৪২টি বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর - Bilashi Short Question

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

■ লেখক-পরিচিতি

প্রশ্ন-১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন? 

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. শরৎচন্দ্র চট্টোপধ্যায় এর মুদ্রিত প্রথম গল্পের নাম কী? 

উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায় এর মুদ্রিত প্রথম গল্পের নাম ‘মন্দির’। 

প্রশ্ন-৩. মন্দির গল্পটি কোন পুরস্কারে ভূষিত হয়? 

উত্তর: মন্দির গল্পটি ‘কুন্তলীন' পুরস্কারে ভূষিত হয় । 

প্রশ্ন-৪. 'দেনা-পাওনা' শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? 

উত্তর: ‘দেনা-পাওনা' শরৎচন্দ্রের একটি উপন্যাস ।

প্রশ্ন-৫. ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে?

উত্তর: ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে ।

প্রশ্ন-৬. লেখক কয় ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন?

উত্তর: লেখক দুই ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন ।

প্রশ্ন-৭. কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়? 

উত্তর: চার ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয় । 

প্রশ্ন-৮. কে মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত? 

উত্তর: মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত তার খুড়া । 

প্রশ্ন-৯. কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে?

উত্তর: মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে মালো পাড়ার এক বুড়ো মালো ।

প্রশ্ন-১০. মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই ছিল না? 

উত্তর: মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে প্রাচীরের বালাই ছিল না।। 

প্রশ্ন-১১. 'ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো – কে? 

উত্তর: ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো বিলাসী। 

প্রশ্ন-১২, মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় প্রায় দেড় মাস শয্যাগত ছিল ।

প্রশ্ন-১৩, কতদিন মৃত্যুঞ্জয় অজ্ঞান-অচৈতন্য অবস্থায় পড়ে ছিল? 

উত্তর: মৃত্যুঞ্জয় দশ-পনের দিন অজ্ঞান-অচৈতন্য অবস্থায় পড়ে ছিল। 

প্রশ্ন-১৪. মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের বাগানটি কুড়ি-পঁচিশ বিঘার ছিল।

প্রশ্ন-১৫. খুড়া কোন বংশের?

উত্তর: খুড়া মিত্তির বংশের।

প্রশ্ন-১৬. মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?

উত্তর: মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে।

প্রশ্ন-১৭. মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কী ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া । 

প্রশ্ন-১৮. মৃত্যুঞ্জয় কী পাপ করেছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছিল।

প্রশ্ন-১৯. গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার?

উত্তর: গোখরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার।

প্রশ্ন-২০. কেউটে কার বাহন?

উত্তর: কেউটে মনসার বাহন।

প্রশ্ন-২১. 'বিলাসী' গল্পে কোন কোন দেবীর কথা উল্লেখ করা হয়েছে? 

উত্তর: ‘বিলাসী' গল্পে সরস্বতী ও মনসা দেবীর কথা উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন-২২. মৃত্যুঞ্জয় ও বিলাসী কোথায় সাপ ধরতে গিয়েছিল? 

উত্তর: মৃত্যুঞ্জয় ও বিলাসী এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল 

প্রশ্ন-২৩. কখন বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত? 

উত্তর: সাপ ধরার বায়না এলে বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত । 

প্রশ্ন-২৪. গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় কী জাতের সাপ ধরেছিল? 

উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় খরিশ গোখরা জাতের সাপ ধরেছিল । 

প্রশ্ন-২৫. গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে কার হাতে দিল? 

উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে ন্যাড়ার হাতে দিল

প্রশ্ন-২৬. 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে কোন মন্ত্র আবৃত্তি করা হয়?

উত্তর: 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে বিষহরির আজ্ঞা মন্ত্রটি আবৃত্তি করা হয় ।

প্রশ্ন-২৭. মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোন সাপের দংশনে?

উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল খরিশ গোখরা সাপের দংশনে । 

প্রশ্ন-২৮. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? 

উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী সাত দিন বেঁচে ছিল । 

প্রশ্ন-২৯. বিলাসী কী পান করে আত্মহত্যা করে?

উত্তর: বিলাসী বিষপান করে আত্মহত্যা করে ।

প্রশ্ন-৩০. মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া কত আনা বাগান দখল করে নেয়? 

উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া ষোল আনা বাগান দখল করে নেয় । 

প্রশ্ন-৩১. কোন ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো? 

উত্তর: বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো।

■ শব্দার্থ ও টীকা

প্রশ্ন-৩২. হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী কে? 

উত্তর: হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী সরস্বতী। 

প্রশ্ন-৩৩. বীণাপাণি কিসের দেবী?

উত্তর: বীণাপাণি বিদ্যার দেবী।

প্রশ্ন-৩৪. 'কামস্কাট্‌কা' কোথায় অবস্থিত?

উত্তর: কামস্কাটকা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত ।

প্রশ্ন-৩৫. ‘নিকা' শব্দটির অর্থ কী?

উত্তর: 'নিকা' শব্দটির অর্থ— বিয়ে।

প্রশ্ন-৩৬. বিষকণ্ঠ মহেশ্বরের অন্য নাম কী?

উত্তর: বিষকণ্ঠ মহেশ্বরের অন্য নাম মৃত্যুঞ্জয় ।

প্রশ্ন-৩৭, পিণ্ডি কী?

উত্তর: পিণ্ডি এক ধরনের ঢেলা, যা মৃতের শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। 

প্রশ্ন-৩৮. শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম কী?

উত্তর: শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম পিণ্ডি ।

পাঠ-পরিচিতি

প্রশ্ন-৩৯. 'বিলাসী' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? 

উত্তর: ‘বিলাসী' গল্পটি 'ভারতী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় । 

প্রশ্ন-৪০. 'বিলাসী' গল্পের বর্ণনাকারী কে?

উত্তর: 'বিলাসী' গল্পের বর্ণনাকারী ন্যাড়া । 

প্রশ্ন-৪১. 'বিলাসী' গল্পের ন্যাড়া কে?

উত্তর: 'বিলাসী' গল্পের ন্যাড়া গল্পকথক।

প্রশ্ন-৪২. 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে?

উত্তর: 'বিলাসী' গল্পের ন্যাড়া চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ