৩৬টি আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | আমার পরিচয় কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | আমার পরিচয় কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | আমার পরিচয় কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

৩৬টি আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
৩৬টি আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর- আমার পরিচয়

প্রশ্ন ১। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে? 

উত্তর : বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ।

প্রশ্ন ২। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?

উত্তর : বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ 

প্রশ্ন ৩। চর্যাপদ কে আবিষ্কার করেন? 

উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন । 

প্রশ্ন ৪। ‘কৈবর্ত বিদ্রোহ' কার বিরুদ্ধে হয়েছিল? 

উত্তর : 'কৈবর্ত বিদ্রোহ হয়েছিল মহীপালের বিরুদ্ধে।  

প্রশ্ন ৫। দেশের স্বাধীনতার জন্য প্রথম কোন বাঙালি শহিদ হন ? 

উত্তর : দেশের স্বাধীনতার জন্য প্রথম ‘তিতুমীর' শহিদ হন ।

প্রশ্ন ৬। কে, কত সালে পালযুগের সূচনা করে?

উত্তর : গোপাল পাল ৭৫০ সালে রাজ্য শাসনের মধ্য দিয়ে পালযুগের সূচনা করেন ।

প্রশ্ন ৭। কবি কোন অক্ষরগুলো থেকে এসেছেন?

উত্তর : কবি চর্যাপদের অক্ষরগুলো থেকে এসেছেন ।

প্রশ্ন ৮। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শনের নাম কী ?

উত্তর : বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শনের নাম চর্যাপদ।

প্রশ্ন ৯। বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?

উত্তর : বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানায় পাহাড়পুর গ্রামেপ্রাচীন বৌদ্ধবিহার অবস্থিত।

প্রশ্ন ১০ । ‘দেউল’ অর্থ কী?

উত্তর : ‘দেউল’ অর্থ দেবালয় ।

প্রশ্ন ১১। বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে?

উত্তর : বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

প্রশ্ন ১২। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?

উত্তর : বাংলা সাহিত্যের আদি নিদর্শন ‘চর্যাপদ’।

প্রশ্ন ১৩। চর্যাপদ কে আবিষ্কার করেন?

উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন।

প্রশ্ন ১৪। ‘কৈবর্ত বিদ্রোহ’ কার বিরুদ্ধে হয়েছিল?

উত্তর : কৈবর্ত বিদ্রোহ হয়েছিল মহীপালের বিরুদ্ধে।

প্রশ্ন ১৫। পায়ের আওয়াজ পাওয়া যায় কী ধরনের গ্রন্থ?

উত্তর : পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত বিখ্যাত কাব্যনাটক।

প্রশ্ন ১৬। মহুয়ার পালা কী?

উত্তর : ‘মহুয়ার পালা’ মৈমনসিংহ গীতিকার অন্যতম একটি পালা।

প্রশ্ন ১৭। কবি কোন যুগের চিত্রকলা থেকে আসার কথা বলেছেন?

উত্তর : কবি পালযুগের চিত্রকলা থেকে আসার কথা বলেছেন।

প্রশ্ন ১৮। ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?

উত্তর : বৃষ্টি ও বিদ্রোহীগণ’ সৈয়দ শামসুল হকের একটি উপন্যাস।

প্রশ্ন ১৯। দেউল’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘দেউল’ শব্দের অর্থ ‘দেবালয়।

প্রশ্ন ২০। ‘মহুয়ার পালা’ কী?

উত্তর : ‘মহুয়ার পালা’ হলাে মৈমনসিংহ গীতিকার একটি পালা।

প্রশ্ন ২১। ‘আমার পরিচয়’ কবিতায় উদ্ধৃত কমলার দীঘি কী?

উত্তর : মৈমনসিংহ গীতিকার একটি পালা।

প্রশ্ন ২২। আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?

উত্তর : আমার পরিচয়’ কবিতায় পালযুগের চিত্রকলার কথা বলা হয়েছে।

প্রশ্ন ২৩। সৈয়দ শামসুল হক কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর : সৈয়দ শামসুল হক ১৯৩৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২৪। আমার পরিচয়কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

উত্তর : আমার পরিচয় কবিতা ‘কিশাের কবিতা সমগ্র’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

প্রশ্ন ২৫। চর্যাপদের পাণ্ডুলিপি কে উদ্ধার করেন?

উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন।

প্রশ্ন ২৬। চাঁদ সওদাগরের বাণিজ্য কোন ধরনের কাহিনি?

উত্তর : চাঁদ সওদাগরের বাণিজ্য হলাে লােককাহিনি।

প্রশ্ন ২৭। কত খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়?

উত্তর : আনুমানিক ১০৭০-১০৭৭ খ্রিষ্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়।

প্রশ্ন ২৮। পালযুগের সূচনা কত খ্রিষ্টাব্দে?

উত্তর : পালযুগের সূচনা ৭৫০ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন ২৯। পাহাড়পুরের বৌদ্ধবিহার কত সালে আবিষ্কৃত হয়? 

উত্তর : পাহাড়পুরের বৌদ্ধবিহার ১৮৭৯ সালে আবিষ্কৃত হয়।

প্রশ্ন ৩০। সােনামসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : সােনামসজিদ রাজশাহীর চাপাইনবাবগঞ্জে অবস্থিত।

প্রশ্ন ৩১।  বড় সােনামসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : বড় সােনামসজিদ ভারতের গৌড়ে অবস্থিত।

প্রশ্ন ৩২। তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : তিতুমীর ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৩৩। ফরায়েজি আন্দোলনের নেতা কে?

উত্তর : হাজী শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের নেতা।

প্রশ্ন ৩৪। কত সালে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়?

উত্তর : ১৯০৮ সালে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়।

প্রশ্ন ৩৫। সূর্য সেনকে কী বলে ডাকা হয়?

উত্তর : সূর্য সেনকে মাস্টার দা’ বলে ডাকা হয়।

প্রশ্ন ৩৬। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়?

উত্তর : ১৯৩৪ সালে সূর্য সেনের ফাঁসি হয়।

আর্টিকেলের শেষকথাঃ আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | আমার পরিচয় কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

আমরা এতক্ষন জেনে নিলাম আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন | আমার পরিচয় কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ