৩৪ টি আম আঁটির ভেঁপু ছোট প্রশ্ন উত্তর | আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আম আঁটির ভেঁপু ছোট প্রশ্ন উত্তর | আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আম আঁটির ভেঁপু ছোট প্রশ্ন উত্তর | আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আম আঁটির ভেঁপু ছোট প্রশ্ন উত্তর  আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
আম আঁটির ভেঁপু ছোট প্রশ্ন উত্তর  আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর -আম-আঁটির ভেঁপুপ্রশ্ন 

১। 'কালমেঘ' কী?

উত্তর : কালমেঘ' হলো যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ।

প্রশ্ন ২। 'পিজরাপোলের আসামি' কী?

উত্তর : 'পিজরাপোলের আসামি' হলো কাঠের ঘোড়া।

প্রশ্ন ৩। দুর্গার বয়স কত?

উত্তর : দুর্গার বয়স দশ-এগারো বছর।

প্রশ্ন ৪। অপুর দিদির নাম কী?

উত্তর : অপুর দিদির নাম দুর্গা ।

প্রশ্ন ৫। আম-আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটির রচয়িতা কে?

উত্তর : ‘আম-আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটির রচয়িতা বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ

প্রশ্ন ৬। আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে? 

উত্তর : আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।

প্রশ্ন ৭। রিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?

উত্তর : হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল।

৮। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? 

উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 'ইছামতি' উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন ।

প্রশ্ন ৯। ‘আম-আঁটির ভেঁপু' গল্পাংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? 

উত্তর : ‘আম-আঁটির ভেঁপু' গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাস থেকে নেওয়া হয়েছে

প্রশ্ন ১০। গোয়ালিনির নাম কী ছিল? 

উত্তর : গোয়ালিনির নাম ছিল স্বর্ণ।

প্রশ্ন ১১। হরিহর কত মাস অন্তর বেতন পায়?

উত্তর : হরিহর দুই তিন মাস অন্তর বেতন পায় ।

প্রশ্ন ১২। দুর্গার বয়স কত?

উত্তর : দুর্গার বয়স দশ-এগারাে বছর ।

প্রশ্ন ১৩। অপুর দিদির নাম কী?

উত্তর : অপুর দিদির নাম দুর্গা।

প্রশ্ন ১৪। ‘আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা কে?

উত্তর : আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন ১৫| আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?

উত্তর : আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।

প্রশ্ন ১৬| হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?

উত্তর :হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল।

প্রশ্ন ১৭। অপুর কাছে কত টাকা দামের পিস্তল ছিল?

উত্তর : অপুর কাছে দুই পয়সা দামের পিস্তল ছিল।

প্রশ্ন ১৮। অপুর খেলনা পিস্তলের দাম কত ছিল?

উত্তর : অপুর খেলনা পিস্তলের দাম ছিল দু’পয়সা।

প্রশ্ন ১৯। অপুর পিঠে কে কিল দিল?

উত্তর : অপুর পিঠে দুর্গা কিল দিল।

প্রশ্ন ২০। “আম-আঁটির ভেঁপু” গল্পটি কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তর : “আম-আঁটির ভেঁপু’ গল্পটি পথের পাঁচালী’ উপন্যাসের অন্তর্গত।

প্রশ্ন ২১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে বরণ করেন?

উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ২২। নাটাফল কী?

উত্তর : নাটাফল হচ্ছে করঞ্জা ফল।

প্রশ্ন ২৩। ‘জারান’ বা ‘জারা’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘জারান’ বা ‘জারা’ শব্দের অর্থ হলাে জীর্ণ করা, কুচি কুচি করা।

প্রশ্ন ২৪। হরিহরের পুত্রের নাম কী?

উত্তর : হরিহরের পুত্রের নাম অপু।

প্রশ্ন ২৫। খাপরা দিয়ে কী খেলা হয়?

উত্তর : খাপরা দিয়ে গঙ্গা-যমুনা খেলা হয়।

প্রশ্ন ২৬। হরিহরের স্ত্রীর নাম কী?

উত্তর : হরিহরের স্ত্রীর নাম সর্বজয়া।

প্রশ্ন ২৭। অপুর চোখগুলাে কেমন?

উত্তর : অপুর চোখগুলাে বেশ ডাগর ডাগর ।

প্রশ্ন ২৮। দুর্গার হাতের নারিকেল মালায় কী ছিল?

উত্তর : দুর্গার হাতের নারিকেল মালায় কচি আম কাটা ছিল।

প্রশ্ন ২৯। কাদের বাড়ির চারদিকে জল?

উত্তর : দুর্গাদের বাড়ির চারদিকে জঞ্জাল।

প্রশ্ন ৩০। রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া কী কাটতে বসল?

উত্তর : রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া শসা কাটতে বসল।

প্রশ্ন ৩১। কী খেয়ে দাত টক হয়ে গেছে?

উত্তর : আম খেয়ে দাত টক হয়ে গেছে।

প্রশ্ন ৩২। কে গাই দুইতে এলাে?

উত্তর : স্বর্ণ গােয়ালিনী গাই দুইতে এলাে।

প্রশ্ন ৩৩। কাকুড়তলির আমগাছ কাদের?

উত্তর : কঁকুড়তলির আমগাছ পটলিদের।

প্রশ্ন ৩৪। হরিহর কত মাস অন্তর বেতন পায়?

উত্তর : হরিহর দু-তিন মাস অন্তর বেতন পায়।

আর্টিকেলের শেষকথাঃ আম আঁটির ভেঁপু ছোট প্রশ্ন উত্তর  আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আমরা এতক্ষন জেনে নিলাম আম আঁটির ভেঁপু ছোট প্রশ্ন উত্তর  আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ