজরুল ইসলামের 'আমি' ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায় ।

প্রশ্ন-৩৮. কোনটি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু? 

উত্তর: সত্যের উপলব্ধি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। 

প্রশ্ন-৩৯. কোন বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে?

উত্তর: মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে। 

প্রশ্ন-৪০. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?

উত্তর: সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে।

আর্টিকেলের শেষকথাঃ আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন | Amar Poth Short Question

আমরা এতক্ষন জেনে নিলাম আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন | Amar Poth Short Question । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Google News এ আমাদের ফলো করুন

fha loan, va loan, refi, heloc