লেন্টিকুলার প্রস্বেদন কি

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো লেন্টিকুলার প্রস্বেদন কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের লেন্টিকুলার প্রস্বেদন কি

লেন্টিকুলার প্রস্বেদন কি
লেন্টিকুলার প্রস্বেদন কি

মাদব বাবু অফিস থেকে বাসায় ফেরার পর প্রচণ্ড মাথা ব্যথা, ঘাড় ব্যথা, ও বুক ধড়ধড় অনুভব করেন। তিনি ভয় পেয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে কিছু ঔষুধ ও পরামর্শ প্রদান করলেন ।

ক. স্ট্রোক কী?

খ.লেন্টিকুলার প্রস্বেদন কি?

গ. মাদব বাবুর উক্ত সমস্যাগুলো যে কারণে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো ।

ঘ. মাদব বাবুর সুস্থতায় ডাক্তারের পরামর্শ আলোচনা করো

প্রশ্নের উত্তর

. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণই হলো স্ট্রোক।

. উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয়। এ ছিদ্রের মাধ্যমে পানি বের হয়ে যাওয়াকে লেন্টিকুলার প্রস্বেদন বলে। 

লেন্টিসেলের ভিতরের কোষগুলো আলগাভাবে সজ্জিত থাকে। এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে যায় ।

. উদ্দীপকে উল্লিখিত 'মাদব বাবুর' লক্ষণগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। মাদব বাবুর সমস্যাগুলোর কারণ তথা উচ্চ রক্তচাপের কারণগুলো নিচে উল্লেখ করা হলো- 

-বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে সন্তানদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

-স্নায়ুবিক চাপ এবং ধূমপানের অভ্যাস থাকলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

-দেহের ওজন অতিমাত্রায় বেড়ে গেলে কিংবা খাবারে লবণ ও র্বিযুক্ত খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপ হতে পারে।

-পরিবারের সদস্যদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের পূর্ব ইতিহাস থাকলে উচ্চ রক্তচাপের কারণ হতে পারে ।

. মাদব বাবুর অসুস্থতার লক্ষণগুলো ছিলো উচ্চ রক্তচাপ রোগের লক্ষণ। . মাদব বাবুর সুস্থতায় ডাক্তার যে ধরনের পরামর্শ দিতে পারেন তা হলো-

-সব সময় হাসি খুশি থাকতে হবে, কখনও দুঃশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না ।

-ধূমপান থেকে বিরত থাকতে হবে ।

-দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে ও নিয়মিত ব্যায়াম করতে হবে। 

-চর্বি জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবে হবে।

-খাবারে অতিরিক্ত লবণ না খাওয়া এবং কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।

-টাটকা ফল ও শাক-সবজি খাওয়ার অভ্যাস করতে হবে। 

-নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতে হবে।

আর্টিকেলের শেষকথাঃ লেন্টিকুলার প্রস্বেদন কি

আমরা এতক্ষন জেনে নিলাম লেন্টিকুলার প্রস্বেদন কি যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ