২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ।

২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৪টি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: শামসুর রাহমান ১৯২৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ।

 প্রশ্ন-২. ‘দৈনিক বাংলা' পত্রিকার পূর্ব নাম কী?

উত্তর: ‘দৈনিক বাংলা' পত্রিকার পূর্ব নাম ‘দৈনিক পাকিস্তান' ।

প্রশ্ন-৩. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উত্তর: শামসুর রাহমানের প্রথম কবিতা ‘সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন-৪. 'বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ‘বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান । 

প্রশ্ন-৫. কবি শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? 

উত্তর: কবি শামসুর রাহমান ২০০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন । 

মূলপাঠ: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-৬, কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?

উত্তর: কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে ।

প্রশ্ন-৭. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের কথা উল্লেখ রয়েছে? 

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলের কথা উল্লেখ রয়েছে । 

প্রশ্ন-৮, হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে কী বলে মনে হয়?

উত্তর: হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কাছে শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ বলে মনে হয় ।

প্রশ্ন-৯. ‘শহিদের ঝলকিত.... স্মৃতিগন্ধে ভরপুর।' শূন্যস্থানে কী হবে? 

উত্তর: ‘শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিগন্ধে ভরপুর।'

প্রশ্ন-১০. সারাদেশ কাদের অশুভ আস্তানা?

উত্তর: সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা ।

প্রশ্ন-১১. ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? 

উত্তর: ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত ।

প্রশ্ন-১২. 'সালামের চোখে আজ’– কী?

উত্তর: সালামের চোখে আজ আলোচিত ঢাকা । 

প্রশ্ন-১৩. সালামের মুখে কী দেখা যায়?

উত্তর: সালামের মুখে দেখা যায় শ্যামল পূর্ব বাংলা । 

প্রশ্ন-১৪. কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে? 

উত্তর: সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা পড়ে। 

প্রশ্ন-১৫, গাঢ় উচ্চারণে কথা বলে কে?

উত্তর: গাঢ় উচ্চারণে কথা বলে বরকত।

প্রশ্ন-১৬. বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে কাদের রক্তে? 

উত্তর: বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে বীরের রক্তে ।

প্রশ্ন-১৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে? 

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।

■ শব্দার্থ ও টীকা: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ‘কমলবন'কে কীসের প্রতীকরূপে ব্যবহার করেছেন?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি 'কমলবন' প্রতীকটি ব্যবহার করেছেন ।

প্রশ্ন-১৯. ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন?

উত্তর: ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন । 

প্রশ্ন-২০. আসাদুজ্জামান কোন আন্দোলনে শহিদ হন ? 

উত্তর: আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হন।

প্রশ্ন-২১. ‘হরিৎ উপত্যকা' অর্থ কী?

উত্তর: হরিৎ উপত্যকা শব্দের অর্থ— সবুজ প্রান্তর।

■ পাঠ-পরিচিতি : ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-২২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির রচয়িতা কে?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির রচয়িতা শামসুর রাহমান । 

প্রশ্ন-২৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন-২৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন গণজাগরণের পটভূমিতে রচিত? 

উত্তর: ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত।

আর্টিকেলের শেষকথাঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আমরা এতক্ষন জেনে নিলাম ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Follow Our Google News