২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: শামসুর রাহমান ১৯২৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ।

 প্রশ্ন-২. ‘দৈনিক বাংলা' পত্রিকার পূর্ব নাম কী?

উত্তর: ‘দৈনিক বাংলা' পত্রিকার পূর্ব নাম ‘দৈনিক পাকিস্তান' ।

প্রশ্ন-৩. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উত্তর: শামসুর রাহমানের প্রথম কবিতা ‘সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন-৪. 'বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ‘বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান । 

প্রশ্ন-৫. কবি শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? 

উত্তর: কবি শামসুর রাহমান ২০০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন । 

মূলপাঠ: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-৬, কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?

উত্তর: কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে ।

প্রশ্ন-৭. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের কথা উল্লেখ রয়েছে? 

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলের কথা উল্লেখ রয়েছে । 

প্রশ্ন-৮, হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে কী বলে মনে হয়?

উত্তর: হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ বলে মনে হয় ।

প্রশ্ন-৯. ‘শহিদের ঝলকিত.... স্মৃতিগন্ধে ভরপুর।' শূন্যস্থানে কী হবে? 

উত্তর: ‘শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিগন্ধে ভরপুর।'

প্রশ্ন-১০. সারাদেশ কাদের অশুভ আস্তানা?

উত্তর: সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা ।

প্রশ্ন-১১. ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? 

উত্তর: ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত ।

প্রশ্ন-১২. 'সালামের চোখে আজ’– কী?

উত্তর: সালামের চোখে আজ আলোচিত ঢাকা । 

প্রশ্ন-১৩. সালামের মুখে কী দেখা যায়?

উত্তর: সালামের মুখে দেখা যায় শ্যামল পূর্ব বাংলা । 

প্রশ্ন-১৪. কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে? 

উত্তর: সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা পড়ে। 

প্রশ্ন-১৫, গাঢ় উচ্চারণে কথা বলে কে?

উত্তর: গাঢ় উচ্চারণে কথা বলে বরকত।

প্রশ্ন-১৬. বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে কাদের রক্তে? 

উত্তর: বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে বীরের রক্তে ।

প্রশ্ন-১৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে? 

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।

■ শব্দার্থ ও টীকা: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ‘কমলবন'কে কীসের প্রতীকরূপে ব্যবহার করেছেন?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি 'কমলবন' প্রতীকটি ব্যবহার করেছেন ।

প্রশ্ন-১৯. ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন?

উত্তর: ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন । 

প্রশ্ন-২০. আসাদুজ্জামান কোন আন্দোলনে শহিদ হন ? 

উত্তর: আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হন।

প্রশ্ন-২১. ‘হরিৎ উপত্যকা' অর্থ কী?

উত্তর: হরিৎ উপত্যকা শব্দের অর্থ— সবুজ প্রান্তর।

■ পাঠ-পরিচিতি : ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-২২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির রচয়িতা কে?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির রচয়িতা শামসুর রাহমান । 

প্রশ্ন-২৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন-২৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন গণজাগরণের পটভূমিতে রচিত? 

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ