৪৩টি প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন  প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন  প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

 এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-প্রবাস বন্ধু

প্রশ্ন ১। ব্রহ্মর শব্দটির অর্থ কী?

উত্তর : ‘ব্ৰহ্মর’ শব্দের অর্থ তালুর কেন্দ্রবর্তী ছিদ্র।

প্রশ্ন ২। চিনেমাটির ডাবরে কী ভেসে উঠেছে?

উত্তর : চিনেমাটির ডাবরে দুটো পান্তুয়া ভেসে উঠেছে।

প্রশ্ন ৩। সৈয়দ মুজতবা আলীর পিতার নাম কী?

উত্তর : সৈয়দ মুজতবা আলীর পিতার নাম সিকান্দর আলী।

প্রশ্ন ৪। সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 

উত্তর : সৈয়দ মুজতবা আলী ১৯০৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। 

প্রশ্ন ৫। সৈয়দ মুজতবার পিতার নাম কী?

উত্তর : সৈয়দ মুজতবার পিতার নাম সিকান্দর আলী।

প্রশ্ন ৬। কোন কলেজে অধ্যাপনা দিয়ে সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয়? 

উত্তর : কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়।

প্রশ্ন ৭ সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৮। খাজামোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে?

উত্তর : খাজামােল্লা গ্রাম কাবুল থেকে আড়াই মাইল দূরে।

প্রশ্ন ৯। লেখকের কাজের লােকের নাম কী?

উত্তর : লেখকের কাজের লােকের নাম আবদুর রহমান।

প্রশ্ন ১০। মন্ত্রীর দফতরে ঝগড়া-বচসা করেন কে?

উত্তর : অধ্যক্ষ জিরার মন্ত্রীর দফতরে ঝগড়া-বচসা করেন।

প্রশ্ন ১১। কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?

উত্তর : কাবুল শহরে লেখক দুটি নরদানব দেখেছেন।

প্রশ্ন ১২। আবদুর রহমানকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর : আবদুর রহমানকে লেখক নরদানবের সঙ্গে তুলনা করেছেন।

প্রশ্ন ১৩। আবদুর রহমানের উচ্চতা কত?

উত্তর : আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি।

প্রশ্ন ১৪। আবদুর রহমানের পায়ের আকৃতি কেমন?

উত্তর : আবদুর রহমানের পায়ের আকৃতি ডিঙি নৌকার মতাে।

প্রশ্ন ১৫। কার নাক এবড়াে-থেবড়াে?

উত্তর : আবদুর রহমানের নাক এবড়াে-থেবড়াে।

প্রশ্ন ১৬। লেখক আবদুর রহমানের চামড়া ফাটা চেহারার সঙ্গে কিসের তুলনা করেছেন?

উত্তর: আবদুর রহমানের চামড়া ফাটা চেহারার সঙ্গে আফগানিস্তানের রিলিফ ম্যাপের তুলনা করেছেন।

প্রশ্ন ১৭। কে ভীমসেনের মতাে রান্না করবে?

উত্তর : আবদুর রহমান ভীমসেনের মতাে রান্না করবে।

প্রশ্ন ১৮। আবদুর রহমান আগে কোথায় কাজ করেছে?

উত্তর : আবদুর রহমান আগে পল্টন মেসে কাজ করেছে।

প্রয় ১৯। বরফ কোন পাহাড় থেকে আসে?

উত্তর : বরফ পাগমানের পাহাড় থেকে আসে।

প্রশ্ন ২০। পর্বতপ্রমাণ বােঝা বয়ে কে ফিরে আসছে?

উত্তর : পর্বতপ্রমাণ বোঝা বয়ে আবদুর রহমান ফিরে আসছে।

প্রশ্ন ২১। আবদুর রহমান লেখককে রাতে কোথায় খেতে বলল?

উত্তর : আবদুর রহমান লেখককে রাতে বাড়িতে খেতে বলল।  

প্রশ্ন ২২। টাঙা হাঁকিয়ে বাড়ি ফিরছেন কে?

উত্তর : টাঙা হাঁকিয়ে বাড়ি ফিরছেন অধ্যক্ষ জিরার।

প্রশ্ন ২৩। কাবুল শহরে নিশাচর হতে হলে কিসের প্রয়ােজন?

উত্তর : কাবুল শহরে নিশাচর হতে হলে তাগদ ও হাতিয়ার প্রয়ােজন।

প্রশ্ন ২৪। তাগদ অর্থ কী?

উত্তর : তাগদ অর্থ শক্তি।

প্রশ্ন ২৫। দুম্বার মাংসে কিসের লুকোচুরি খেলার কথা বলা হয়েছে?

উত্তর : দুম্বার মাংসে কিশমিশের লুকোচুরি খেলার কথা বলা হয়েছে।

প্রশ্ন ২৬। শামী কাবাব কী সাইজের ছিল?

উত্তর : শামী কাবাব ছিল বােম্বাই সাইজের।

প্রশ্ন ২৭। লেখকের মতে আবদুর রহমান কতজনের রান্না পরিবেশন করেছে?

উত্তর : লেখকের মতে আবদুর রহমান ছয়জনের রান্না পরিবেশন করেছে।

প্রশ্ন ২৮। অধিক শােকে মানুষ কী হয়?

উত্তর : অধিক শােকে মানুষ পাথর হয়।

প্রশ্ন ২৯। লেখক কী খেতে পছন্দ করেন না?

উত্তর : লেখক খেতে মিষ্টি পছন্দ করেন না।

প্রশ্ন ৩০। আফগানিস্তানে কোনটি মশহুর?

উত্তর : আফগানিস্তানে বাগেবালার বরফি আঙুর মশহুর।

প্রশ্ন ৩১। মেয়েরা আচারের জন্য কাগজি লেবু কোথায় ঘষে?

উত্তর : মেয়েরা আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষে ।

প্রশ্ন ৩২। কাবুলিরা কয় পেয়ালা চা খায়?

উত্তর : কাবুলিরা ছয় পেয়ালা চা খায়।

প্রশ্ন ৩৩। কাবুলের হাওয়া কিসের মতাে?

উত্তর : কাবুলের হাওয়া আতশবাজির হল্কার মতাে।

প্রশ্ন ৩৪। কোথায় আস্ত দুম্বা খেয়ে পানি খেলে আবার ক্ষিধে লাগে?

উত্তর : পানশিরে আস্ত দুম্বা খেয়ে পানি খেলে আবার ক্ষিধে লাগে।

প্রশ্ন ৩৫। তাজি ঘােড়াকে হার মানিয়ে কী ছুটে চলে?

উত্তর : তাজি ঘােড়াকে হার মানিয়ে বরফের গুঁড়াে ছুটে চলে।

প্রশ্ন ৩৬। কোথায় বরফের পাজা কম্বলের মতাে ওম দেয়?

উত্তর : পানশিরে বরফের পাজা কম্বলের মতাে ওম দেয়।

প্রশ্ন ৩৭। কোথায় এক দম নিলে এক বছর আয়ু বাড়ে?

উত্তর : পানশিরে এক দম নিলে এক বছর আয়ু বাড়ে।

প্রশ্ন ৩৮। লেখক শীতকাল কোথায় কাটাবেন বলেছেন?

উত্তর : লেখক শীতকাল পানশিরে কাটাবেন বলেছেন।

প্রশ্ন ৩৯। ‘ও রভােয়া’ অর্থ কী?

উত্তর : ‘ও রভােয়া’ অর্থ আবার দেখা হবে।

প্রশ্ন ৪০। হরফন-মৌলা' অর্থ কী?

উত্তর : ‘হরফন-মৌলা' অর্থ সকল কাজের কাজি ।

প্রশ্ন ৪১। ‘প্রবাস বন্ধু' গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?

উত্তর : ‘প্রবাস বন্ধু' গল্পটি লেখকের ‘দেশে বিদেশে' গ্ৰন্থ থেকে গৃহীত ।

প্রশ্ন ৪২। পানশির কোথায় অবস্থিত? 

উত্তর : পানসির উত্তর আফগানিস্তানে অবস্থিত।

প্রশ্ন ৪৩। অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর : অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন

প্রশ্ন ৪৪। লেখক কোন গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন? 

উত্তর : লেখক খাজামোল্লা গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন ।

আর্টিকেলের শেষকথাঃ প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

আমরা এতক্ষন জেনে নিলাম প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন | প্রবাস বন্ধু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ