bangla data

৪৬ টি বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | বই পড়া সংক্ষিপ্ত প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | বই পড়া সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | বই পড়া সংক্ষিপ্ত প্রশ্ন

বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন  বই পড়া সংক্ষিপ্ত প্রশ্ন
বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন  বই পড়া সংক্ষিপ্ত প্রশ্ন

 এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর- বই পড়া

প্রশ্ন ১। যথার্থ গুরুর কাজ কী?

উত্তর : যথার্থ গুরুর কাজ শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা।

প্রশ্ন ২। সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী?

উত্তর : সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো জাি জীবনীশক্তি হ্রাস করা ।

প্রশ্ন ৩ । যথার্থ শিক্ষিত হতে হলে কী দরকার? -

উত্তর : যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার । 

প্রশ্ন ৪। ‘কেতাবি' অর্থ কী?

উত্তর : ‘কেতাবি' অর্থ কেতাব অনুসরণ করে চলে যারা। 

প্রশ্ন ৫। মনের দাবি রক্ষা না করলে কী বাঁচে না? 

উত্তর : মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।

প্রশ্ন ৬। কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে কেন? 

উত্তর : কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে প্রচলিত শিক্ষার দোষে 

প্রশ্ন ৭। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী ?

উত্তর : প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল'।

প্রশ্ন ৮। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

উত্তর : বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী ।

প্রশ্ন ৯। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?

উত্তর : মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া।

প্রশ্ন ১০। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কী?

উত্তর : শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্যচর্চা।

প্রশ্ন ১১ । সুশিক্ষিত লোক মাত্রই কী?

উত্তর : সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ।

১২. প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : প্রমথ চৌধুরী ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন।

১৩. প্রমথ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে?

উত্তর : প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে।

১৪. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?

উত্তর : মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া।

১৫. প্রমথ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ-দারিদ্র্যের দেশে প্রধান সমস্যা কী?

উত্তর : প্রমথ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ-দারিদ্র্যের দেশে প্রধান সমস্যা হলো সুন্দর জীবন ধারণ করা।

১৬. আমরা কিসের রস উপভোগ করতে প্রস্তুত নই?

উত্তর : আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই।

১৭. কী লাভের জন্য আমরা সকলে উদ্বাহু?

উত্তর : শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু।

১৮. শিক্ষা আমাদের কী দূর করবে বলে আমরা বিশ্বাস করি?

উত্তর : শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে বলে আমরা বিশ্বাস করি।

১৯. প্রমথ চৌধুরীর মতে কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ?

উত্তর : প্রমথ চৌধুরীর মতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্যচর্চা।

২০. ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না?

উত্তর : ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না।

২১. ডেমোক্রেসি কেবল কিসের সার্থকতা বোঝে?

উত্তর : ডেমোক্রেসি কেবল অর্থের সার্থকতা বোঝে।

২২. ডেমোক্রেসির শিষ্যরা সকলেই কী হতে চায়?

উত্তর : ডেমোক্রেসির শিষ্যরা সকলেই বড় মানুষ হতে চায়।

২৩. ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির কী আত্মসাৎ করেছি?

উত্তর : ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির দোষগুলো আত্মসাৎ করেছি।

২৪. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে?

উত্তর : আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপর পড়েছে।

২৫. কিসে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়?

উত্তর : সাহিত্যে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়।

২৬. কী করা ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই?

উত্তর : বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।

২৭. আমরা দাতার মুখ চেয়ে কার কথা একেবারেই ভুলে যাই?

উত্তর : আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথা একেবারেই ভুলে যাই।

২৮. শিক্ষকের সার্থকতা কিসে?

উত্তর : শিক্ষকের সার্থকতা ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়।

২৯. ‘বই পড়া’ প্রবন্ধে কাকে উত্তরসাধক বলা হয়েছে?

উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধে গুরু অর্থাৎ শিক্ষককে উত্তরসাধক বলা হয়েছে।

৩০. কোথায় লোকে স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?

উত্তর : লাইব্রেরিতে লোকে স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়।

৩১. প্রমথ চৌধুরী লাইব্রেরিকে কিসের হাসপাতাল বলে অভিহিত করেছেন?

উত্তর : প্রমথ চৌধুরী লাইব্রেরিকে মনের হাসপাতাল বলে অভিহিত করেছেন।

৩২. মুসলমান ধর্মে মানবজাতি কয়ভাগে বিভক্ত?

উত্তর : মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত।

৩৩. কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে কিসের দলে ফেলে দিই?

উত্তর : কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই।

৩৪. কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না?

উত্তর : উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না।

৩৫. প্রমথ চৌধুরীর মতে, কিসের দাবি রক্ষা না করলে আমাদের আত্মা বাঁচে না?

উত্তর : প্রমথ চৌধুরীর মতে, মনের দাবি রক্ষা না করলে আমাদের আত্মা বাঁচে না।

৩৬. মনকে কেমন রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তিলাভ করে না?

উত্তর : মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তিলাভ করে না।

৩৭. ‘উদ্বাহু’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘উদ্বাহু’ শব্দের অর্থ আহ্লাদে হাত ওঠানো।

৩৮. ‘গতাসু’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘গতাসু’ শব্দের অর্থ মৃত।

৩৯. ‘গলাধঃকরণ’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘গলাধঃকরণ’ শব্দের অর্থ গিলে ফেলা।

৪০. ‘করদানি’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘করদানি’ শব্দের অর্থ বাহাদুরি।

৪১. ‘প্রচ্ছন্ন’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘প্রচ্ছন্ন’ শব্দের অর্থ গোপন।

৪২. ‘জীর্ণ’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘জীর্ণ’ শব্দের অর্থ হজম।

৪৩. ‘উদরপূর্তি’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘উদরপূর্তি’ শব্দের অর্থ পেট ভরানো।

৪৪. ‘কেতাবি’ বলা হয় কাদের?

উত্তর : ‘কেতাবি’ বলা হয় যারা কেতাব অনুসরণ করে চলে।

৪৫. কর্ণ কিসের জন্য প্রবাদতুল্য মানুষ?

উত্তর : কর্ণ দানের জন্য প্রবাদতুল্য মানুষ।

৪৬. ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে?

উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর ‘প্রবন্ধ সংগ্রহ’ থেকে নির্বাচন করা হয়েছে।

আর্টিকেলের শেষকথাঃ বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | বই পড়া সংক্ষিপ্ত প্রশ্ন

আমরা এতক্ষন জেনে নিলাম বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | বই পড়া সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ