ভাষা আন্দোলন কাকে বলে | ভাষা আন্দোলন বলতে কি বুঝায়

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ভাষা আন্দোলন কাকে বলে | ভাষা আন্দোলন বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ভাষা আন্দোলন কাকে বলে | ভাষা আন্দোলন বলতে কি বুঝায় । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

ভাষা আন্দোলন কাকে বলে  ভাষা আন্দোলন বলতে কি বুঝায়
ভাষা আন্দোলন কাকে বলে  ভাষা আন্দোলন বলতে কি বুঝায়

ভাষা আন্দোলন কাকে বলে | ভাষা আন্দোলন বলতে কি বুঝায়

উত্তর : | ভূমিকা : ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য পূর্ব পাকিস্তানের জনগণ যে আন্দোলন করেছিলেন, তাই ভাষা আন্দোলন নামে পরিচিত। পাকিস্তানি শাসকদের অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ হলো ভাষা আন্দোলন। 

বাঙালিরা বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষা হিসেবে বাংলার স্বীকৃতি লাভ করে। ভাষা আন্দোলনের সফলতা বাঙালিদের পরবর্তীকালের আন্দোলনের সাহস জুগিয়েছিলেন।

→ ভাষা আন্দোলন : পূর্ব পাকিস্তানের জনগণ মাতৃভাষা হিসেবে বাংলাকে রক্ষা করার জন্য পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যে আন্দোলন করেন তা ভাষা আন্দোলন নামে পরিচিত। ১৯৪৮ সালে জিন্নাহ ঘোষণা দেন, কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা। 

এ ঘোষণার পর বাংলার দামাল ছেলেরা কঠোর আন্দোলন করেন। পাকিস্তানের অধিকাংশ লোকের মাতৃভাষা ছিল বাংলা। ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা বাতিল করে বাংলার দামাল ছেলেরা মিছিল বের করেন। 

পুলিশ মিছিলে গুলি করেন। এতে সালাম, রফিক, বরকত, জব্বার ও আরও অনেকে শহিদ হন। অবশেষে ভাষা আন্দোলন গণআন্দোলনের রূপ ধারণ করে। ১৯৫৬ সালে বাংলা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পান। বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা হিসেবে বাংলা পান। 

ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। তাই বলা যায় মাতৃভাষা রক্ষার জন্য বাঙালিরা যে আন্দোলন করেছিলেন তাই ভাষা আন্দোলন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভাষা আন্দোলনে বাঙালিরা বুকের তাজা রক্ত দিয়েছিল। পৃথিবীর আর কোনো জাতি ভাষার জন্য এত রক্ত দেননি। 

তাই ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইউনেস্কো ঘোষণা দেন। বাংলাভাষা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাঙালিরা মাতৃভাষায়ে কথা বলার অধিকার পান। ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আন্দোলন।

আর্টিকেলের শেষকথাঃ ভাষা আন্দোলন কাকে বলে | ভাষা আন্দোলন বলতে কি বুঝায়

আমরা এতক্ষন জেনে নিলাম ভাষা আন্দোলন কাকে বলে | ভাষা আন্দোলন বলতে কি বুঝায় । যদি তোমাদের আজকের ভাষা আন্দোলন কাকে বলে | ভাষা আন্দোলন বলতে কি বুঝায় পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ