আসন্নতম উপজাতি বলতে কী বোঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আসন্নতম উপজাতি বলতে কী বোঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আসন্নতম উপজাতি বলতে কী বোঝ । আমাদের গুগল নিউজ ফলো করুন।
আসন্নতম উপজাতি বলতে কী বোঝ |
আসন্নতম উপজাতি বলতে কী বোঝ
উত্তর: জাতির নি কটবর্তী শ্রেণিকে আসন্নতম উপজাতি বলে । কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে আসন্নতম জাতি বলে ।
একটি উপজাতির একাধিক জাতি থাকতে পারে। ব্যাপকতার মধ্যে কোনোটি উপজাতির নিকটস্থ, আবার কোনোটি দূরবর্তী।
তবে তাদের মধ্যে যেটি সব থেকে নিকটবর্তী সেটিকেই আসন্নতম জাতি বলে। যেমন— মানুষ, জীব, সপ্রাণবস্তু, এদের মধ্যে জীব জাতিটিই মানুষের সবচেয়ে নিকটবর্তী। সুতরাং ‘জীব’ জাতিটি ‘মানুষ' উপজাতির আসন্নতম জাতি।
আর্টিকেলের শেষকথাঃ আসন্নতম উপজাতি বলতে কী বোঝ
আমরা এতক্ষন জেনে নিলাম আসন্নতম উপজাতি বলতে কী বোঝ । যদি তোমাদের আজকের আসন্নতম উপজাতি বলতে কী বোঝ পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।