প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।

প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি
প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি

প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি

উত্তর : ভূমিকা : রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্যয় বিদ্যমান। যেমন : গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র প্রভৃতি। এর মধ্যে প্রজাতন্ত্র অন্যতম ।

প্রজাতন্ত্র : প্রজাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Republic| যার বাংলা সমার্থক শব্দ হলো সাম্যতা বা সমান সুযোগের বিধান। মূলত Republic শব্দটি ল্যাটিন শব্দ res publica থেকে এসেছে। 

যার আক্ষরিক অর্থ হলো জনগণ সংক্রান্ত একটি বিষয়। অর্থাৎ প্রজাতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বা জনগণের একাংশ।

সাধারণভাবে Republic বা প্রজাতন্ত্রী বলতে বুঝায় যেখানে সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধার নিশ্চয়তা প্রদান করা হয়। 

প্রজাতন্ত্রে সকল নাগরিক সমান এবং আইনের দৃষ্টিতে সকলে সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। রাষ্ট্র কারও প্রতি বৈষম্য প্রদর্শন করবে না। 

এ ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস ম্যাডিসন প্রজাতন্ত্রকে গণতন্ত্রের সাথে তুলনা করেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজশক্তিবিহীন রাষ্ট্রকেই। প্রজাতন্ত্র বলা হয়। কেননা কোনো রাজা বা রানি এই জাতীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধানের পদটি পেতে পারেন না। বস্তুত প্রজাতন্ত্রতে নাগরিকদের সমঅধিকার নিশ্চিত করা হয়।

আর্টিকেলের শেষকথাঃ প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি

আমরা এতক্ষন জেনে নিলাম প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি। যদি তোমাদের আজকের প্রজাতন্ত্র বলতে কি বুঝায় | প্রজাতন্ত্র কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ