ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading halal ke haram

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা। আশা করি আলাহর রহমতে সবাই ভালো আছেন। যাইহোক আপনারা নিত্য নতুন পোষ্ট পেতে আমাদের আরকে রায়হান ভিজিট করেন সেজন্য আপনাকে স্বাগতম জানাই।

ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং কি হালাল  forex trading halal ke haram
ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং কি হালাল  forex trading halal ke haram

হ্যালো বন্ধুরা আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading halal ke haram সম্পর্কে। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি আপনাদের ভালো লাগবে।

ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading halal ke haram

মুদ্রায় লেনদেন করা জায়েজ যতক্ষণ না চুক্তিটি করা হয় একই বৈঠকে বিনিময় হয়। ডলারে ইউরো বিক্রি করা জায়েজ যতক্ষণ না চুক্তিটি করা হয় একই বৈঠকে বিনিময় হয়। 

কিন্তু যখন চুক্তিটি একই ধরনের মুদ্রার বিষয়ে হয়, যেমন এক ডলারকে দুই ডলারে বিক্রি করা, তখন তা জায়েয হবে না কারণ এটি এক ধরনের রিবা।  

সেক্ষেত্রে সেগুলি সমান পরিমাণে হওয়া উচিত এবং বিনিময়টি অবশ্যই চুক্তির মতো একই বৈঠকে ঘটতে হবে যদি বিনিময়টি এক ধরণের মুদ্রা সম্পর্কিত হয়। 

এর প্রমাণ হল 'উবাদা ইবনুল সামিত (রাঃ) কর্তৃক বর্ণিত প্রতিবেদন যিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সোনার বদলে সোনা, রূপার বদলে রৌপ্য। 

গমের বদলে গম, যবের বদলে বার্লি, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ, লাইকের মতো, একই রকমের, হাতের কাছে। 

যদি ধরনগুলি ভিন্ন হয় তবে আপনার পছন্দ মতো বিক্রি করুন, যতক্ষণ না এটি হাতে হাতে থাকে।" (মুসলিম দ্বারা বর্ণিত, 1587) 

এটি মাজমু' ফাতাওয়া ইবনে বায (19/171-174) এ বলে: 

“ মুদ্রায় লেনদেন, ক্রয়-বিক্রয় জায়েয, তবে তা শর্ত সাপেক্ষে যে বিনিময়টি হাতে-কলমে হবে যদি মুদ্রা ভিন্ন হয়। যদি কোনো ব্যক্তি লিবিয়ার মুদ্রা আমেরিকান বা মিশরীয় বা যে কোনো মুদ্রা হাতের মুঠোয় বিক্রি করে, তাতে দোষের কিছু নেই, যেমন সে যদি লিবিয়ান মুদ্রার জন্য ডলার ক্রয় করে, এক বৈঠকে বিনিময় করে, অথবা সে মিশরীয় বা ইংরেজি মুদ্রা কেনে ইত্যাদি লিবিয়ার জন্য বা যে কোন মুদ্রা হাতের মুঠোয়, তাতে দোষের কিছু নেই। 

কিন্তু যদি বিলম্ব হয় তবে তা জায়েয হবে না এবং একই বসা অবস্থায় বিনিময় না হলে তা জায়েয হবে না, কেননা সেক্ষেত্রে তা এক প্রকার রিবাভিত্তিক লেনদেন হিসেবে গণ্য হবে। 

তাই বিনিময় অবশ্যই একই বসে, হাতে হাতে, মুদ্রা ভিন্ন হলেই হবে। কিন্তু যদি তারা একই ধরণের হয় তবে দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে:

 মুদ্রার হুকুম উপরে উল্লিখিত; যদি তারা ভিন্ন হয়, তাহলে বিনিময় করা পরিমাণ ভিন্ন হওয়া জায়েয, যতক্ষণ না বিনিময় একই বৈঠকে হয়। 

যদি তারা একই ধরনের হয়, যেমন ডলারের বিনিময়ে ডলার, অথবা দিনারের বিনিময়ে দিনার, তাহলে বিনিময়টি অবশ্যই একই বৈঠকে হতে হবে এবং তাদের একই পরিমাণ হওয়া উচিত। আর আল্লাহই শক্তির উৎস।"

আর্টিকেলের শেষকথাঃ ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading halal ke haram

আমরা এতক্ষন জেনে নিলাম ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading halal ke haram। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের সাথে শেয়ার করে দিন । আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ