hiv কি | hiv এর পূর্ণরূপ কি

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো hiv কি | hiv এর পূর্ণরূপ কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের hiv কি | hiv এর পূর্ণরূপ কি ।

hiv কি  hiv এর পূর্ণরূপ কি
hiv কি  hiv এর পূর্ণরূপ কি

hiv কি | hiv এর পূর্ণরূপ কি

  • এইচ আইভি (HIV) ভাইরাস কি? 
  • এইচ আইভি (HIV) ভাইরাস বলতে কি বুঝ?

উত্তর : ভূমিকা : বর্তমানে বিশ্বব্যপী যৌনবাহিত প্রায় ২৫টি রোগ রয়েছে। যার মধ্যে AIDS অন্যতম একটি। AIDS ভাইরাস হলো HIV রোগের বাহক। 

এটা বাইর থেকে মানব শরীরে প্রবেশ প্রবেশ করে। এবং দেহের অভ্যন্তরে এক জটিল সমস্যা সৃষ্টি করে। তাই এ ভাইরাস কি তা জানা দরকার ।

→ এইচআইভি HIV ভাইরাস : সাধারণত HIV সংক্রামণ হয় যৌন সংগমের মাধ্যমেই। HIV শরীরের রসালো পদার্থগুলোর সংস্পর্শে এলেই HIV ভাইরাসে অন্যরা আক্রান্ত হতে পারে এবং মায়ের পদ HIV থাকে তবে তা সন্তানের মাঝে বর্তায় এমনকি আক্রান্ত ব্যক্তির থুথু চোখের পানি এবং রক্তের মাধ্যমেও এ রোগ ছড়ায়। 

অরক্ষিত এবং অবৈধ যৌন মিলনের ফলে এ রোগ ছড়ায়। বিশ্বের অধিকাংশ HIV আক্রমণ সাধারণ | যৌন মিলনের মাধ্যমেই হয়ে থাকে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে সারা বিশ্বে মহামারি আকার ধারণ করবে।

মূলত এইডস এর ভাইরাসের নাম হলো HIV ভাইরাস। এর পূর্ণ রূপ বিশ্লেষণ করলে দ্বারায়

H = Human (মানব শরীর)

I = Immune ( রোগ প্রতিরোধ ক্ষমতা) 

V = Virus (ভাইরাস ) জীবাণু

সুতরাং একত্রে অর্থ হলো Human Immune Deficiency Virus এ ভাইরাসের কাজ হলো মানবদেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়া। এর কারণে অন্যন্য রোগ ও সহজে সৃষ্টি হয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, AIDS একটি প্রাণনাশক রোগ। আর HIV হলো এ AIDS এর বাহক। সুতরাং আমাদের সকলের উচিত HIV নামক ভাইরাস যেন কখন না ঠুকতে পারে সেজন্য অবাধ ও অনিরাপদ যৌন মিলন থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কেননা HIV ভাইরাস সংক্রমণের অন্যতম একটি কারণ যৌন মিলন হওয়া ।

আর্টিকেলের শেষকথাঃ hiv কি | hiv এর পূর্ণরূপ কি

আমরা এতক্ষন জেনে নিলাম hiv কি | hiv এর পূর্ণরূপ কি । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ