বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো । আমাদের গুগল নিউজ ফলো করুন।
বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো |
বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো
উত্তর: একই জাতীয় কয়েকটি জাতি বা উপজাতিকে ব্যাপকতার দিক দিয়ে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজানোর পর যদি দেখা যায় যে, তাদের মধ্যে একটি জাতি এত বড় যে তার থেকে বড় আর কোনো শ্রেণি হয় না এবং তাকে অন্য কোনো ব্যাপকতার শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না, তাহলে তাকে বৃহত্তম বা পরমতম জাতি বলে ।
যেমন— দ্রব্য-জড়বস্তু-সপ্রাণবস্তু-জীব-মানুষ। এখানে 'দ্রব্য' পদটি ব্যাপকতার দিক দিয়ে সবার ওপরে। তাই বলা যায় ‘দ্রব্য' পদটি একটি বৃহত্তম বা পরমতম জাতি ।
আর্টিকেলের শেষকথাঃ বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো
আমরা এতক্ষন জেনে নিলাম বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো । যদি তোমাদের আজকের বৃহত্তম বা পরমতম জাতি উদাহরণসহ ব্যাখ্যা করো পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।