৭০টি যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর - যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় mcq, juktibidda 1st paper 2nd oddhay short question জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর - যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় mcq - juktibidda 1st paper 2nd oddhay short question । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

৭০টি যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৭০টি যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৭০টি যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর | juktibidda 1st paper 2nd oddhay short question

প্রশ্ন-১. দর্শন কী?

উত্তর: জগৎ ও জীবন সম্পর্কে মৌলিক ও চিরন্তন সমস্যাবলির যুক্তিসঙ্গত অনুসন্ধানই দর্শন ।

প্রশ্ন-২. ‘চিন্তা ও সত্তা এক ও অভিন্ন'— উক্তিটি কোন দার্শনিকের?

উত্তর: দার্শনিক হেগেলের ।

প্রশ্ন-৩. দর্শন জ্ঞানের কোন শাখার অনুসন্ধান করে?

উত্তর: তত্ত্বগত শাখা অনুসন্ধান করে ।

প্রশ্ন-৪. দর্শনের ইংরেজি শব্দ কী?

উত্তর: দর্শনের ইংরেজি শব্দ Philosophy 

প্রশ্ন-৫. গ্রিক শব্দ 'Philos' এর অর্থ কী?

উত্তর: গ্রিক শব্দ 'Philos' এর অর্থ অনুরাগ । 

প্রশ্ন-৬. 'Sophia' শব্দের অর্থ কী?

উত্তর: 'Sophia' শব্দের অর্থ জ্ঞান ।

প্রশ্ন-৭. দর্শন শব্দের অর্থ কী?

উত্তর: দর্শন শব্দের অর্থ জ্ঞান বা প্রজ্ঞার প্রতি অনুরাগ । 

প্রশ্ন-৮. ‘চিন্তা ও সত্তা এক ও অভিন্ন’– কে বলেছেন? 

উত্তর: দার্শনিক হেগেল ।

প্রশ্ন-৯. সর্বপ্রথম Philosophy শব্দটি ব্যবহার করেন কে?

উত্তর: পিথাগোরাস সর্বপ্রথম Philosophy শব্দটি ব্যবহার করেন । 

প্রশ্ন-১০. দর্শনের কয়টি শাখা আছে?

উত্তর: দর্শনের তিনটি শাখা আছে।

প্রশ্ন-১১. নীতিবিদ্যা কীভাবে মানব আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় মূল্যায়ন করে?

উত্তর: নীতিবিদ্যা নৈতিক আদর্শের মানদণ্ডে মানব আচরণের ভালো- মন্দ, ন্যায়-অন্যায় মূল্যায়ন করে ।

প্রশ্ন-১২. নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী?

উত্তর: নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো মঙ্গল বা কল্যাণ । 

প্রশ্ন-১৩. নীতিবিদ্যা কোন ধরনের ক্রিয়া সম্পর্কে আলোচনা করে? 

উত্তর: নীতিবিদ্যা ঐচ্ছিক ক্রিয়া সম্পর্কে আলোচনা করে । 

প্রশ্ন-১৪. মানব জীবনের চরম আদর্শসমূহ কী কী?

উত্তর: মানব জীবনের চরম আদর্শসমূহ হলো সত্য, সুন্দর ও মঙ্গল । 

প্রশ্ন-১৫. নন্দন শব্দের অর্থ কী?

উত্তর: নন্দন শব্দের অর্থ হলো আনন্দ ।

প্রশ্ন-১৬. ননন্দনতত্ত্বের অপরিহার্য বিষয় কী?

উত্তর: ননন্দনতত্ত্বের অপরিহার্য বিষয় হলো শিল্পকলা 

প্রশ্ন-১৭. নন্দনতত্ত্বের ভাষার কোন ধরনের বিশ্লেষণ থাকে? 

উত্তর: ননন্দতত্ত্ব ভাষার শৈল্পিক বিশ্লেষণ থাকে । 

প্রশ্ন-১৮, নন্দনতত্ত্বের কোন ধরনের বিজ্ঞান? 

উত্তর: নন্দনতত্ত্ব আত্মগত বিজ্ঞান ।

প্রশ্ন-১৯. গণিতে কয় ধরনের প্রতীক ব্যবহার হয়।

উত্তর: গণিতে ১৯ ধরনের প্রতীক ব্যবহার হয় । 

প্রশ্ন-২০. গণিতের প্রাণ কী?

উত্তর: গণিতের প্রাণ হলো প্রতীক ।

প্রশ্ন-২১. গণিত কোন ধরনের বিজ্ঞান? 

উত্তর: গণিত আকারগত বিজ্ঞান

প্রশ্ন-২২. গণিত কোন ধরনের যুক্তিবিদ্যা?

উত্তর: গণিত উচ্চতর যুক্তিবিদ্যা।

প্রশ্ন-২৩. 'Mathematics' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? 

উত্তর: 'Mathematics' শব্দটি Mashema শব্দ থেকে উৎপত্তি লাভ করে ।

 প্রশ্ন-২৪. শিক্ষা কী?

উত্তর: শিক্ষা হলো মানুষের আচরণের স্থায়ী পরিবর্তনের একটি মাধ্যম। 

প্রশ্ন-২৫. 'Man is rational animal'-উক্তিটি কার?

উত্তর: 'Man is rational animal' -উক্তিটি এরিস্টটলের । 

প্রশ্ন-২৬. 'যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা'— উক্তিটি কার?

উত্তর: ‘যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা'— উক্তিটি বার্ট্রান্ড রাসেলের । 

প্রশ্ন-২৭. নীতিবিদ্যা কী?

উত্তর: নৈতিকতার মানদণ্ডে মানুষের আচরণের মধ্যে কী করা উচিত- অনুচিত, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ইত্যাদি নিয়ে আলোচনাই হলো নীতিবিদ্যা । 

প্রশ্ন-২৮. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

উত্তর: নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের আচরণ ।

প্রশ্ন-২৯. দর্শনের আলোচ্য বিষয় কী?

উত্তর: ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ অতিক্রম করে অতীন্দ্রিয় সত্তার জগতে প্রবেশ করাই দর্শনের আলোচ্য বিষয় ।

প্রশ্ন-৩০. মানুষের জীবনের তিনটি মৌলিক আদর্শ কী?

উত্তর: সত্য, সুন্দর ও মঙ্গল ।

প্রশ্ন-৩১. নীতিবিদ্যার মৌলিক আদর্শ কী?

উত্তর: নীতিবিদ্যার মৌলিক আদর্শ মঙ্গল ।

প্রশ্ন-৩২. 'Ethos' শব্দের অর্থ কী?

উত্তর: 'Ethos' শব্দের অর্থ রীতিনীতি ও আচার-ব্যবহার ।

প্রশ্ন-৩৩, উইলিয়াম লিলি প্রদত্ত নীতিবিদ্যার সংজ্ঞাটি লেখো ।

উত্তর: উইলিয়াম লিলি বলেন, ‘সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্বন্ধীয় আদর্শনিষ্ঠ বিজ্ঞানই হলো নীতিবিদ্যা।'

প্রশ্ন-৩৪. শাব্দিক অর্থে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?

উত্তর: শাব্দিক অর্থে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো— আচরণের ভালোত্ব-মন্দত্ব, ন্যায়ত্ব- অন্যায়ত্ব, ঔচিত্য-অনৈচিত্য সম্পৰ্কীয় ।

প্রশ্ন-৩৫. মানবজীবনের পরম আদর্শ প্রাপ্তিতে কোন কোন বিষয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?

উত্তর: যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা

প্রশ্ন-৩৬. ব্যবসাসহ সকল প্রকার পেশার পেছনেই কোন বিষয়টি কাজ করে? 

উত্তর: নৈতিক ও যৌক্তিক ভিত্তি

প্রশ্ন-৩৭. বিভিন্ন ব্যবসা ও পেশা ক্ষেত্রে মৌলিক আদর্শ হিসেবে কাজ করে কী?

উত্তর: যৌক্তিকতা ও নৈতিকতা ।

প্রশ্ন-৩৮. পেশাজীবী তার কর্মক্ষেত্রে নিয়োগের শর্তানুযায়ী কর্ম না করলে কোন ক্ষেত্রে অযৌক্তিক হয়?

উত্তর: নৈতিক মূল্যবোধ ও ধর্ম উভয় দিক।

প্রশ্ন-৩৯. কোনো কাজ অনৈতিক না নৈতিক তা শিক্ষা দেয় কোন শাস্ত্র? 

উত্তর: নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা।

প্রশ্ন-৪০. ব্যবসা ও পেশার সাথে প্রায়োগিকভাবে কোন বিদ্যা ঘনিষ্ঠভাবে আবদ্ধ?

উত্তর: যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা ।

প্রশ্ন-৪১. অধিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে?

উত্তর: বিশ্বজগতের প্রকৃত সত্তা ও স্বরূপ ।

প্রশ্ন-৪২. জ্ঞানের উৎপত্তি, স্বরূপ, প্রকৃতি, সীমা প্রভৃতি কোন বিদ্যার আলোচ্য বিষয় ?

উত্তর: জ্ঞানের উৎপত্তি, স্বরূপ, প্রকৃতি, সীমা প্রভৃতি জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় । 

প্রশ্ন-৪৩. কোন বিষয় নিয়ে আলোচনা করা মূল্যবিদ্যার আলোচ্য বিষয়? 

উত্তর: মূল্যের প্রকৃতি ও স্বরূপ ।

প্রশ্ন-৪৪: মূল্যবিদ্যার অপর নাম কী?

উত্তর: মূল্যবিদ্যার অপর নাম দর্শন ।

প্রশ্ন-৪৫. কোন ধরনের সত্যতা পরিপূর্ণতা লাভ করতে পারে না? 

উত্তর: যে সত্যে সৌন্দর্য অনুপস্থিত থাকে ।

প্রশ্ন-৪৬. যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? 

উত্তর: উৎপত্তিগত ও ব্যবহারিক।

প্রশ্ন-৪৭. যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে কোন বিষয়ে ঘনিষ্ঠ মিল রয়েছে? 

উত্তর: উভয়ই আকারগত বিজ্ঞান

প্রশ্ন-৪৮. গণিত তার গাণিতিক কর্মে যুক্তিবিদ্যার কোন পদ্ধতি গ্রহণ করে অগ্রসর হয়?

উত্তর: অবরোহ পদ্ধতি

প্রশ্ন-৪৯. গণিতকে কোন ধরনের যুক্তিবিদ্যা বলে অভিহিত করা হয়? 

উত্তর: উচ্চতর যুক্তিবিদ্যা ।

প্রশ্ন-৫০. গণিতে যুক্তিবিদ্যার কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?

উত্তর: আরোহ পদ্ধতি ।

প্রশ্ন-৫১. যুক্তিবিদ্যার সমকালীন বিকাশকে কোন বিষয় সমৃদ্ধ ও সমৃদ্ধতর করেছে?

উত্তর: গণিতের তাত্ত্বিক প্রয়োগ ।

প্রশ্ন-৫২. আধুনিক কালের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার কী? 

উত্তর: আধুনিক কালের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার।

প্রশ্ন-৫৩, পৃথিবীতে প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন কে? 

উত্তর: বিজ্ঞানী ক্লিফোর্ড ব্রারি এবং এন্টেনসফ (১৯৪০)।

প্রশ্ন-৫৪, সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেন কে?

উত্তর: চার্লস ব্যাবেজ (১৭৯২–১৮৯১)।

প্রশ্ন-৫৫. কম্পিউটারের জনক বলা হয় কাকে?

উত্তর: কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে ।

প্রশ্ন-৫৬, অভিধান বা Dictionary-তে Computer শব্দের বাংলা অর্থ কী?

উত্তর: গণনাকারী যন্ত্র ।

প্রশ্ন-৫৭. কোন বৈদ্যুতিক যন্ত্রকে প্রোগ্রাম করা যায়?

উত্তর: কম্পিউটার।

প্রশ্ন-৫৮. কোন কোন বিজ্ঞানের জ্ঞান মিলে যৌক্তিক জ্ঞান ও বিজ্ঞানকে পরিস্ফুটিত ও সুদৃঢ় করে?

উত্তর: যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের জ্ঞান ।

প্রশ্ন-৫৯. কোন শতাব্দী থেকে কম্পিউটার বিজ্ঞানে যুক্তিবিদ্যার ব্যবহার বা প্রয়োগ শুরু হয়েছে?

উত্তর: বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে ।

প্রশ্ন-৬০. যুক্তিবিদ্যা কম্পিউটারের যে প্রোগ্রামের ভাষাশৈলীকে অর্থবহ করে তোলে তার নাম কী?

উত্তর: প্যাসক্যাল (Pascal)।

প্রশ্ন-৬১. ১৯৭০ সালের শেষ দিকে যে অতি শক্তিশালী প্রোগ্রামিং প্যারাডিগম উদ্ভাবিত হয়েছে তার নাম কী?

উত্তর: ঘোষণামূলক কার্যক্রম।

প্রশ্ন-৬২. কোন কোন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকারীদের যুক্তিবিদ্যার জ্ঞান থাকা একান্ত অপরিহার্য?

উত্তর: কম্পিউটারের প্রোগ্রাম প্রস্তুতকরণ ও প্রতীক ব্যবহারের ক্ষেত্রে ।

প্রশ্ন-৬৩, অনুমান বা যুক্তির সত্যতা বা বৈধতা নির্ধারণকারী বিজ্ঞানকে সংক্ষেপে কী বলে?

উত্তর: যুক্তিবিষয়ক জ্ঞান বা যুক্তিবিজ্ঞান ।

প্রশ্ন-৬৪. প্রকৃত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কী?

উত্তর: কুসংস্কার ও অন্ধবিশ্বাস ।

প্রশ্ন-৬৫. যুক্তিবিদ্যার জ্ঞান কীভাবে সত্যাশ্রয়ী ও বাস্তবমুখী হতে সাহায্য করে?

উত্তর: অন্ধবিশ্বাস ও কুসংস্কারমুক্ত করে।

প্রশ্ন-৬৬, ‘উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যুক্তিবিদ্যার গুরুত্ব অপরিসীম’ উক্তিটি কার?

উত্তর: যুক্তিবিদ বার্কারের।

প্রশ্ন-৬৭. বিভিন্ন কলাবিদ্যাকে নিজ নিজ উদ্দেশ্য সাধনের জন্য কোন বিষয়ের ওপর নির্ভর করতে হয়?

উত্তর: যুক্তিবিদ্যার জ্ঞানের ওপর ।

প্রশ্ন-৬৮. বাস্তব জীবনে যুক্তিবিদ্যার জ্ঞান কী নিয়ন্ত্রণ করে?

উত্তর: স্বভাবজাত আবেগকে ।

প্রশ্ন-৬৯. সামাজিক জীব হিসেবে মানুষের কোন স্বাভাবিক প্রবণতা লক্ষ করা যায়?

উত্তর: অন্যকে নিজের মতে প্রভাবিত করা ।

প্রশ্ন-৭০. আমাদেরকে কোন শাস্ত্রের জ্ঞান কর্মের ও আচরণের ভুল নির্ণয়ে সহায়তা করে?

উত্তর: যুক্তিবিদ্যার জ্ঞান ।

আর্টিকেলের শেষকথাঃ যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর - যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় mcq

আমরা এতক্ষন জেনে নিলাম যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর - যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় mcq । যদি তোমাদের আজকের যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর - যুক্তিবিদ্যা ১ম পত্র ২য় অধ্যায় mcq পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ