পর্নোগ্রাফি কি | পর্নোগ্রাফি মানে কি | পর্নোগ্রাফি বলতে কি বুঝ

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পর্নোগ্রাফি কি | পর্নোগ্রাফি মানে কি | পর্নোগ্রাফি বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের পর্নোগ্রাফি কি | পর্নোগ্রাফি মানে কি | পর্নোগ্রাফি বলতে কি বুঝ । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

পর্নোগ্রাফি কি  পর্নোগ্রাফি মানে কি  পর্নোগ্রাফি বলতে কি বুঝ
পর্নোগ্রাফি কি  পর্নোগ্রাফি মানে কি  পর্নোগ্রাফি বলতে কি বুঝ

পর্নোগ্রাফি কি | পর্নোগ্রাফি মানে কি | পর্নোগ্রাফি বলতে কি বুঝ

উত্তর : ভূমিকা : বিশ্ব আজ জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় উন্নতির শীর্ষ শিখরে অবস্থান করছে। ২০ বছর পূর্বেও যা অকল্পনীয় ছিল তা আজ অতীব সহজ কাজে পরিণত হয়েছে। কিন্তু এতৎসত্ত্বেও কোথায় যেন আজ বিশ্ব পুনরায় আইয়ামে জাহেলিয়ার যুগে ফিরে যাচ্ছে। 

এমনই এক প্রক্রিয়া হলো পর্ণোগ্রাফি, যা আজ সমগ্র বিশ্বে মহামারির আকার ধারণ করেছে, নিম্নে প্রশ্নোলোকে পর্ণোগ্রাফি সম্পর্কে আলোচনা করা হলো ।

→ পর্ণোগ্রাফির পরিচয় : বর্তমান উন্নত সভ্যতার জন্য যে কয়েকটি বিষয় অভিশাপ ও কলঙ্ক হিসেবে বিবেচনা করা হয় তন্মধ্যে পর্ণোগ্রাফি অন্যতম, এর করাল গ্রাসে আজ সমগ্র বিশ্ব দিশেহারা। পর্ণোগ্রাফি হলো মূলত নারীর নগ্ন বা অর্ধনগ্ন ছবি, যৌন উদ্দীপক কোন ছবি, পোস্টার, নারী-পুরুষের সঙ্গমকালীন ছবি বা ভিডিও করে বা ছবি তুলে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা। 

পর্ণোগ্রাফির ফলে আমাদের সমাজ ব্যবস্থায় একটা চরম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। নারীরা ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠান-কর্মস্থল বা রাস্তাঘাট কোথাও নিরাপত্তা বোধ করছে না, সর্বত্রই এক অদৃশ্য চোখ, অদৃশ্য বা গোপন ক্যামেরার চোখ তাকে অনুসরণ করে চলছে। 

পর্ণোগ্রাফি আজ এক ভয়াবহ সামাজিক অভিশাপ ও ব্যাধি হয়ে দেখা দিয়েছে যা গোটা সমাজ ব্যবস্থার দেহে পচন ধরিয়েছে। আর মোবাইল ক্যামেরা, ইন্টারনেট, ফেসবুকের যুগে এই পর্ণোগ্রাফি আরো ভয়াবহ রূপ পরিগ্রহ করছে।

কিশোর-কিশোরী, যুবক-বৃদ্ধ কেউই এই পর্ণোগ্রাফির করাল গ্রাস থেকে নিস্তার পাচ্ছে না। তাছাড়া বিভিন্ন উন্নত বিশ্বে এই পর্ণোগ্রাফি আজ ব্যবসার একটা জনপ্রিয় খাতেও পরিচিত হয়ে উঠছে। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ এবং আকাশ সংস্কৃতির এই যুগে বিভিন্ন পর্ণোগ্রাফি মুহূর্তেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। 

পর্ণোগ্রাফি দেখার জন্য অসংখ্য সাইট তৈরি করা হচ্ছে ইন্টারনেটে পর্ণোগ্রাফির শিকার হয়ে অনেক নারীর সামাজিক ও পারিবারিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে অনেকে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বর্তমান বিশ্ব সভ্যতার অন্যতম অভিশাপ হচ্ছে পর্ণোগ্রাফি। এই পর্ণোগ্রাফি নারী জাতির শ্রেষ্ঠ অবমাননা। পর্ণোগ্রাফির করাল গ্রাসে আক্রান্ত আজ গোটা সমাজ। 

তাই পর্ণোগ্রাফির এই করাল রাহু গ্রাস থেকে আমাদের নারী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষার জন্য প্রয়োজন সম্মিলিত নাগরিক ও সামাজিক আন্দোলন ।

আর্টিকেলের শেষকথাঃ পর্নোগ্রাফি কি | পর্নোগ্রাফি মানে কি | পর্নোগ্রাফি বলতে কি বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম পর্নোগ্রাফি কি | পর্নোগ্রাফি মানে কি | পর্নোগ্রাফি বলতে কি বুঝ । যদি তোমাদের আজকের পর্নোগ্রাফি কি | পর্নোগ্রাফি মানে কি | পর্নোগ্রাফি বলতে কি বুঝ পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ