নগরায়ণের উপাদানগুলো কি কি

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নগরায়ণের উপাদানগুলো কি কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নগরায়ণের নিয়ামকসমূহ বর্ণনা কর ।

নগরায়ণের উপাদানগুলো কি কি
নগরায়ণের উপাদানগুলো কি কি

নগরায়ণের উপাদানগুলো কি কি

উত্তর : ভূমিকা : পৃথিবীর বিভিন্ন দেশে নগরায়ণের প্রেক্ষাপট ভিন্ন। কেননা বিশ্বব্যাপী নগরায়ণের ক্রমবিকাশের ধারা পর্যালোচনায় দেখা যায় যে, জনমিতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক প্রযুক্তিগত প্রভৃতি নানাবিধ বিষয় নগরায়ণের সৃষ্টিতে অবদান রাখে । 

→ সাধারণভাবে সব দেশেই প্রধান তিনটি উপায়ে নগরায়ণের সৃষ্টি হয়। এগুলো হলো :

১. গ্রাম থেকে শহরে জনসংখ্যা স্থানান্তর ।

২. পূর্বে গ্রাম ছিল কিন্তু সময়ের প্রয়োজনে মানুষের বসবাসে শহরের সৃষ্টি ।

৩. শহরের জনসংখ্যা বৃদ্ধি পেলে তবে সাধারণভাবে দেখা যায় যে, আমাদের দেশের প্রেক্ষাপটে নগরায়ণের মূল কারণ হলো অভিবাসন (Migration) অর্থাৎ গ্রামের জনগণের শহরে স্থানান্তর। এক্ষেত্রে গ্রামাঞ্চলের জনগণ যখন শহরের জীবন ব্যবস্থায় আকৃষ্ট হয়ে শহরে আগমন করে তখন সেটাকে Pull factor বলে। আবার অন্যদিকে গ্রামে দারিদ্র্য, বেকারত্ব, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার অভাব প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে গ্রামাঞ্চলের জনগণ শহরে আসতে বাধ্য হলে তাকে Push factor বলে।

→ নিম্নে নগরায়ণের কারণ হিসেবে Pull factor ও Push factor ছকের মাধ্যমে দেওয়া হলো :

(ক) Pull factors (আকর্ষণজনিত নিয়ামক) :

১. শহরের আধুনিক, উন্নত ও স্বাচ্ছন্দ্যময় জীবনব্যবস্থা। 

২. কর্মসংস্থানের বৈচিত্র্যতা ও সহজলভ্যতা ।

৩. আধুনিক ও উন্নত চিকিৎসা সংবলিত চিকিৎসাব্যবস্থা। 

৪. উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা ।

৫. আমোদ-প্রমোদ ও চিত্তবিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা। 

৬. বিভিন্ন ধরনের সরকারি সাহায্য সুবিধা। 

৭. বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ-সুবিধা । 

(খ) Push factor (ধাক্কাজনিত নিয়ামক) : 

১. গ্রামীণ দারিদ্র্য ও বেকারত্ব।

২ . অনুন্নত কৃষিব্যবস্থা ও কম উৎপাদনশীলতা ।

৩. শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধার অভাব।

৪. গ্রামীণ প্রভাবশালী ব্যক্তিবর্গের দৌরাত্ম্য ও নির্যাতন। 

৫. গ্রামীণ দ্বন্দ্ব ।

৬. বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি ।

→ সার্বিকভাবে বাংলাদেশের দ্রুত শহরায়ন সম্প্রসারণের প্রধান কারণসমূহ হলো :

১. শিল্পায়ন ।

২. ব্যবসায়-বাণিজ্যের উন্নতি।

৩. শহরে জনসংখ্যার ক্রমবর্ধমান হার ।

৪. উদ্বৃত্ত কৃষি শ্রমিক ।

৫.কর্মসংস্থানের সন্ধানে গ্রামীণ মানুষের শহরে স্থানান্তর ।

৬. উন্নত জীবনের মোহ ।

৭. নগরীয় জনপদে অধিকতর কর্মসংস্থানের সুযোগ । 

৮. বিদেশে কর্মসংস্থানের সুযোগ ।

৯. গ্রাম এলাকায় নদীর ভাঙন ।

১০. আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ।

১১. সামাজিক বিজ্ঞানের সম্প্রসারণ প্রভৃতি ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, শহরায়ন প্রক্রিয়ার উপাদান গোটা শহর বা নগর ব্যবস্থার উন্নয়নে ব্যাপক প্রভাব বিস্তার করে। নগর বা নগরের উন্নয়নে নগরায়ণের উপাদানের গুরুত্ব অপরিসীম ।

আর্টিকেলের শেষকথাঃ নগরায়ণের উপাদানগুলো কি কি

আমরা এতক্ষন জেনে নিলাম নগরায়ণের নিয়ামকসমূহ বর্ণনা কর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ