নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা। আমাদের গুগল নিউজ ফলো করুন।

নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা
নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা

নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা

  • অথবা, নির্বাচকমণ্ডলী কী?
  • অথবা, নির্বাচকমণ্ডলী কাকে বলে?
  • অথবা, নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও ।

উত্তর : ভূমিকা : গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় । প্রাচীন গ্রিক রাষ্ট্র থেকে নির্বাচন এর ধারণা চলে আসছে। গ্রিক নগররাষ্ট্র পরিচালনা করার জন্য তারা নেতা নির্বাচন করতো প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে। 

এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন ও নির্বাচকমণ্ডলী উদ্ভব হয়। আর গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচকমণ্ডলী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা : নির্বাচকমণ্ডলী আধুনিক গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ । নির্বাচনকে সফল করতে পারে নির্বাচকমণ্ডলী।

প্রামাণ্য সংজ্ঞা : নির্বাচকমণ্ডলী সমন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের মতামত ব্যক্ত করেছে। নিচে তাদের মতামত তুলে ধরা হলো :

Lecky-এর ভাষায়, "Electorate implies voters those whose select the representatives to represent the state."

Prof Garner বলেন, “নির্বাচকমণ্ডলী হচ্ছে নাগরিকের সেই অংশ যারা সরকারের গঠন প্রকৃতি ও কার্যাবলি বিশ্লেষণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার তৈরি করে।”

Appodorai-এর ভাষায়, "The primary means electorate by which the people exercise their voting power in the election." H. B. Mayo-এর ভাষায়, “নির্বাচক বা ভোটার হলো তারাই যারা প্রতিনিধি নির্বাচন করে।”

Willoughby-এর ভাষায়, "In a popular government of the representive type, the electoral branch many be viewed as the foundation upon which the whole structur of government is elected."

vi. R. J. Gettel বলেন, “নির্বাচকমণ্ডলী কার্যত সরকারের একটি স্বতন্ত্র ও অত্যন্ত প্রভাবশালী শাখা । কেননা এর ব্যাপক ক্ষমতা রয়েছে এবং তা সরকারি ব্যবস্থায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রযোজ্য।”

সুতরাং নির্বাচক বা ভোটারের সমষ্টি হলো নির্বাচকমণ্ডলী। বিধি মতে যে সকল নাগরিক আইনসভা ও নির্বাচনি সংস্থার বা যেকোনো নির্বাচনে প্রতিনিধি নির্বাচনের অধিকার লাভ করে | তাদের সমষ্টিই হলো নির্বাচকমণ্ডলী ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নির্বাচকমণ্ডলীর গুরুত্ | বিবেচনায় নির্বাচকমণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে স্বীকার করা হয়েছে। Willoushby একথা যথোপযুক্ত অযৌক্তিক নয় বলে স্বীকার করেছেন।

আর্টিকেলের শেষকথাঃ নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা

আমরা এতক্ষন জেনে নিলাম নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা। যদি তোমাদের আজকের নির্বাচকমণ্ডলী বলতে কী বুঝ | নির্বাচকমণ্ডলী কারা পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ