৪২টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর।
![]() |
২৪টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
২৪টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
■ কবি-পরিচিতি
প্রশ্ন-১. আবু জাফর ওবায়দুল্লাহ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৮ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২. আবু জাফর ওবায়দুল্লাহ কীসের জন্য একুশে পদক পান?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ রাষ্ট্রভাষা আন্দোলনবিষয়ক সাহিত্য রচনার জন্যে একুশে পদক পান।
প্রশ্ন-৩. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৭৯ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরুস্কার লাভ করেন।
প্রশ্ন-৪. আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন ২০০১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ।
মূলপাঠ: ২৪টি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে কী ছিল?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।
প্রশ্ন-৬. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় রক্তজবা ফুলের নাম উল্লেখ আছে ।
প্রশ্ন-৭. কার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল?
উত্তর: কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল ।
প্রশ্ন-৮. পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল?
উত্তর: পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল ।
প্রশ্ন-৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষেরা কোন পাহাড়ের কথা বলতেন?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষেরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন ।
প্রশ্ন-১০. অরণ্য ও শ্বাপদের কথা বলতেন কারা?
উত্তর: অরণ্য ও শ্বাপদের কথা বলতেন কবির পূর্বপুরুষেরা।
প্রশ্ন-১১. কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর: কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়।
প্রশ্ন-১২. কর্ষিত জমির কোনটি কবিতা?
উত্তর: কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা
প্রশ্ন-১৩. কে ঝড়ের আর্তনাদ শুনবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে।
প্রশ্ন-১৪. দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
প্রশ্ন-১৫. কে আজন্ম ক্রীতদাস থেকে যাবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
প্রশ্ন-১৬. প্রবহমান নদীর কথা কে বলতেন ?
উত্তর: কবির মা প্রবহমান নদীর কথা বলতেন ।
প্রশ্ন-১৭. কবির কণ্ঠে উচ্চারিত সত্য কীসের মতো?
উত্তর: কবির কণ্ঠে উচ্চারিত সত্য স্বপ্নের মতো ।
প্রশ্ন-১৮, সাঁতার না জানাকে কে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী সাঁতার না জানাকে ভাসিয়ে রাখে।
প্রশ্ন-১৯. প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী 'যে সাঁতার জানে না' তাকে ভাসিয়ে রাখে।
প্রশ্ন ২০. কে সন্তানের জন্য মরতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না ।
প্রশ্ন-২১. যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য কী করতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না ।
প্রশ্ন-২২. কবিতা না শোনা মানুষ হূৎপিণ্ডে কী ধরে রাখতে পারে না?
উত্তর: কবিতা না শোনা মানুষ হূৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না।
প্রশ্ন-২৩. যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না ।
প্রশ্ন-২৪. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত কেন?
উত্তর: পূর্বপুরুষের পিঠে অত্যাচারের আঘাত এখনও তাজা রয়েছে বলে তাদের পিঠে রক্তজবার মতো ক্ষত ।
প্রশ্ন-২৫. পূর্বপুরুষেরা অন্যের অধীনে কীভাবে জীবনধারণ করতেন?
উত্তর: পূর্বপুরুষেরা অন্যের অধীনে ক্রীতদাসের মতো জীবনধারণ করতেন।
প্রশ্ন-২৬. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
উত্তর: যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।
প্রশ্ন-২৭. যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে কী করবে?
উত্তর: যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
প্রশ্ন-২৮. জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?
উত্তর: যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
প্রশ্ন-২৯. যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে কী তাকে সশস্ত্র করবে?
উত্তর: যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
প্রশ্ন-৩০. কবিতায় কী ধরনের সুন্দরের কথা বলা হয়েছে?
উত্তর: কবিতায় সশস্ত্র সুন্দরের কথা বলা হয়েছে।
প্রশ্ন-৩১. সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কী?
উত্তর: সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা ।
প্রশ্ন-৩২. কোথায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা?
উত্তর: জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা ।
প্রশ্ন-৩৩. রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কী বলে?
উত্তর: রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণকে কবিতা বলে ।
প্রশ্ন-৩৪. কবি পূর্বপুরুষদের মতো কোন কথা বলার প্রত্যাশা করেছেন?
উত্তর: কবি পূর্বপুরুষদের মতো স্বাধীনতার কথা বলার প্রত্যাশা করেছেন।
শব্দার্থ ও টীকা
প্রশ্ন-৩৫. ‘কিংবদন্তি' শব্দের অর্থ কী?
উত্তর: ‘কিংবদন্তি' শব্দের অর্থ— জনশ্রুতি ।
প্রশ্ন-৩৬. ‘কিংবদন্তি' শব্দবন্ধটি কীসের প্রতীক?
উত্তর: ‘কিংবদন্তি' শব্দবন্ধটি ঐতিহ্যের প্রতীক
প্রশ্ন-৩৭. ‘বিচলিত স্নেহ' শব্দবন্ধের মানে কী?
উত্তর: ‘বিচলিত স্নেহ' শব্দবন্ধের মানে হলো আপনজনের উৎকণ্ঠা
প্রশ্ন-৩৮. করতল শব্দের অর্থ কী?
উত্তর: ‘করতল' শব্দের অর্থ- হাতের তালু।
পাঠ-পরিচিতি
প্রশ্ন-৩৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ।
প্রশ্ন-৪০. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন-৪১. অভিনবত্ব কী নির্মাণের শর্ত?
উত্তর: অভিনবত্ব চিত্রকল্প নির্মাণের শর্ত ।
প্রশ্ন-৪২. ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি গদ্যছন্দে রচিত।
আর্টিকেলের শেষকথাঃ আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আমরা এতক্ষন জেনে নিলাম আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।