২৯টি একাত্তরের দিনগুলি সংক্ষিপ্ত প্রশ্ন | একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো একাত্তরের দিনগুলি সংক্ষিপ্ত প্রশ্ন | একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের একাত্তরের দিনগুলি সংক্ষিপ্ত প্রশ্ন | একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন

একাত্তরের দিনগুলি সংক্ষিপ্ত প্রশ্ন  একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন
একাত্তরের দিনগুলি সংক্ষিপ্ত প্রশ্ন  একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর-একাত্তরের দিনগুলি

প্রশ্ন ১। স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্মনাম ছিল?

উত্তর : স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী ছিল আলী যাকেরের ছদ্মনাম ।

প্রশ্ন ২. 'কথিকা' কী?

উত্তর : 'কথিকা' হলো নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা। 

প্রশ্ন ৩। ১৯৭১ সালে মে মাসের কত তারিখ মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল?

উত্তর : ১৯৭১ সালের মে মাসের নয় তারিখ মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল ।

প্রশ্ন ৪। ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে?

উত্তর : ঢাকার ছয় জায়গায় গ্রেনেট ফেটেছে।

প্রশ্ন ৫। জেনারেল নিয়াজী কত জন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে?

উত্তর : নব্বই হাজার ।

প্রশ্ন ৬। ‘কূটকৌশল' শব্দের অর্থ কী?

উত্তর : ‘কূটকৌশল' শব্দের অর্থ হলো চতুরতা বা দুর্বুদ্ধি।

প্রশ্ন ৭। গোয়েবলস কে?

উত্তর : গোয়েবলস্ রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক । 

প্রশ্ন ৮। আলী যাকের কোন ছদ্মনামে ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করতেন?

উত্তর : আলী যাকের আবু মোহাম্মদ আলী ছদ্মনামে ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করতেন।

প্রশ্ন ৯। গোয়েবলস্ কেন আলোচিত?

উত্তর : রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার জন্যে গোয়েবলস্ আলোচিত।

প্রশ্ন ১০। ‘মার্সি পিটিশন' অর্থ কী?

উত্তর : 'মার্সি পিটিশন' অর্থ হলো শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন ।

প্রশ্ন ১১। কত তারিখে ৫৫ জন বুদ্ধিজীবীর নামে বিবৃতি ছাপা হয়? 

উত্তর : ১৯৭১ সালের ১৭ই মে ৫৫ জন বুদ্ধিজীবীর নামে বিবৃতি ছাপা হয়।

প্রশ্ন ১২। গোয়েবলস রাজনীতিতে কী রটনার প্রবর্তক?

উত্তর : গোয়েবলস্ রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক

প্রশ্ন ১৩। আলটিমেটাম শব্দের অর্থ কী ?

উত্তর : আলটিমেটাম শব্দের অর্থ চূড়ান্ত সময় নির্ধারণ।

প্রশ্ন ১৪। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল কী বার ছিল?

উত্তর : ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল বৃহস্পতিবার ছিল ।

প্রশ্ন ১৫। ১৯৭১ সালের ১৩ এপ্রিল কী বার ছিল?

উত্তর : ১৯৭১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার ছিল ।

প্রশ্ন ১৬। জামী কে?

উত্তর : জামী লেখিকার ছােট ছেলে।

প্রশ্ন ১৭। বাবুদের মামার বাড়ি কোথায়?

উত্তর : বাপুর মামার বাড়ি শান্তিনগরে।

প্রশ্ন ১৮। লেখিকার দুলাভাইয়ের বাসা কোথায়?

উত্তর : লেখিকার দুলাভাইয়ের বাসা শান্তিনগরে।

প্রশ্ন ১৯। “কপালে যা আছে, তা হবেই”- কার কথা?

উত্তর : “কপালে যা আছে, তা হবেই”- করিমের কথা

প্রশ্ন ২০। কোন নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছে?

উত্তর : বুড়িগঙ্গা নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছে।

প্রশ্ন ২১। লেখিকা কাদের জানােয়ার বলেছেন?

উত্তর : লেখিকা পাকিস্তানি হানাদারদেরকে নির্মম জানােয়ার বলেছেন।

প্রশ্ন ২২। পড়ালেখার ব্যাপারে রুমী কাকে সাহায্য করবে?

উত্তর : পড়ালেখার ব্যাপারে রুমী জামীকে সাহায্য করবে।

প্রশ্ন ২৩। ১৯৭১ সালের ১৭ মে কী বার ছিল?

উত্তর : ১৯৭১ সালের ১৭ মে সােমবার ছিল ।।

প্রশ্ন ২৪। ‘সালেহ আহমদ’- নামকে কে ছদ্মনাম বলে দাবি করল?

উত্তর : সালেহ আহমদ- নামকে রুমী ছদ্মনাম বলে দাবি করল ।

প্রশ্ন ২৫। শরীফ কে?

উত্তর : শরীফ লেখিকা জাহানারা ইমামের স্বামী

প্রশ্ন ২৬। মার্সি পিটিশন করতে কে রাজি নন?

উত্তর : মার্সি পিটিশন করতে শরীফ রাজি নন।

প্রশ্ন ২৭। ডা. রাব্বি কার ভাতিজা?

উত্তর : ডা. রাব্বি সুজার ভাতিজা ।

প্রশ্ন ২৮। মনিরুজ্জামানের স্ত্রীর নাম কী?

উত্তর : মনিরুজ্জামানের স্ত্রীর নাম ডলি ।

প্রশ্ন ২৯। মিলির স্বামীর নাম কী?

উত্তর : মিলির স্বামীর নাম মতিউর রহমান।

আর্টিকেলের শেষকথাঃ একাত্তরের দিনগুলি সংক্ষিপ্ত প্রশ্ন | একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন

আমরা এতক্ষন জেনে নিলাম একাত্তরের দিনগুলি সংক্ষিপ্ত প্রশ্ন | একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ