৬০ টি বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন | Bohipir Natoker Short Question

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন

বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন
বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-বহিপীর

প্রশ্ন ১। বহিপীরের বয়স কত বছর?

উত্তর : বহিপীরের বয়স পঞ্চাশের কিছু বেশি।

প্রশ্ন ২। সূর্যাস্ত আইন কখন প্রণীত হয়?

উত্তর : সূর্যাস্ত আইন ১৭৯৩ সালে প্রণীত হয় ।

প্রশ্ন ৩। এরিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন? 

উত্তর : এরিস্টটল নাটকে তিনটি ঐক্যের কথা বলেছেন।

প্রশ্ন ৪। নাটকের প্রাণ কী?

উত্তর : নাটকের প্রাণ হলো— সংলাপ ।

প্রশ্ন ৫। “বদান্যতার জোরে জান যায় মানুষের”— উক্তিটি কার?

উত্তর : “বদান্যতার জোরে জান যায় মানুষের”- উক্তিটি হাশেমের 

প্রশ্ন ৬। “একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে"- উক্তিটি কার?

উত্তর :  “একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে"- উক্তিটি হাশেমের।

প্রশ্ন ৭। হাতেমের বাল্যবন্ধুর নাম কী?

উত্তর : হাতেম আলির বন্ধুর নাম আনোয়ার উদ্দিন । 

প্রশ্ন ৮। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

উত্তর : হাতেম আলির জমিদারি ছিল রেশমপুরে।

প্রশ্ন ৯। হাশেমের চোখে কান্না এলো কার কথা ভেবে? 

উত্তর : হাশেমের চোখে কান্না এলো তার পিতার কথা ভেবে । 

প্রশ্ন ১০। শহরে বহিপীরের কয়জন মুরিদ আছেন?

উত্তর : শহরে বহিপীরের জনা তিনেক মুরিদ আছেন । 

প্রশ্ন ১১। সর্বদা বহিপীরের কী করার অভ্যাস?

উত্তর : সর্বদা বহিপীরের ওয়াজ-নছিহত করার অভ্যাস । 

প্রশ্ন ১২। প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব কার?

উত্তর : প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তর ।

প্রশ্ন ১৩। কলকাতায় প্রথম মঞ্চনাটকের আয়োজন করেন কে? 

উত্তর : কলকাতায় প্রথম মঞ্চ নাটকে আয়োজন করেন হেরাসিম স্পেপানভিচ্ লেবেদেফ ।

প্রশ্ন ১৪। তাহেরার মতে পীর সাহেব কেমন লোক?

উত্তর : তাহেরার মতে পীর সাহেব বুদ্ধিমান লোক ।

প্রশ্ন ১৫। সামান্য স্নেহ না থাকলে কী মারা যায়? 

উত্তর: সামান্য স্নেহ না থাকলে রূহ মারা যায়। 

প্রশ্ন ১৬। "বাহপীর' নাটকে তাহেরাকে বিশ শতকের প্রারম্ভে কোন ধরনের প্রতীকী চরিত্র বলে আখ্যায়িত করা হয়েছে?

উত্তর : 'বহিপীর' নাটকে তাহেরাকে বিশ শতকের প্রারম্ভে নারী। অধিকার ও জাগরণের প্রতীকী চরিত্র বলে আখ্যায়িত করা হয়েছে। 

প্রশ্ন ১৭। কোন আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছিল?

উত্তর : সূর্যাস্ত আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছিল। 

প্রশ্ন ১৮। হাতেম আলির বাল্যবন্ধুর কাছে যাওয়ার কারণ কী? 

উত্তর : হাতেম আলির বাল্যবন্ধুর কাছে যাওয়ার কারণ জমিদারি রক্ষায় তার কাছ থেকে টাকা ধার করা।

প্রশ্ন ১৯। মানসিক যন্ত্রণা কিসের চেয়ে কষ্টকর?

উত্তর : মানসিক যন্ত্রণা কঠিন অসুখের চেয়ে কষ্টকর । 

প্রশ্ন ২০। সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি ?

 উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্পগ্রন্থ 'নয়নচারা'। 

প্রশ্ন ২১। হাতেম আলির বাল্যবন্ধুর নাম কী? 

উত্তর : হাতেম আলির বাল্যবন্ধুর নাম আনোয়ারউদ্দিন । 

প্রশ্ন ২২। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? 

উত্তর : সূর্যাস্ত আইন ১৭৯৩ সালে প্রণীত হয়। 

প্রশ্ন ২৩। কোন ঘাটে জমিদারের বজরা থেমেছিল?

উত্তর : ডেমরা ঘাটে জমিদারের বজরা থেমেছিল । 

প্রশ্ন ২৪। বহিপীর হাতেম আলিকে কী শর্ত দিয়েছিল?

উত্তর : বহিপীর হাতেম আলিকে শর্ত দিয়েছিল তাহেরাকে তার হাতে তুলে দিতে হবে ।

প্রশ্ন ২৫। কালের ঐক্য বলতে আমরা কী বুঝি?

উত্তর : কালের ঐক্য বলতে আমরা বুঝি নাটকটি মঞ্চে যতক্ষণ ধরে অভিনীত হবে, ততটুকু সময়ের মধ্যে যা ঘটা সম্ভব নাটকে শুধু তাই ঘটানো।

প্রশ্ন ২৬। ‘খোদার ভেদ বোঝা সত্যই মুশকিল'- উক্তিটি কার? 

উত্তর : 'খোদার ভেদ বোঝা সত্যই মুশকিল'- উক্তিটি বহিপীরের। 

প্রশ্ন ২৭। বহিপীরকে 'বহিপীর' বলার কারণ কী?

উত্তর : বহিপীর সব সময় বইয়ের ভাষায় কথা বলে বিধায় তাকে 'বহিপীর' বলা হয়।

প্রশ্ন ২৮। বহিপীরের বাড়ি কোন জেলায়?

উত্তর : বহিপীরের বাড়ি সুনামগঞ্জ জেলায় ।

প্রশ্ন ২৯। নাটকের উপাদান কয়টি?

উত্তর : নাটকের উপাদান ৪টি।

প্রশ্ন ৩০। তাহেরার চাচাত ভাই কেঁদেছিল কেন?

উত্তর : তাহেরার চাচাত ভাই ভয়ে আর ক্ষুধায় কেঁদেছিল

প্রশ্ন ৩১। 'বহিপীর' নাটকটি কিসের বিশ্বস্ত দলিল?

উত্তর : 'বহিপীর' নাটকটি বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীরপ্রথার একটি বিশ্বস্ত দলিল ৷

প্রশ্ন ৩২। হাতেম আলি শহরে এসেছিলেন কেন?

উত্তর : হাতেম আলি শহরে এসেছিলেন জমিদারি রক্ষার জন্য অর্থ সংগ্রহ করতে।

প্রশ্ন ৩৩। ‘বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?

উত্তর : 'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি হাশেমের।

প্রশ্ন ৩৪। বহিপীরের বাড়ি কোথায়? 

উত্তর : বহিপীরের বাড়ি সুনামগঞ্জে।

প্রশ্ন ৩৫। বহিপীরের বয়স কত?

উত্তর : বহিপীরের বয়স পঞ্চাশের কিছু বেশি।

প্রশ্ন ৩৬। 'বহিপীর' নাটকটির রচনাকাল কত?

উত্তর : বি. দ্র. : 'বহিপীর' নাটকটির রচনাকাল বইটিতে উল্লেখ নেই। প্রকাশকাল হলো ১৯৬০ খ্রিস্টাব্দ।

প্রশ্ন ৩৭। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

উত্তর : হাতেম আলির জমিদারি ছিল রেশমপুরে।

প্রশ্ন ৩৮। হাশেম আলি কিসের ব্যবসায় করতে চেয়েছিল?

উত্তর : হাশেম আলি ছাপাখানার ব্যবসায় করতে চেয়েছিল।

প্রশ্ন ৩৯। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি? [

উত্তর : 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর।

প্রশ্ন ৪০। বহিপীরের বাড়ি কোন জেলায়? 

উত্তর : বহিপীরের বাড়ি সুনামগঞ্জ জেলায়। 

প্রশ্ন ৪১। তাহেরা কোন ঘাট থেকে বজরায় উঠেছিল? 

উত্তর : তাহেরা ডেমরা ঘাট থেকে বজরায় উঠেছিল।

প্রশ্ন ৪২। হাশেমের চোখে কান্না এলো কার কথা ভেবে? 

উত্তর : হাশেমের চোখে কান্না এলো তার বাবার কথা ভেবে।

প্রশ্ন ৪৩। জমিদার হাতেম আলি শহরে কার কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছেন?

উত্তর : জমিদার হাতেম আলি শহরে তার বাল্যবন্ধু আনোয়ারউদ্দিনের কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছেন।

প্রশ্ন ৪৪। 'বহিপীর' নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর : ‘বহিপীর' নাটক ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। 

প্রশ্ন ৪৫। নাটকের প্রাণ কোনটি?

উত্তর : নাটকের প্রাণ হলো সংলাপ ।

প্রশ্ন ৪৬। হাতেম আলির বন্ধুটির নাম কী?

উত্তর : হাতেম আলির বন্ধুটির নাম আনোয়ারউদ্দিন।

প্রশ্ন ৪৭। 'ছোট মুখে বড় কথা'- 'বহিপীর' নাটকে উক্তিটি কার ছিল? 

উত্তর : 'ছোট মুখে বড় কথা'- 'বহিপীর' নাটকে উক্তিটি হকিকুল্লাহর। 

প্রশ্ন ৪৮। 'বহিপীর' নাটকটি কত সালে পুরস্কার লাভ করে?

উত্তর : 'বহিপীর' নাটকটি ১৯৫৫ সালে পুরস্কার লাভ করে। 

প্রশ্ন ৪৯। 'বহিপীর' নাটকে ডেমরাঘাট থেকে উদ্ধার করা মেয়েটির নাম কী? 

উত্তর : 'বহিপীর' নাটকে ডেমরাঘাট থেকে উদ্ধার করা মেয়েটির নাম তাহেরা।

প্রশ্ন ৫০। “কিন্তু আমাদের বজরায় কী হচ্ছে বুঝতে পারছি না"- উক্তিটি কার?

উত্তর : “কিন্তু আমাদের বজরায় কী হচ্ছে বুঝতে পারছি না”- উক্তিটি জমিদারগিন্নি খোদেজার।

প্রশ্ন ৫১। বহিপীরের সহকারী কে ছিল?

উত্তর : বহিপীরের সহকারী ছিল হকিকুল্লাহ্ ।

প্রশ্ন ৫২। হাতেম আলি কোথাকার জমিদার ছিলেন?

উত্তর : হাতেম আলি রেশমপুরের জমিদার ছিলেন। 

প্রশ্ন ৫৩। বহিপীরের বাড়ি কোন জেলায় ?

উত্তর : বহিপীরের বাড়ি সুনামগঞ্জ জেলায় ।

প্রশ্ন ৫৪। 'বহিপীর' নাটকের শেষ সংলাপটি কার ?

উত্তর : 'বহিপীর' নাটকের শেষ সংলাপটি বহিপীরের।

প্রশ্ন ৫৫। পীর সাহেব বইয়ের ভাষায় কথা বলেন কেন?

উত্তর : দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলার সমস্যা এড়িয়ে চলার জন্য পীর সাহেব বইয়ের ভাষায় কথা বলেন ।

প্রশ্ন ৫৬। তাহেরার বিয়েকে হাশেম জায়েজ মনে করে না কেন? 

উত্তর : তাহেরার অমতে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেওয়ায় হাশেম তাহেরার বিয়েকে জায়েজ মনে করে না 

প্রশ্ন ৫৭। বহিপীরের প্রথম স্ত্রী কত বছর আগে ইন্তেকাল করেন?

উত্তর : বহিপীরের প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে ইন্তেকাল করেন ।

প্রশ্ন ৫৮। তাহেরার বাড়িতে কে আছে? 

উত্তর : তাহেরার বাড়িতে সত্মা এবং বাবা আছে।

প্রশ্ন ৫৯। বহিপীর কিসের ভাষায় কথাবার্তা বলেন?

উত্তর : বহিপীর বইয়ের ভাষায় কথাবার্তা বলেন। 

প্রশ্ন ৬০। বহিপীরের নাম 'বহিপীর' হলো কেন? 

উত্তর : বহিপীর বইয়ের ভাষায় কথা বলতেন বলে তার নাম 'বহিপীর হয়।

আর্টিকেলের শেষকথাঃ বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন

আমরা এতক্ষন জেনে নিলাম বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ