২২টি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২২টি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২২টি তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কোন নারী কবি? 

উত্তর: বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামাল ।

প্রশ্ন-২. সুফিয়া কামালের জন্মসাল কত?

উত্তর: সুফিয়া কামালের জন্মসাল ১৯১১।

প্রশ্ন-৩. ‘মায়া কাজল’ সুফিয়া কামালের কোন জাতীয় রচনা? 

উত্তর: ‘মায়া কাজল' সুফিয়া কামালের কাব্যগ্রন্থ।

প্রশ্ন-৪. ‘কেয়ার কাঁটা' গ্রন্থটি কার রচনা?

উত্তর: ‘কেয়ার কাঁটা' গ্রন্থটি সুফিয়া কামালের রচনা।

প্রশ্ন-৫. সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

মূলপাঠ: তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-৬. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত ঋতুর আগমনের কথা বলা হয়েছে।

প্রশ্ন-৭. 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি' কার কথা বলা হয়েছে?

উত্তর: ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি' চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।

প্রশ্ন-৮. 'বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?' কে, কাকে এ প্রশ্ন করেছেন? 

উত্তর: 'বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? কবি তাঁর ভক্তকে এ প্রশ্ন করেছেন ।

প্রশ্ন-৯. কবি শীতকে কী রূপে কল্পনা করেছেন?

উত্তর: কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন । 

প্রশ্ন-১০. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর: মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গিয়েছে। 

প্রশ্ন-১১. 'তাহারেই পড়ে মনে' কবিতায় পুষ্পশূন্য কোন পথ? 

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথ। 

প্রশ্ন-১২. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির নীরবতার কারণ কী?

উত্তর: প্রিয়জনের বিয়োগব্যথা 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির নীরবতার কারণ ।

শব্দার্থ ও টীকা: তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১৩. 'অলখ' শব্দের অর্থ কী?

উত্তর: 'অলখ' শব্দের অর্থ— অলক্ষ বা দৃষ্টির অগোচর ।

প্রশ্ন-১৪. 'পাথার' শব্দের অর্থ কী?

উত্তর: ‘পাথার' শব্দের অর্থ— সমুদ্র।

প্রশ্ন-১৫. 'অর্ঘ্য বিরচন' অর্থ কী?

উত্তর: 'অর্ঘ্য বিরচন' শব্দের অর্থ— অঞ্জলি বা উপহার রচনা।

প্রশ্ন-১৬. ‘উত্তরী' শব্দটির অর্থ কী?

উত্তর: ‘উত্তরী' শব্দটির অর্থ চাদর বা উত্তরীয়।

■ পাঠ-পরিচিতি: তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১৭. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কে লিখেছেন?

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কবি সুফিয়া কামাল লিখেছেন। 

প্রশ্ন-১৮. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? 

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশিত হয় । 

প্রশ্ন-১৯. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন-২০. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়? 

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।

প্রশ্ন-২১. 'তাহারেই পড়ে মনে' কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা ।

প্রশ্ন-২২. গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কেমন? 

উত্তর: গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সংলাপনির্ভর ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ