নওমুসলিম কি | নওমুসলিম কারা | নওমুসলিম অর্থ কি

নওমুসলিম কি | নওমুসলিম কারা | নওমুসলিম অর্থ কি - আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নওমুসলিম কি | নওমুসলিম কারা | নওমুসলিম অর্থ কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নওমুসলিম কি | নওমুসলিম কারা | নওমুসলিম অর্থ কি । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

নওমুসলিম কি  নওমুসলিম কারা  নওমুসলিম অর্থ কি
নওমুসলিম কি  নওমুসলিম কারা  নওমুসলিম অর্থ কি

নওমুসলিম কি | নওমুসলিম কারা | নওমুসলিম অর্থ কি

উত্তর : ভূমিকা : আমির হিশামের উদার ধর্মীয় নীতির কারণে ফকিহদের প্রভাব বৃদ্ধি পায়। হাকামের ঔদ্ধত্যপনার জন্য ফকিহরা নওমুসলিমদের সাথে নিয়ে তার বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন। 

এ আন্দোলন স্পেনের রাজনৈতিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শেষে আমির হাকাম কঠোরতা ও নিষ্ঠুরতার আশ্রয় নিয়ে সকল আন্দোলন দমন করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন।

নওমুসলিমদের পরিচয় : স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর বিভিন্ন সম্প্রদায় ও ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া ব্যক্তিগণই নওমুসলিম নামে পরিচিত। 

ইসলামে দলে দলে দীক্ষিত হওয়া এমন লোকেরা পার্বত্য ও গ্রামীণ এলাকায় তাদের পুরাতন চরিত্র ও প্রচলিত সংস্কৃতি বজায় রাখলেও শহর অঞ্চলে তারা এটি রক্ষা করতে পারেনি। 

খ্রিস্টান ক্রীতদাস ও ভূমিদাসরা ইসলামকে মুক্তি ও সামাজিক স্বাধীনতার উপায় হিসেবে মনে করে সুবিধা লাভের জন্য ইসলাম গ্রহণ করে। “নও মসলিম হিসেবে তারা একটি সামাজিক শ্রেণির উদ্ভব ঘটায় । আরবগণ তাদেরকে ‘মুয়াল্ল- াদুন' বলতো। 

স্পেনীয়রা তাদেরকে ‘মুলয়াদিস' বলতো। কালক্রমে এসব নব দীক্ষিত লোকেরা জনসাধারণের মধ্যে সবচেয়ে বিক্ষুব্ধ অংশে পরিণত হয়। আরব মুসলমানগণ মুয়াল্ল- াদেরকে তাদের তুলনায় নিকৃষ্ট বলে মনে করতো। স্পেনীয় সমাজে তারা অবহেলিত ও ঘৃণিত ছিল। ক্রীতদাস হিসেবে তারা বিবেচিত হতো এবং সরকারি চাকরিতে উচ্চপদ হতে তাদেরকে বঞ্চিত করা হতো। 

যদিও তাদের মধ্যে কতিপয় সম্ভ্রান্ত পরিবারের বংশধর ছিল । আমির হাকামের সময়ে তাদের পরিমাণ বৃদ্ধি পায় । তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন গড়ে তোলে। তারা স্পেনে চলমান ফকিহ আন্দোলনকে সমর্থন দেয়। তাদের উপরও ফকিহদের ব্যাপক প্রভাব ছিল ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্পেনের ইতিহাসের নওমুসলিমরা একটি উল্লেখযোগ্য অধ্যায়। তারা সমাজে অবহেলিত শ্রেণিতে পরিণত হওয়ায় তারা যে আন্দোলন গড়ে তোলে তা আমির হাকামের শাসনামলে প্রকট রূপ ধারণ করে। 

পরবর্তীতে কঠোর হস্তে আমির এ আন্দোলন দমন করে যে নিষ্ঠুরতার পরিচয় দেয় তাও ইতিহাসে মর্মান্তিক হয়ে আছে। "As Neo-Muslims the constituted a social class by themselves called by the Arabs Muwalladun and by the Spaniards Muladies. In course of time these neophytes became the most discontented body in the population." (P.K. Hitti, P-510)

আর্টিকেলের শেষকথাঃ নওমুসলিম কি | নওমুসলিম কারা | নওমুসলিম অর্থ কি

আমরা এতক্ষন জেনে নিলাম নওমুসলিম কি | নওমুসলিম কারা | নওমুসলিম অর্থ কি । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ