গ্রান্ড ট্রাঙ্ক রোড কি। গ্রান্ড ট্রাঙ্ক রোড সম্পর্কে লিখ

গ্রান্ড ট্রাঙ্ক রোড কি। গ্রান্ড ট্রাঙ্ক রোড সম্পর্কে লিখ
গ্রান্ড ট্রাঙ্ক রোড কি। গ্রান্ড ট্রাঙ্ক রোড সম্পর্কে লিখ

গ্রান্ড ট্রাঙ্ক রোড কি। গ্রান্ড ট্রাঙ্ক রোড সম্পর্কে লিখ

  • অথবা, শেরশাহের নির্মিত গ্রান্ড ট্রাঙ্ক রোডের উপর একটি টীকা লিখ।

উত্তর : ভূমিকা : শুর শাসক শেরশাহ তার ৫ বছরের রাজত্বের ইতিহাসে জনহিতকর কার্যাবলি অনেক করে গেছেন। তিনি বহু রাস্তাঘাট নির্মাণ করেন। 

সেগুলোর মধ্যে গ্রান্ড ট্রাঙ্ক রোড অন্যতম । অনেকগুলো রাস্তাঘাট নির্মাণের জন্য তাকে ‘প্রথম নৃপতি” বলা হয় ।

→ গ্রান্ড ট্রাঙ্ক রোড : ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেছেন, “শেরশাহ যে সমস্ত বড় শহর নির্মাণ করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ, সুন্দর ও প্রশস্ত ছিল গ্রান্ড ট্রাঙ্ক রোড। 

সড়কে আযম নামে অভিহিত এ রাস্তা বাংলার সোনারগাঁও হতে সিন্ধুর অববাহিকা পর্যন্ত বিস্তৃত। এটি প্রায় ১৫০০ মাইল বিস্তৃত। 

পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার জন্য রাস্তার উভয়পার্শ্বে ছায়াদানকারী বৃক্ষ রোপণ করেন এবং প্রতি ক্রোশ অন্তর অন্তর একটি করে সরাইখানা নির্মাণ করেন। 

পথিকরা চলার পথে ক্লান্ত হয়ে গেলে এসব সরাইখানায় বিশ্রাম নিত। শুধু তাই নয়, পথিমধ্যে রাত হয়ে গেলে সরাইখানাগুলোতে রাত্রি যাপনের ব্যবস্থা রাখা হয়েছিল ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, শেরশাহ গ্রান্ড ট্রাঙ্ক রোড ও অন্যান্য সড়ক নির্মাণ করে তার মহতী উদ্দেশ্য সার্থক করেছিলেন। 

এসব সড়ক নির্মাণের ফলে সৈন্যবাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলেও যাতায়াত করতে পারত । এ রাস্তা আজও তার মহত্ব প্রচার করছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ